ভিডিও এডিটিং এর জন্য প্লে স্টোরে অনেক অ্যাপ্লিকেশন এভেলেবেল রয়েছে। তার মধ্যে কোনটি ভালো সেটা খুঁজে বের করা একটু কঠিন এবং সময় সাপেক্ষ ব্যাপার। সেই জন্যই আমরা আপনাদের জন্য পাঁচটি ভালো ভিডিও এডিটিং এর অ্যাপ্লিকেশন খুঁজে বের করেছি যেগুলি আপনারা ব্যবহার করে দেখতে পারেন। আশা করি এগুলি আপনাদের পছন্দ হবে এবং আপনাদের সমস্যা সমাধান করতে সক্ষম হবে।
PowerDirector
উপযোগী: অ্যান্ড্রয়েড,iOS
রেটিং: ১০/১০
মূল বৈশিষ্ট্য:
a.4k রেজুলেশন পর্যন্ত ভিডিও এডিট এবং এক্সপোর্ট করা যায়।
b. স্পিড এডজাস্টমেন্ট সহ স্লোমোশন এবং ফাস্ট ফরওয়ার্ড ভিডিও এডিট করা যায়।
c. ভিডিও স্টেবিলাইজার এর সাহায্যে shaky ভিডিও ফুটেজ ঠিক করা যায়।
d. এনিমেটেড টাইটেল এর সাহায্যে চোখ ধাঁধানো ইন্ট্রো তৈরি করা যায়।
e. ভয়েস চেঞ্জার এর সাহায্যে বিভিন্ন ধরনের অডিও ইফেক্ট দেওয়া যায়।
f. ক্রোমা কি সাহায্যে ব্যাকগ্রাউন্ড রিপ্লেস করা যায়।
g. এছাড়া ব্লেন্ডিং মোড রয়েছে যার সাহায্যে আপনি অপূর্ব ডবল exposure ইফেক্ট দিতে পারবেন।
h. রয়ালটি ফ্রী স্টক লাইব্রেরী রয়েছে যেখান থেকে আপনি আনলিমিটেড ফটো এবং ভিডিও একসেস করতে পারবেন।
InShot
উপযোগী: অ্যান্ড্রয়েড,iOS
রেটিং: ৭/১০
মূল বৈশিষ্ট্য:
a. ব্যাকগ্রাউন্ড মিউজিক এড করা যায়।
b. ভিডিও ক্রপ,ট্রিম এবং কাট করা যায়।
c. একাধিক ভিডিও ক্লিপ কে একসঙ্গে মার্জ করা যায়।
d. এছাড়া বিভিন্ন ইফেক্ট ব্যবহার করতে পারবেন।
InShort একটি খুবই ভালো অ্যাপ্লিকেশন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের জন্য।
Canva
উপযোগী: অ্যান্ড্রয়েড,iOS
রেটিং: ১০/১০
মূল বৈশিষ্ট্য:
a. এই অ্যাপ্লিকেশনের সাহায্যে আপনার ফটো ভিডিও সমস্ত কিছু এডিট করতে পারবেন।
b. অ্যাপ্লিকেশন টিতে আগে থেকেই সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ভিডিও ও ফটো কভার টেমপ্লেট আপনি পেয়ে যাবেন।
c. এই অ্যাপ্লিকেশনটি সাহায্যে আপনি ইনস্টাগ্রাম রিল, ইউটিউব ভিডিও, ফেসবুক ভিডিও ,স্লাইড শো, লিংকডইন ভিডিও এবং টিক টক ভিডিও ইত্যাদি খুব সহজেই টেমপ্লেট গুলি ব্যবহার করে করতে পারবেন।
FilmoraGo
উপযোগী: অ্যান্ড্রয়েড,iOS
রেটিং: 4.4
মূল বৈশিষ্ট্য:
a. এটি একটি অল ইন ওয়ান ভিডিও এডিটিং অ্যাপ।
b. খুব দ্রুত ফটো এবং ভিডিও ইমপোর্ট এবং এক্সপোর্ট করা যায়।
c. ভিডিও ক্লিপ গুলির প্রিভিউ দেখা যায়।
d. খুব সুন্দর সুন্দর টেমপ্লেট এবং ইফেক্ট রয়েছে যা আপনারা এক ক্লিকেই এপ্লাই করতে পারবেন।
c. রিভার্স ভিডিও বানাতে পারবেন।
d. বিভিন্ন অ্যানিমেটেড ইফেক্ট অ্যাড করতে পারবেন।
এটি একটি পাওয়ারফুল ভিডিও এডিটিং অ্যাপ্লিকেশন। এর মধ্যে আপনি একাধিক ব্যবহার উপযোগী ফিচার পেয়ে যাবেন। ইতি ভিডিও এডিট করা খুবই সহজ। আপনি একাধিক ভিডিও ক্লিপ কে একসঙ্গে মার্চ করতে পারবেন।
Filmora নামে একটি সফটওয়্যার কম্পিউটার ব্যবহার করা হয় ভিডিও এডিটিং এর জন্য একইভাবে মোবাইল ভিডিও এডিটিং এর জন্য FilmoraGo অ্যাপ্লিকেশনটি ব্যবহার করা হয়।
KineMaster
উপযোগী: অ্যান্ড্রয়েড,iOS
রেটিং:9/10
মূল বৈশিষ্ট্য:
a. এক একটি ফ্রেম ক্রপ করা যাবে।
b. মাল্টি লেয়ার ইফেক্ট দেওয়া যাবে।
c. বিভিন্ন ধরনের এনিমেশন অ্যাড করা যাবে।
এই অ্যাপ্লিকেশনটি প্রফেশনালদের জন্য। এই অ্যাপ্লিকেশনটি বিভিন্ন ইউটিউবার এবং সোশ্যাল মিডিয়ার ক্রিকেটাররা ব্যবহার করে থাকেন। এই অ্যাপ্লিকেশনটিতে অন্যান্য সব অ্যাপ্লিকেশন এর মত বেসিক ফিচারগুলো তো রয়েছে একই সঙ্গে রয়েছে কিছু এডভান্স এডিটিং ফিচার তাই প্রফেশনালরা এই অ্যাপ্লিকেশনটি খুবই পছন্দ করেন।
আপনি এই অ্যাপ্লিকেশনটি সাহায্যে আপনার ভিডিওর ভয়েস ওভার দিতে পারবেন, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন,ব্যাকগ্রাউন্ড মিউজিক এড করতে পারবেন এবং বিভিন্ন ধরনের ট্রানজেকশন স্লাইড ব্যবহার করতে পারবেন।
এছাড়াও এই অ্যাপ্লিকেশনে রয়েছে কিছু এডভান্স ফিচার যেমন কি ফ্রেম অ্যানিমেশন, প্রিমিয়াম ব্লেন্ডিং মোড, এছাড়া আপনি আপনার ভিডিওটি কে 4k তে সরাসরি আপনার সোশ্যাল মিডিয়া সাইটে আপলোড করতে পারবেন।
উপসংহার
বন্ধুরা আশা করি আপনাদের অ্যাপ গুলি পছন্দ হবে। অ্যাপগুলি সম্পর্কে যদি আপনার কোন রকম প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। উপরের অ্যাপগুলি ছাড়া অন্য কোন অ্যাপ সম্পর্কে আপনার যদি জানেন যেগুলো আমাদের লিস্টে থাকা উচিত তাহলেও আপনি নিচে কমেন্ট বক্সে আমাদের জানাতে পারেন।
FAQ.
প্রশ্ন:সবথেকে ভালো ভিডিও এডিটিং অ্যাপ কোনটি?
উত্তর:PowerDirector
প্রশ্ন:সবথেকে ভালো ফ্রী ভিডিও এডিটিং অ্যাপ কোনটি ?
উত্তর: Canva
প্রশ্ন:সবথেকে ভালো ইউটিউব ভিডিও এডিটিং অ্যাপ কোনটি?
উত্তর:KineMaster
প্রশ্ন:ওয়াটার মার্ক ছাড়া ভালো ভিডিও এডিটিং অ্যাপ কোনটি?
উত্তর: InShot
প্রশ্ন:প্রফেশনাল ভিডিও এডিটিং অ্যাপ কোনটি?
উত্তর:KineMaster
আপনার জন্য আরো
1.মানি ম্যানেজমেন্ট এর সেরা অ্যাপ্লিকেশন
2.CoinDCX একাউন্ট কিভাবে বানাবেন ?