মেসেজিং সার্ভিস হোয়াটসঅ্যাপ আগের মাসেই ভারতে 47 লক্ষর বেশি অ্যাকাউন্ট ব্যান্ড করেছে। ফেব্রুয়ারি মাসে ব্যান্ড করা একাউন্টের চেয়ে এই সংখ্যা ছিল অনেক বেশি।
Whatsapp ফেব্রুয়ারি মাসে ৪৫ লক্ষেরও বেশি অ্যাকাউন্ট বন্ধ করেছিল। সম্প্রতি GAC থেকে পাওয়া তিনটি নির্দেশের পালন করেছে এরা। যদিও whatsapp এই অর্ডার সম্পর্কে বিস্তারিত জানায়নি। এটির মাসিক ইউজার সেফটি রিপোর্টে whatsapp ব্যবহার কারীর যাবতীয় অভিযোগ এবং সেই অভিযোগের ভিত্তিতে করা অনুসন্ধানের বিস্তারিত বিবরণ রয়েছে। একই সঙ্গে whatsapp প্লাটফর্মে উৎপিরনের যাবতীয় অনুসন্ধানের বিবরণ দেওয়া হয়ে থাকে। এই রিপোর্টে বলা হয়েছে মার্চ মাসে ৪৭ লক্ষ ১৫ হাজার ৯০৬ whatsapp account ব্যান্ড করা হয়েছিল। এর মধ্যে 16 লাখ 69 হাজার 385 অ্যাকাউন্ট ব্যবহারকারীর কোনরকম রিপোর্ট পাওয়ার আগেই ব্যান্ড করা হয়েছিল।
IT র নিয়ম অনুযায়ী বড় ডিজিটাল প্লাটফর্ম গুলিকে প্রত্যেক মাসেই কমপ্লায়েন্সের রিপোর্ট প্রকাশ করতে হয়। যাতে ওই প্লাটফর্মের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ থাকে সেগুলির জবাব কোম্পানির দিতে হয়। এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এর বিরুদ্ধে এর আগে অশালীন মন্তব্য, ভুয়া খবর ছড়ানোর আরোপ লেগেছিল। কেন্দ্র সরকার GAC শুরু করেছিল। যাতে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা নির্দিষ্ট প্লাটফর্মের বিরুদ্ধে তাদের অভিযোগ জানাতে পারতো। হোয়াটসঅ্যাপে খুব তাড়াতাড়ি এই ধরনের স্প্যাম কলের সমস্যা থেকে সমাধান হতে পারে।
সারা বিশ্বে ব্যবহারিত হওয়া এই ধরনের অ্যাপে একটি নতুন ফিচার যুক্ত করা যেতে পারে যাতে স্প্যাম কলগুলি সাইলেন্ট হয়ে যায়। এই মেসেজিং অ্যাপ্লিকেশনটি ফোন নম্বরের উপর বেশ করে তৈরি সেই জন্য একজন ব্যবহারকারী অন্য জনকে খুব সহজেই সেই নম্বরের সাহায্যে যোগাযোগ করতে পারে কোনরকম নম্বর সেভ করা ছাড়াই। হোয়াটসঅ্যাপে এই ধরনের ফিচার আসতে চলেছে যাতে নতুন এবং অজানা কোন নম্বর থেকে যে কলগুলি আসবে সেগুলি যাতে সাইলেন্ট করা যায়। হোয়াটসঅ্যাপের বিটা ভার্সনে এই ফিচারটির টেস্টিং চলছে।
আপনার জন্য আরো
1.আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি হ্যাক হওয়ার থেকে কীভাবে বাঁচাবেন ?
2.হোয়াটসঅ্যাপ একাউন্ট কি কি কারণে বন্ধ হতে পারে তা জেনে নিন ?
3.হোয়াটসঅ্যাপ এ নম্বর সেভ না করে কল ও ম্যাসেজ করার উপায়
4.হোয়াটসঅ্যাপ থেকে ডিলিট হওয়া ম্যাসেজ সহজে কীভাবে পড়বেন ?