Realme 10 4G: খুব তারাতারিই ভারতে এই Realme 10 4G স্মার্টফোনটি লঞ্চ হবে বলে জানা গিয়েছে। যদিও এখনও পর্যন্ত কোনো নির্দিষ্ট দিনক্ষণ সঠিক ভাবে জানা যায়নি যে এই নতুন স্মার্টফোনটি কবে লঞ্চ হবে। তবে আর খুব বেশি দিন দেরি নেই এই স্মার্টফোনটি ভারতের মার্কেটে লঞ্চ হওয়ার। এই স্মার্টফোনটিতে 3 টি RAM এবং স্টোরেজ থাকার সম্ভাবনা রয়েছে। ফোনটির দাম খুব একটা বেশি হবে না মিডিয়াম দামের মধ্যেই ফোনটি ভারতে লঞ্চ হবে। ফোনটিতে থাকবে একটি Media tech হেলিও G99 প্রসেসর।
Realme 10 4G স্মার্টফোনটির স্পেসিফিকেশন :-
- এই স্মার্টফোনটিতে রয়েছে 6.4 Inch Full HD Plus Amoled ডিসপ্লে যার Refresh Rate হবে 90Hz।
- ফোনটিতে রয়েছে একটি Octa-Core Media Tech হেলিও G99 প্রসেসর। এছাড়াও ফোনটিতে থাকছে ভার্চুয়াল RAM -এর সাপোর্ট অর্থাৎ ফোনের ইউজ না হওয়া স্টোরেজের সাহায্যে RAM -এর পরিমান বাড়ানো যাবে।
- ফোনটিতে থাকতে পারে একটি Dual Rear ক্যামেরা সেটআপ। সেখানে থাকতে পারে 50MP মেইন সেন্সরের সাথে একটি 2MP সেন্সর। ফোনটির ডিসপ্লের উপর একটি 16MP সেলফি ক্যামেরা সেন্সরও থাকতে পারে।
- এই নতুন স্মার্টফোনটির ইনবিল্ট স্টোরেজের পরিমান Micro SD কার্ডের সাহায্যে বাড়ানো যাবে। 5000mah ব্যাটারি এবং 33wt -এর SuperVooc চার্জিং সাপোর্ট রয়েছে ফোনটিতে।
স্মার্টফোনটির RAM ও দাম
Realme 10 4G স্মার্টফোনটি 4GB RAM ও 64GB স্টোরেজে, 4GB RAM ও 128GB স্টোরেজ এবং 8GB RAM ও 256GB স্টোরেজ নিয়ে ভারতে লঞ্চ হতে পারে। ভারতে এই স্মার্টফোনটির দাম 15 হাজার টাকার কাছাকাছি হতে পারে।
আপনার জন্য আরো
1.Oppo A17k স্মার্টফোনটিতে রয়েছে 500 টাকার ছাড়।
2.ফ্লিপকার্টে iPhone 12 স্মার্টফোনটির উপর চলছে অ্যাপেল ডে’জ সেল অফার
3.আকর্ষণীয় ফিচারের সাথে খুব শীঘ্রই ভারতে আসতে চলেছে Xiaomi 13
4.48MP রিয়ার ক্যামেরা বিশিষ্ট Samsung Galaxy A24 এর স্পেসিফিকেশন সম্পর্কে জেনে নিন