সোশ্যাল মিডিয়ায় ইমেলের ব্যবহার সব সময়ের জন্য ভীষণ ভাবে গুরুত্বপূর্ণ। বিশেষ করে বিভিন্ন কাজের প্রধান মাধ্যম হিসেবে ইমেল ব্যবহার করা হয়। আপনারা কী একাধিক ইমেল আইডি ব্যবহার করেন ? এর মধ্যে কী একটি জিমেল অ্যাকাউন্ট রয়েছে ? কিন্তু আপনাকে কী প্রত্যেকবার বিভিন্ন অ্যাপ বদল করতে হয় ফোন থেকে ইমেল চেক করার জন্য আপনার উত্তর যদি হ্যা হয় তাহলে কীভাবে জিমেল অ্যাপের মাধ্যমে অন্য ইমেল লগ ইন করবেন তা জেনে নিন।
জিমেল ছাড়াও হটমেল, ইয়াহু ও অন্যান্য ইমেল লগইন করা যায় জিমেল অ্যাপের মাধ্যমে। তাই গুগল অ্যাকাউন্টের দ্বারা ইমেল লগইন করার সাথে সাথেই বিভিন্ন ইমেল অ্যাকাউন্টগুলি জিমেল অ্যাপের মাধ্যমে লগইন করা যেতে পারে। এর ফলে আপনারা জিমেল অ্যাপের সব ধরণের ফিচার ব্যবহার করতে পারবেন।জিমেল অ্যাকাউন্ট থেকে কীভাবে আপনার ইমেল অ্যাড্রেস কিংবা অফিসের ইমেল লগইন করবেন ? তা দেখে নিন।
কীভাবে অন্য ইমেল লগ ইন করবেন জিমেল অ্যাপ এর মাধ্যমে ?
স্টেপ ১। প্রথমে আইওএস কিংবা অ্যানড্রয়েড ডিভাইসে জিমেল অ্যাপটি ওপেন করতে হবে।
স্টেপ ২। তারপর আপনি উপরে প্রোফাইল ফটো আইকনে ক্লিক করবেন।
স্টেপ ৩। এইবার আপনাকে ‘অ্যাড অ্যানাদার ইউজার’ অপশনটি সিলেক্ট করতে হবে।
স্টেপ ৪। প্রথমত আপনার ইমেল অ্যাকাউন্টের প্রোভাইডার অপশনটি সিলেক্ট করতে হবে। এখানে আপনি বিভিন্ন অপশন পেয়ে যাবেন যেমন হটমেল, ইয়াহু, অফিস ৩৬৫, আউটলুক এই সব। অবশেষে আপনি ‘জিমেলিফাই’ অপশনটি সিলেক্ট করলে জিমেলের সব ধরণের ফিচার সেই ইমেলে ব্যবহার করতে পারবেন।
স্টেপ ৫। এইবার ‘অল ইনবক্স’ অপশনটি সিলেক্ট করলে আপনি সব অ্যাকাউন্টের ইমেল একসাথে দেখতে পারবেন। আপনি যদি নির্দিষ্ট ইমেল অ্যাকাউন্ট দেখতে চান তাহলে প্রাইমারি অ্যাকাউন্ট অপশনটি সিলেক্ট করতে হবে।
FAQ.
প্রশ্ন : প্রথম জিমেল ব্যবহার কবে চালু হয়েছিল ?
উত্তর : ১৯৭১ সালে প্রথম জিমেল ব্যবহার চালু হয়েছিল।
প্রশ্ন : আপনার জিমেলে কী ২ টি জিমেল অ্যাকাউন্ট থাকতে পারে?
উত্তর : হ্যা থাকতে পারে।
প্রশ্ন : একই ফোন নম্বর দিয়ে কী দুটি জিমেল অ্যাকাউন্ট খোলা সম্ভব ?
উত্তর : একই ফোন নম্বর দিয়ে অন্তত চারটি জিমেল অ্যাকাউন্ট খোলা সম্ভব।
প্রশ্ন : ফোন নম্বর ছাড়া কী জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় ?
উত্তর : হ্যা ফোন নম্বর ছাড়াই জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়।
প্রশ্ন : আপনি কীভাবে একটি অন্য ইমেল এড্ড্রেস অ্যাড করতে পারবেন ?
উত্তর : ১. প্রথমে আপনার Android ফোন অথবা ট্যাবলেটে সেটিংস ওপেন করুন তারপর গুগল এ গিয়ে manage your google account এ এন্টার করবেন।
২. তারপর উপরে থাকা Personal info তে ট্যাপ করুন।
৩. এরপর contact info তে থাকা email এ ট্যাপ করবেন।
৪. তারপর alternatives emails গিয়ে add alternate email সিলেক্ট করুন এবং একটি অন্য ইমেল অ্যাড করুন
আপনার জন্য আরো
1. আপনার ল্যাপটপ বা কম্পিউটার ভাইরাস আক্রান্ত কিনা কিভাবে জানবেন ?
2.হোয়াটসঅ্যাপ এ নম্বর সেভ না করে কল ও ম্যাসেজ করার উপায়
3.কম্পিউটারের গতি বাড়ানোর 10 টি সুপার হট টিপস
4.যে কোনো সমস্যার সমাধানে ফেসবুকের সাথে কিভাবে যোগাযোগ করবেন ?