Facebook হলো বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। সারা বিশ্বে প্রায় 2.9 বিলিয়ন মানুষ Facebook app ব্যবহার করেন। একটি ফেসবুক একাউন্ট খোলার জন্য আপনাদের ফোন নম্বর অথবা ইমেল আইডির প্রয়োজন হয়। ফেসবুকের বাকি সব অংশের মতো ইমেল আইডিও কাস্টোমাইজ করে আপনারা নিজের সুবিধা মতো পরিবর্তন করতে পারবেন। ফেসবুক একাউন্ট লগইন করার জন্য একাউন্টে সেট করা ইমেল আইডির দরকার হয়। এছাড়াও যদি প্রাইভেসি সেটিংস অন করা থাকে তাহলে ইমেল আইডি ব্যবহার করে একাউন্টও সার্চ করা যেতে পারে। ফেসবুক একাউন্টের নোটিফিকেশন পাওয়ার জন্য অথবা ফেসবুক পাসওয়ার্ড রিসেট করার জন্য একাউন্টে যুক্ত থাকা ইমেলের ইনবক্স এক্সেস করা প্রয়োজন হয়। এছাড়াও আপনারা যদি কোনো ভাবে ফেসবুক একাউন্টের সাথে যুক্ত থাকা ইমেলের এক্সেস হারিয়ে ফেলেন অথবা অন্য কোনো কারণে ইমেল আইডি পরিবর্তন করতে চান তাহলে তা খুব সহজেই করতে পারবেন। চলুন তাহলে ফেসবুকে ইমেল আইডি পরিবর্তন করার পদ্ধতি গুলি সম্পর্কে জেনে নেওয়া যাক।
প্রথমে জেনে নেওয়া যাক মোবাইলে কিভাবে Facebook email পরিবর্তন করবেন সেই সম্পর্কে –
মোবাইলে Facebook ইমেল পরিবর্তন করার পদ্ধতি।
মোবাইল থেকে ফেসবুক App ব্যবহার করে কয়েকটি পদ্ধতি অনুসরণ করে ফেসবুকে ইমেল আইডি পরিবর্তন করা যায়।
- প্রথমে ফেসবুক App ওপেন করবেন তারপর থ্রি-লাইন আইকনে ট্যাব করবেন এবং মেন্যুতে প্রবেশ করবেন।
- এরপর আপনি একটু নিচের দিকে স্ক্রল করে Settings & Privacy অপশনটিতে ক্লিক করে Settings এ ট্যাব করবেন।
- তারপর আপনি Personal and Account Information এ ক্লিক করবেন।
- এরপর Contact Info অপশনটিতে ক্লিক করবেন।
- তারপর আপনাকে Add Email Address এ ট্যাব করতে হবে।
- এবার এখানে আপনি ইমেল আইডি প্রদান করবেন, তরপর আপনার ফেসবুক Password প্রদান করবেন এবং Add email অপশনটিতে ক্লিক করবেন।
- তারপর ইমেলের মাধ্যমে আসা কোডটি প্রদান করে নতুন ইমেল অ্যাড করার বিষয়টি কনফার্ম করবেন।
- এরপর আপনি আবার Contact Info তে ক্লিক করবেন এবং নতুন ইমেলটি সিলেক্ট করে Make Primary অপশনটিতে ট্যাব করবেন।
- তারপর আবার আপনি Contact Info তে প্রবেশ করে পুরোনো ইমেলটি সিলেক্ট করবেন করে Remove অপশনটি সিলেক্ট করবেন।
- এইবার আপনি Password প্রদান করবেন এবং Remove Email এ ক্লিক করুন।
উপরে যেই সব পদ্ধতি গুলো সম্পর্কে আপনাদের জানানো হলো সেগুলি যদি আপনারা অনুসরণ করেন তাহলে আপনার নতুন ইমেল প্রাইমারি ইমেল হিসেবে অ্যাড হয়ে যাবে এবং পুরোনো ইমেল আইডিটি ফেসবুক থেকে মুছে যাবে।
কম্পিউটারে ফেসবুক ইমেল পরিবর্তন করার পদ্ধতি।
আপনারা কম্পিউটার থেকে যেকোনো ব্রাউজার ব্যবহার করে খুব সহজেই ফেসবুক ইমেল পরিবর্তন করতে পারবেন। চলুন এইবার তাহলে কম্পিউটার থেকে ফেসবুক ইমেল পরিবর্তন করার পদ্ধতি গুলি সম্পর্কে জেনে নেওয়া যাক –
- প্রথমে আপনি কম্পিউটারের যেকোনো একটি ওয়েবসাইটে প্রবেশ করুন এবং বর্তমান ইমেল আইডি ও পাসওয়ার্ড প্রদান করে Facebook একাউন্টে লগইন করুন।
- লগইন করার পর আপনি ডানদিকের উপরের কর্নারে থাকা ডাউনওয়ার্ড অ্যারোতে ক্লিক করবে। .
- তারপর আপনি Settings & Privacy অপশনটি সিলেক্ট করবেন এবং Settings এ ট্যাব করবেন।
- এইবার আপনি Contact এর পাশে আপনার আইডি দেখতে পাবেন, এর পাশে যে Edit অপশনটি আছে ওটাতে ক্লিক করবেন।
- তারপর + Add another email or mobile number এ ট্যাব করবেন।
- এরপর আপনি নতুন ইমেল আইডি প্রদান করবেন ও Add বাটনে ট্যাব করবেন।
- এরপরে আপনি অ্যাড করা ইমেলে যাওয়া কনফার্মেশান ইমেল এর মাধ্যমে উক্ত ইমেল একাউন্টে যুক্ত করবেন।
- এবার আপনাকে আগের ইমেলটিকে বাদ দিয়ে নতুন ইমেল আইডিটি আপনার প্রাইমারি ইমেলে পরিবর্তন করতে হবে।
- এরপর আপনি নতুন অ্যাড করা ইমেল এর পাশে Make Primary লেখায় ট্যাব করবেন।
- তারপর আপনার Facebook একাউন্টের পাসওয়ার্ড প্রদান করে Save অপশনে ক্লিক করবেন।
- এরপর আপনি আগের ইমেল এর পাশে থাকা Remove অপশনে ট্যাব করবেন।
- তারপর উক্ত ইমেল Remove করতে Facebook পাসওয়ার্ড প্রদান করে Save অপশনে ক্লিক করবেন।
আপনারা এই সব পদ্ধতি গুলি অনুসরণ করলে আপনার ফেসবুক একাউন্টে থাকা ইমেল আইডি সহজেই ;পরিবর্তন করতে পারবেন।
আপনার জন্য আরো
1.আপনার ফেসবুক আইডি হ্যাক হওয়া থেকে বাঁচাতে কী কী করবেন ?
2.ফেসবুকে ইনকাম নিয়ে সুসংবাদ দিলেন মার্ক জুকারবার্গ
3.যে কোনো সমস্যার সমাধানে ফেসবুকের সাথে কিভাবে যোগাযোগ করবেন ?