অনলাইনে বিভিন্ন ধরনের কাজ করার সময় আমাদের ফটো সাইজ কম করার প্রয়োজন হয়। বিভিন্ন অনলাইন ফরম ফিলাপ ও ওয়েবসাইটে ফটো আপলোড করার জন্য আমরা যে সমস্ত ফটো ব্যবহার করি সেগুলোর সাইজ কমানোর প্রয়োজন হয় কারণ অনলাইন যে সমস্ত ফরমগুলো ফিলাপ করা হয় সেখানে ফটো বা আপনার ডকুমেন্ট গুলির আপলোড করার একটি নির্দিষ্ট সাইজ বলে দেওয়া থাকে। সেই মাপ অনুযায়ী আপনাকে আপনার ডকুমেন্ট গুলি আপলোড করতে হয়। এছাড়া ওয়েবসাইটে আমরা যে ফটোগুলো আপলোড করি সেগুলোর সাইজ ও কম করার প্রয়োজন হয় যাতে ওয়েবসাইট ফাস্ট ওপেন হয়।
এছাড়াও বিভিন্ন কারণে আপনাদের ফটোগুলি সাইজ কম করতে হতে পারে। তো আসুন দেখে নেওয়া যাক কিভাবে আপনারা খুব সহজেই আপনাদের ইমেজটির সাইজ কমিয়ে নিতে পারবেন।
ফটো সাইজ কমানোর কোন কোন পদ্ধতি রয়েছে?
ফটোর সাইজ কমানোর জন্য বিভিন্ন পদ্ধতি রয়েছে তারমধ্যে মূলত তিন ভাবে আমরা ফটো সাইজ কমাতে পারি।
১. Online এর ব্যাবহার
২. মোবাইল অ্যাপ ব্যবহার
৩. কম্পিউটার বা ল্যাপটপ ব্যাবহার
অনলাইনে ফটো সাইজ কিভাবে কমাবেন?
অনলাইনে খুব সহজেই আপনি আপনার ফোন অথবা কম্পিউটার ব্যবহার করে ফটো সাইজ কমাতে পারবেন। এর জন্য বিভিন্ন ওয়েবসাইট রয়েছে যেগুলি খুব কম সময়ে আপনার যে কোন ফটো কে তার অরিজিনাল সাইজ থেকে কমিয়ে আপনার প্রয়োজন মত কম সাইজের করে দিতে পারে।
এমনই কয়েকটি অনলাইন ওয়েবসাইট নিচে দেয়া হল-
মোবাইল অ্যাপ থেকে ফটো সাইজ কিভাবে কম করবেন?
মোবাইল অ্যাপ থেকে ফটোর সাইজ কমাতে হলে আপনাকে প্রথমে প্লে স্টোর থেকে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে ইন্সটল করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে কোন অ্যাপটি ইনস্টল করবেন। ফটো সাইজ কমানোর জন্য প্লে স্টোরে একাধিক অ্যাপ্লিকেশন রয়েছে তার মধ্যে যেকোনো একটি অ্যাপ্লিকেশন ইন্সটল করতে পারেন আপনার ফটোর সাইজটি কমানোর জন্য।
কম্পিউটার থেকে ফটো সাইজ কিভাবে কম করবেন?
কম্পিউটার থেকে আপনি বিভিন্নভাবে ফটোর সাইজ কমাতে পারেন। আপনার কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহার করে আপনি উপরিউক্ত ওয়েবসাইটগুলোতে ভিজিট করে আপনার ফটো সাইজ কমাতে পারেন।
এছাড়াও বিভিন্ন ধরনের সফটওয়্যার রয়েছে যেগুলোর সাহায্যে আপনি কম্পিউটারে খুব সহজেই ফটো সাইজ নিজের ইচ্ছা মত করতে পারবেন।
কম্পিউটারের এমএস পেইন্ট ,ওয়ার্ড প্যাড, ফটোশপ ইত্যাদি সফটওয়্যার ব্যবহার করে খুব সহজেই ফটোর সাইজ কমানো যেতে পারে।
Photoshop থেকে Image সাইজ কিভাবে কম করবেন?
ফটোশপ থেকে খুব সহজেই আপনি ফটো রিসাইজ করতে পারবেন এজন্য আপনার কম্পিউটারে ফটোসপ সফ্টওয়্যারটি থাকা প্রয়োজন।
- প্রথমে আপনি যে ফটোটির সাইজ কমাতে চান সেই ফটোটি ফটোশপে ওপেন করুন।
- তারপর উপরে ইমেজ বলে একটা অপশন আছে সেখানে ক্লিক করুন।
- তারপর আপনার প্রয়োজন মত ফটো উইথ এবং হাইট লিখে দিন। তারপর রেজুলেশন লিখুন (এটি সাধারণত 72 pixels/inch) এবং ok বাটনটিতে ক্লিক করুন।
- এরপর আপনার ফটোটি কে কম্পিউটারে সেভ করতে হবে।
উপসংহার
উপরের পদ্ধতিগুলোর অবলম্বন করে আপনি আপনার ফটোটির সাইজ ছোট করতে পারবেন।
আপনার যে পদ্ধতিতে সহজ বলে মনে হবে আপনি সেটি অবলম্বন করুন। আর এই বিষয়ে যদি কোন রকম প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন।
FAQ.
প্রশ্ন:অনলাইন ফটোর সাইজ কিভাবে কম করব?
উত্তর: অনলাইন বিভিন্ন ওয়েবসাইট আছে সেখান থেকে আপনারা খুব সহজেই ফটো সাইজ কম করতে পারবেন। আপনারা যে কোন একটি ব্রাউজার ওপেন করুন তারপর সেখানে ইমেজ কম্পোজার লিখে সার্চ করুন দেখুন একাধিক ওয়েবসাইট পেয়ে যাবেন যেখান থেকে আপনারা খুব সহজে ফ্রিতে আপনার ইমেজটিকে কমপ্রেস করতে পারবেন।
প্রশ্ন:ফটো সাইজ 100kb মধ্যে কিভাবে করব?
উত্তর:
ফটো সাইজ 100 কেবির মধ্যে করার জন্য দুটো পদ্ধতি রয়েছে একটি হচ্ছে অনলাইন পদ্ধতি অপরটি হচ্ছে অফলাইন আপনাদের মোবাইলে ইন্টারনেট কানেকশন থাকলে খুব সহজেই আপনারা ১০০ কেবির মধ্যে ফটো সাইজ করতে পারবেন।
প্রশ্ন:ফ্রিতে অনলাইন ফটো সাইজ কিভাবে কম করব?
উত্তর:
বিভিন্ন ওয়েবসাইট আছে যেখান থেকে আপনারা খুব সহজেই ফ্রিতে ফটো সাইজ কমাতে পারবেন আমাদের পোস্টটিতে কয়েকটি ওয়েবসাইটের নাম দেয়া রয়েছে সেগুলো দেখতে পারেন।
প্রশ্ন:ফটোর কোয়ালিটি রেখে সাইজ কিভাবে কমাবো?
উত্তর:ফটোর কোয়ালিটি ভালো রেখে আপনি যদি ফটো সাইজ কমাতে চান সেক্ষেত্রে ফটোর ডিপিআই খুব কমালে চলবে না সেই জন্য ফটোর রেজুলেশন এবং ডিপিআই সঠিক আপনার প্রয়োজন অনুযায়ী রাখতে হবে। এইসব বিষয়ে আপনি যদি ডিটেইলসে না জানেন সে ক্ষেত্রে অনলাইন ওয়েবসাইটের সাহায্য নিতে পারে যেখান থেকে আপনারা খুব সহজেই ফটোর সাইজ কমাতে পারবেন কোনরকম কোয়ালিটির কম্প্রোমাইজ ছাড়াই।
প্রশ্ন:ফটো সাইজ কমানোর একটি অ্যাপ্লিকেশনের নাম
উত্তর:Photo Compressor and Resizer
আপনার জন্য আরো
1.স্মার্ট ফোন কেন বেশি গরম হয়ে যায় ? এই সমস্যার সমাধান জেনে নিন
2.হোয়াটসঅ্যাপ এ নম্বর সেভ না করে কল ও ম্যাসেজ করার উপায়
3.ফ্রি ওয়াইফাই ব্যবহারের আগে কী কী বিধি নিষেধ মানা উচিত জেনে নিন