পুরস্কার কার না ভালো লাগে। তাও আবার সেটা যদি আপনার ক্রেডিট কার্ডের বিল পেমেন্ট করাতে পাওয়া যায়।
হ্যাঁ ঠিকই শুনেছেন। এটা সত্যি আপনি আপনার ক্রেডিট কার্ডের বিল পেমেন্ট করে পুরস্কার পেতে পারেন। CRED নামক একটি অ্যাপ্লিকেশন এটাকে সত্যি করে দেখিয়েছে। আপনি যখনই আপনার ক্রেডিট কার্ডের বিল CRED অ্যাপ্লিকেশনের মাধ্যমে পেমেন্ট করবেন তখনই আপনি পেয়ে যাবেন কিছু ক্যাশব্যাক এবং CRED কয়েন।
কিন্তু এখন প্রশ্ন হচ্ছে আপনার ক্রেডিট কার্ডের ডিটেলস এই অ্যাপ্লিকেশনে দেওয়া কি সুরক্ষিত?
তাহলে আসুন এই পোস্টটিতে CRED সম্পর্কে আমরা ডিটেলসে জানব, যে এই অ্যাপ্লিকেশনটি আপনাদের পক্ষে সুরক্ষিত কিনা। আসুন এর ফিচারস গুলো দেখে নেওয়া যাক –
CRED অ্যাপ কি?
CRED একটি ক্রেডিট কার্ডের বিল পেমেন্ট করার অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশনটির সাহায্যে আপনি আপনার ক্রেডিট কার্ড টি যুক্ত করে রাখলে আপনার ক্রেডিট কার্ড এর সমস্ত ডিটেলস, ডিউ ডেট, সমস্ত অফার, ক্রেডিট কার্ড এর সমস্ত চার্জ আপনাকে দেখাবে।
এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে আপনি আপনার একাধিক ক্রেডিট কার্ড কে খুব সহজেই ম্যানেজ করতে পারবেন।
এই অ্যাপ্লিকেশনটি আপনাকে সময় মতো ক্রেডিট কার্ডের বিল পেমেন্ট করতে সাহায্য করবে এবং আপনার যাতে বিল পেমেন্ট ফেল না হয় তার জন্য নোটিফিকেশন দেবে। এছাড়াও এই অ্যাপ্লিকেশনটিতে অটো-পেমেন্ট অপশনটিও রয়েছে ফলে আপনি যদি কোন সময় বিল পেমেন্ট করতে ভুলে যান আপনার বিলটি অটোমেটিক পেমেন্ট হয়ে যাবে।
তবে আপনার ক্রেডিট স্কোর 750 এর বেশি হলে তারপরই আপনি CRED কমিউনিটিতে যোগদান করতে পারবেন। যদি ক্রেডিট স্কোর এর চেয়ে কম হয় তাহলে আপনাকে আপনার ক্রেডিট স্কোর আরও উন্নত করার চেষ্টা করতে হবে। তারপরই আপনি এই অ্যাপ্লিকেশনটির সাহায্যে বিল পেমেন্ট করতে পারবেন।
CRED অ্যাপ ইন্সটল করার পদ্ধতি
- প্রথমে আপনাকে গুগল প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে হবে।
- তারপর আপনার যে মোবাইল নম্বরটি ক্রেডিট কার্ডের সঙ্গে যুক্ত করা আছে সেই নাম্বারটি দিয়ে CRED অ্যাপ্লিকেশনটি রেজিস্টার করতে হবে।
- আপনার রেজিস্টার তখনই সম্পূর্ণ হবে যদি আপনার সিভিল স্কোর 750 এর বেশি হয়।
আপনার রেজিস্টার যদি অ্যাপ্রুভ না হয় তাহলে আপনি আপনার ক্রেডিট কার্ড টি সময়মত বিল পেমেন্ট করুন এবং দু এক মাস পর আবার ট্রাই করুন। আপনার সিভিল স্কোর যখন 750 এর বেশি হবে তখন আপনার রেজিস্টারটি অ্যাপ্রুভ হয়ে যাবে।
আপনার রেজিস্ট্রেশন এপ্রুভ হয়ে গেলে আপনি আপনার ক্রেডিট কার্ড টি এড করে অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে পারেন।
অ্যাপ্লিকেশন এর লিঙ্ক – https://app.cred.club/spQx/j1mxrrqs
CRED অ্যাপের বিশেষ বৈশিষ্ট্য
একাধিক ক্রেডিট কার্ড এড
আপনি এক বা একাধিক কার্ড এই অ্যাপ্লিকেশনটি সাহায্যে যুক্ত করতে পারবেন। এই অ্যাপ্লিকেশনটির একটা জিনিস আমার খুবই ভালো লাগে সেটা হলো এই অ্যাপ্লিকেশনটিতে আপনি যখন আপনার ক্রেডিট কার্ড যুক্ত করবেন তখন এই অ্যাপ্লিকেশনটি আপনার কার্ডের পিন নাম্বার এবং সি ভি ভি নাম্বার চাইবে না। যা আপনার CREDIT CARD টিকে আরোও সুরক্ষিত রাখে।
আপনি যখনই আপনার কার্ডটি এই অ্যাপ্লিকেশনের সাথে যুক্ত করবেন অ্যাপ্লিকেশনটি আপনার ক্রেডিট কার্ডে 1টাকা ডিপোজিট করে কার্ডটি চেক করে নেবে।
CRED অ্যাপ ড্যাশবোর্ড
এই অ্যাপ্লিকেশনে সাইন আপ করার পর আপনার ক্রেডিট কার্ড এড করেলে আপনি হোমপেজ বা ড্যাশবোর্ডটি দেখতে পাবেন। সেখানে আপনি যে CRED কয়েন পাবেন তা দেখতে পাবেন। আপনি Refer & Earn করতে পারবেন। এছাড়া আপনার প্রাপ্ত জেমস এবং ভাউচার আপনি এই ড্যাশবোর্ড বা হোম পেজে দেখতে পাবেন ।
এছাড়া আপনি আপনার কার্ডটিকে সিকিওর করার জন্য একটি অপশন পাবেন। আপনার রিসেন্ট ট্রানজেকশনের একটি সেকশন পাবেন।
এবং রেফার & আর্ন এর একটি অপশন দেখতে পাবেন।
CRED অ্যাপ স্ক্যান স্কোর
আপনি যখনই একটা ক্রেডিট কার্ড ব্যবহার করবেন তখন বিভিন্ন বিষয়ের দিকে আপনার খেয়াল রাখতে হয় যেমন আপনার ক্রেডিট স্কোর যাতে ঠিক থাকে এছাড়া যাতে আপনি আপনার ডিউ ডেটে সঠিক সময় আপনার বিলটি পেমেন্ট করতে পারেন।
এছাড়া এই অ্যাপ্লিকেশনটি আপনার ক্রেডিট স্কোর উন্নত করতেও সহায়তা করে। কিভাবে আপনি আপনার ক্রেডিট স্কোর কে বাড়াবেন সেই বিষয়ে একটা গাইডলাইন দিয়ে থাকে।
এছাড়া এই অ্যাপ্লিকেশনটি আপনার ক্রেডিট কার্ড টি সম্পূর্ণ স্ক্যান করে এবং আপনার যদি কোন হিডেন চার্জ থাকে সেই সম্পর্কে আপনাকে জানিয়ে দেয়।
CRED অ্যাপের সুবিধা
CRED কয়েন
এই অ্যাপ্লিকেশন থেকে যখনই আপনি Credit কার্ডের বিল পেমেন্ট করবেন তখন আপনি সমমূল্যের CRED কয়েন পাবেন। উদাহরণ হিসেবে বলা যায় যখন আপনি 5000 টাকা বিল পেমেন্ট করবেন আপনি 5000 কয়েন পাবেন।
এই CRED কয়েনগুলি আপনি redeem করে বিভিন্ন কোম্পানির অফার পেতে পারেন যেগুলো ব্যবহার করে আপনি ভালরকম ডিসকাউন্ট পাবেন।
কতগুলি কোম্পানির নাম এখানে দেওয়া হলো যেগুলি তে আপনি CRED COIN এর সাহায্যে অফার পেতে পারেন।
Big basket
Wrong merchandise
Zoomcar zap subscription
Diesel denim
The label life
BookMyShow
Andamen
Dineout gourmet passport
Ixigo
Levi’s voucher
Gap
The man company
Raymond
The moja club
Cult.fit membership
The mom’s co.
Geomechanics
CRED জেমস
এই অ্যাপ্লিকেশনে আপনি কাউকে রেফার করলে CRED জেমস পাবেন।
এই জেমস আপনি বিভিন্নভাবে রেডিম করতে পারেন-
- আপনি ক্যাশ ব্যাক পেতে পারেন এই জেমস থেকে ৩০ টি জেমস থেকে সর্বোচ্চ 1,000 টাকা পর্যন্ত পেতে পারেন।
- ২০টি জেমস এর পরিবর্তে আপনি 500 টাকার ফ্লিপকার্ট গিফট ভাউচার পাবেন।
- ৩০টি জেমস দিয়ে আপনি 750 টাকার আমাজন ভাউচার ও নিতে পারেন।
অফারগুলি বিভিন্ন সময় পরিবর্তন হতে থাকে সেজন্য সব সময় একই অফার নাও থাকতে পারে।
CRED অ্যাপের ত্রুটি
আমি গত দু’বছর ধরে এই অ্যাপ্লিকেশনটি ইউজ করছি আমি কোন রকম সমস্যার সম্মুখীন হয়নি।
প্রথমের দিকে আমি শুনেছিলাম CRED অ্যাপ্লিকেশন দিয়ে যখন পেমেন্ট করা হচ্ছিল তখন পেমেন্ট সাকসেস হতে নাকি এক সপ্তাহের বেশি টাইম লাগছিল।
কিন্তু আমি এই ধরনের কোন সমস্যার সম্মুখীন হয়নি। আপনারা যদি এই ধরনের কোন সমস্যার সম্মুখীন হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।
CRED অ্যাপ সম্পর্কে আমার নিজের অভিজ্ঞতা
আমি গত দুই বছর ধরে এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করছি এবং আমার ক্রেডিট কার্ডের বিল পেমেন্ট করছি। আজ পর্যন্ত আমার একটি পেমেন্টও ফেল হয়নি।
অন্যান্য পেমেন্ট অপশন এর তুলনায় এই অ্যাপ্লিকেশনটি আরও দ্রুত আমার ক্রেডিট কার্ডের বিলটি পেমেন্ট করে দিয়েছে।
আপনাদের কি কখনো এই অ্যাপটি ব্যবহার করে পেমেন্ট ফেল হয়েছে? যদি হয়ে থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন।
উপসংহার
আজ পর্যন্ত আমার কোন দিনও একটি পেমেন্টও ফেল হয়নি এবং কোন রকম সমস্যার মুখোমুখি হতে হয়নি। তো আপনাদের যদি একবার একাধিক কোন ক্রেডিট কার্ড থেকে থাকে তাহলে আপনারাও এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে পারেন।
FAQ.
প্রশ্ন:CRED অ্যাপ্লিকেশনে পেমেন্টের কোন সমস্যা হলে কোথায় যোগাযোগ করব?
উত্তর:CRED অ্যাপ্লিকেশনে সাপোর্ট বলে একটি অপশন রয়েছে যেখানে আপনি আপনার যাবতীয় সমস্যার সমাধান করতে পারবেন।
প্রশ্ন:আমি কি আমার CREDএকাউন্টটি ডিলিট করতে পারব?
উত্তর:হ্যাঁ আপনি যখনই চাইবেন আপনার CRED অ্যাকাউন্টটি ডিলিট করতে পারবেন।
প্রশ্ন:CRED অ্যাপ থেকে ক্রেডিট কার্ডটি কিভাবে রিমুভ করব?
উত্তর:CRED অ্যাপ্লিকেশনে আপনি যে কার্ডটি যোগ করেছেন তার নিচেই সেটিং এর একটি অপশন থাকে তার ওপর ক্লিক করলে কার্ড রিমুভ করবার অপশনটি খুলে যায় সেখান থেকে খুব সহজেই আপনি কার্ডটি রিমুভ করতে পারবেন।
প্রশ্ন:CRED এর কাস্টমার সার্ভিসের সাথে কিভাবে যোগাযোগ করবো?
উত্তর:কাস্টমার সার্ভিসের সাথে যোগাযোগ করবার জন্য চ্যাট এবং ইমেইল আইডি রয়েছে কিন্তু কোনরকম কন্টাক্ট নম্বর নেই।
CRED অ্যাপে আপনি চ্যাটিং এর অপশন পেয়ে যাবেন।
১. কোন অভিযোগ থাকলে- [email protected]
২. প্রোডাক্টের ফিডব্যাক দেওয়ার জন্য[email protected]
প্রশ্ন:CRED অ্যাপের ফাউন্ডারের নাম কি?
উত্তর:কুনাল সাহা
ক্রেডিট কার্ডের বিল পেমেন্ট করার জন্য CRED অ্যাপ্লিকেশন কি আপনাদের ব্যবহার করা উচিত?
আপনার জন্য আরো
1.CoinDCX একাউন্ট কিভাবে বানাবেন ?
2.মানি ম্যানেজমেন্ট এর সেরা অ্যাপ্লিকেশন