এখনকার দিনে প্রায় বেশিরভাগ ঘরেই স্মার্টফোন আছে। আর স্মার্টফোনের একটি গুরুত্বপূর্ণ অ্যাপ হলো YouTube। স্মার্টফোন ব্যাবহারকারীরা এই অ্যাপটি ব্যবহার করেন বিভিন্ন ফানি ভিডিও,নানা ধরণের কন্টেন্ট, নিজেদের প্রিয় শিল্পীর গান শোনার জন্য। YouTube এমন একটি অ্যাপ যা অধিকমাত্রায় ব্যবহার করলে তাড়াতাড়ি নেট শেষ হয়ে যায়। তাই ইন্টারনেট ছাড়াই চলবে YouTube এমন পদ্ধতি আলোচনা করা হলো।
YouTube অফলাইনে কিভাবে কাজ করবে
ইন্টারনেট অন করে যদি YouTube চলানো হয় তাহলে অধিকাংশ নেট খরচ হয়ে যায়। যদি আপনি অফলাইন মোড অন করে রাখেন তাহলে আপনার নেট বেশি খরচ হবে না। এরপর আপনার যখন যা খুশি যেমন খুশি ভিডিও চালিয়ে দেখতে পারবেন। এমন অনেক মানুষ আছে যারা একই গান বার বার শুনতে ভালোবাসেন আবার এমন অনেক ভিডিও যা বার বার দেখতে ভালো লাগে।
আপনাদের পছন্দের ভিডিও দেখার জন্য ইন্টারনেট খরচ না করে, ভিডিও এর নিচে থাকে ডাউনলোড অপশন সেখানে ক্লিক করে ভিডিও ডাউনলোড করে নিতে পারবেন। তারপর সেই ডাউনলোড করা ভিডিও যতক্ষণ খুশি দেখতে পারবেন অফলাইনে।
YouTube অফলাইনে কিভাবে চালাবেন
YouTube এ সেই ভিডিও চালান যে ভিডিও আপনি সেভ করে অফলাইন মোডে চালাতে চান। এরপর ভিডিও এর ঠিক নিচে থাকবে ডাউনলোড অপশন সেখানে ক্লিক করে ভিডিও ডাউনলোড করে নিতে হবে।
এরপর আপনি কেমন কোয়ালিটিতে ভিডিও সেভ করতে চান সেই অপশন গুলি আসবে। কম (144p), মাঝারি (360p) এবং বেশি (720p) অপশন গুলো পাওয়া যাবে।
আপনি যত বেশি কোয়ালিটির ভিডিও ডাউনলোড করবে, ততবেশি আপনার ইন্টারনেট প্রয়োজন হবে। ভিডিও একবার ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনি যখন খুশি যেমন খুশি যেখানে খুশি ভিডিও চালিয়ে দেখতে পারবেন।
অফলাইন YouTube ভিডিও কত গুলো সেভ করা যায়
অফলাইন মোডে YouTube থেকে যে ভিডিও গুলো ডাউনলোড করা হয় সেগুলো সেভ হয় ফোনের ইন্টার্নাল স্টোরেজে। ফোনের স্পেস ব্যবহার করে সেভ হবে। অফলাইন মোডে যত ইচ্ছা ততো ভিডিও ডাউনলোড করে সেভ করা যায়। ভিডিও ডাউনলোড করে সেভ করার জন্য ফোনের স্টোরেজ থাকা দরকার।
YouTube এ আপনি আর একভাবে ভিডিও ডাউনলোড করতে পারবেন যার জন্য আপনাকে মাসিক সাবস্ক্রিপশন ফি দিতে হবে। একে বলা হয় YouTube প্রিমিয়াম। এখানে আর একটি ফিচার পাওয়া যাবে সেটা হলো স্মার্ট ডাউনলোড। যার সাহায্যে ভিডিও ডাউনলোড করলে ভিডিও সেভ হবে YouTube Playlist এ। যা অফলাইনে দেখা যাবে। আবার YouTube ভিডিওর সাথে YouTube মিউজিকও ডাউনলোড করা যাবে।
আপনাদের জন্য আরো
1.WhatsApp স্ট্যাটাসে লং ভিডিও শেয়ার করতে পারবেন, জেনে নিন কবে পাবেন ফিচার
2.Facebook এ ডিলিট করা পোস্ট কি ফিরিয়ে আনা সম্ভব ?
3.WhatsApp এ পাঠানো যাবে হাই কোয়ালিটি Video খুব শীঘ্রই আসতে চলেছে নতুন ফিচার