আইফোন কেনার ইচ্ছা অনেকেরই থাকে। ইতিমধ্যে ভারতে অ্যাপল স্টোর খুলেছে। এরপর থেকেই ভারতে আইফোনের জনপ্রিয়তা আরও বেড়ে গেছে। কিন্তু এটা জানেন কি বিশ্বের কোন দেশের মানুষ সবচেয়ে বেশি আইফোন বেবহার করেন ?
আমেরিকায় বাজার নেই : অ্যাপল হল আমেরিকান কোম্পানি। কিন্তু আশ্চর্যের বিষয় হল, আমেরিকায় আইফোনের জনপ্রিয়তা অতটা নেই। পরিসংখ্যান অনুযায়ী জানা গেছে, আমেরিকায় মাত্র ৫১ শতাংশ নাগরিক আইফোন ব্যবহার করেন। আর ২৭ শতাংশ নাগরিক স্যামসংয়ের ফোন পছন্দ করেন। বাকিরা অন্যান্য ব্র্যান্ডের স্মার্টফোন ব্যবহার করেন।
সবচেয়ে বড় বাজার : জাপান হল আইফোনের সবচেয়ে বড় বাজার। জানা যাচ্ছে, এই দেশে ৫৯ শতাংশ নাগরিক আইফোন ব্যবহার করেন। অর্থাৎ ৫ জনের মধ্যে ৩ জনের কাছে আইফোন দেখা যায়। জাপানের ৯ শতাংশ নাগরিক স্যামসংয়ের ফোন ব্যবহার করেন। আর বাকি ৩২ শতাংশ নাগরিক অন্যান্য ব্র্যান্ডের ফোন ব্যবহার করেন।
দ্বিতীয় এবং তৃতীয় : সবচেয়ে বেশি আইফোন ব্যবহারকারী দেশের মধ্যে কানাডা রয়েছে দ্বিতীয় স্থানে। এই দেশের ৫৬ শতাংশ নাগরিক ব্র্যান্ড আইফোন ব্যবহার করেন। অন্যদিকে তৃতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া। এই দেশের ৫৩ শতাংশ নাগরিক আইফোন ব্যবহার করেন।
ভারতে কী অবস্থা : ভারতে গত কয়েক বছরে আইফোনের জনপ্রিয়তা ব্যাপকহারে বেড়েছে। বেড়েছে বিক্রিও। কিন্তু তারপরেও এখনও পর্যন্ত দেশের ৫ শতাংশ নাগরিক আইফোন ব্যবহার করেন। ১৯ শতাংশ নাগরিকের পছন্দ ব্র্যান্ড স্যামসং। পরিসংখ্যান থেকে জানা গেছে, ৭৬ শতাংশ নাগরিক শাওমি, ওপ্পো, ভিভো-এর মতো ব্র্যান্ডের স্মার্টফোন ব্যবহার করেন বলে।
চিনে মাত্র ২১ শতাংশ নাগরিক আইফোন ব্যবহার করেন। চিনে শাওমি, ওপ্পো এবং ভিভো-এর মতো ব্র্যান্ডের রমরমা বাজার। ব্রিটেনের ৪৮ শতাংশ, জার্মানির ৩৪ শতাংশ এবং ফ্রান্সের ৩৫ শতাংশ নাগরিক আইফোন ব্যবহার করেন।
এছাড়া দক্ষিণ কোরিয়া এবং ব্রাজিলের ১৮ শতাংশ এবং ১৮ শতাংশ মানুষ আইফোন ব্যবহার করেন। ইতালিতে আইফোন ব্যবহারকারীর সংখ্যা ৩০ শতাংশ। একইভাবে মেক্সিকো এবং রাশিয়ার যথাক্রমে ২০ শতাংশ এবং ১২ শতাংশ নাগরিক আইফোন ব্যবহার করেন বলে জানা গেছে।
আপনাদের জন্য আরো
1.এন্ড্রয়েড ফোন বন্ধ থাকলে খুঁজে পাওয়া যাবে নতুন এই ফিচার দিয়ে
2.এন্ড্রয়েডে অচেনা নম্বর খোঁজার জন্য গুগল তার নতুন ফিচার নিয়ে কাজ করছে
3.How to fiend your lost phone in Bengali 2022|অ্যানড্রয়েড ফোন হারিয়ে গেলে তা কীভাবে ফিরে পাবেন ?