অনেক সময় হোয়াটসঅ্যাপে আমরা কোনো ব্যাক্তিকে ছবি পাঠালে সেই ছবিটির গুণমান নষ্ট হয়ে যা। সেক্ষেত্রে,যাতে আপনার ছবিটির গুণমান নষ্ট না হয় আজ আমরা সে বিষয়টি দেখবো। তবে আসুন জানা যাক হোয়াটসঅ্যাপে আমরা হাই-কোয়ালিটির ছবি কি করে পাঠাতে পারব।
ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ
হোয়াটসঅ্যাপ হল ভারতের অন্যতম জনপ্রিয় সোশ্যাল মিডিয়া অ্যাপ আজকাল সকলেই হোয়াটসঅ্যাপটি ব্যবহার করে থাকেন। এটি এমন একটি অ্যাপ যেটির সাহায্যে আমরা বিশ্বের যে কোনো প্রান্তের। মানুষের সাথে খুব কম সময়ে এবং খুব সাজেই যোগাযোগ করতে পারি। হোয়াটসঅ্যাপটির সাহায্যে শুধু মেসেজ নয়, এই অ্যাপটির মাধ্যমে ছবি, ভিডিও এবং অডিও খুব সহযেই পাঠানো সম্ভব। তবে অনেক সময় হোয়াটসঅ্যাপে মাধ্যমে পাঠানো ছবি এবং ভিডিওর গুণমান নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে, হোয়াটসঅ্যাপে পাঠানো ছবির গুণমান যাতে নষ্ট না হয় এবং ছবিটি যাতে হাই-কোয়ালিটির থাকে আজ আমরা সেটাই দেখব।
এই কারনেই হোয়াটসঅ্যাপের পেরেন্ট অর্গানাইজেশন মেটা গত কয়েক মাস ধরে এই নিয়েই কাজ করেছে। সেখানে মিডিয়া শেয়ারিং সার্ভিসের নানান ভাবে কাজ করে সেগুলি ভাল করার চেষ্টা করা হয়েছে। যার ফলে এখন হোয়াটসঅ্যাপে ভাল গুণমানের ছবি পাঠানো সম্ভব হয়েছে। এবার আমরা কোনো ব্যাক্তিকে ছবি পাঠালে ছবিটির গুণমান আর আগের মতো নষ্ট হয়ে যাবেনা। তবে ছবিটি পুরোপুরি আসলের মতো কোয়ালিটি থাকবে না। তবে ছবিটি একদম খারাপ মানের ছবিতেও পরিণত হবে না। বরং ছবিটি আগের থেকে ভালই থাকবে।
হোয়াটসঅ্যাপে হাই-কোয়ালিটির ছবি পাঠানোর সহজ উপায়
প্রথমে নিজের স্মার্টফোনে হোয়াটসঅ্যাপ খুলে সেখানে সেটিংস অপশনটিতে যেতে হবে। এরপর আপনারা সামনে স্টোরেজ এবং ডেটা অপশনটি আসবে। তারপর আপনাকে সেই স্টোরেজ এবং ডেটা অপশনটিতে গিয়ে আপলোড কোয়ালিটি অপশন নেভিগেট করতে হবে। তারপর ফটো আপলোড কোয়ালিটি ‘অটো’ সেট হতে হবে। যেখানে ফটোর কোয়ালিটি বদলে ফোটোটিকে বেস্ট কোয়ালিটি করা সম্ভব।
এছাড়াও আরও একটি পদ্ধতিতে হোয়াটসঅ্যাপে ছবি পাঠালে ছবির কোয়ালিটি ভাল থাকবে। সেক্ষেত্রে কোন ব্যাক্তিকে ছবি পাঠালে ,ছবিটিকে হোয়াটসঅ্যাপে ডকুমেন্ট করে ছবিগুলি পাঠাতে হবে। সেক্ষেত্রেও ছবিগুলির কোয়ালিটি ভাল থাকব। এই ভাবে আপনারা ডকুমেন্টের সাহায্যে একাধিক জিনিস হোয়াটসঅ্যাপে পাঠাতে পারেন। ছবির কোয়ালিটি বজায় রাখার জন্য ছবির ইমেজ ফাইল পাঠাতে হবে ডকুমেন্ট করে।
আপনার জন্য আরো
1.50 মেগাপিক্সেল ক্যামেরা এবং 6 জিবি RAM যুক্ত স্মার্টফোন মাত্র 8200 টাকায়
2.Realme 10 4G সিরিজ : লঞ্চের আগেই দেখা যাচ্ছে Realme 10 4G ডিভাইসটির লাইভ শট
3.Realme এক্সচেঞ্জ অফার : রেয়ালমির 18,000 টাকার স্মার্টফোনটি পাওয়া যাচ্ছে মাত্র 849 টাকায়।
4.Vivo X90 Pro+ স্মার্টফোনটি নিয়ে আসতে চলেছে 80W ফার্স্ট চার্জিং সহ একটি দুর্দান্ত ক্যামেরা