এন্ড্রয়েড ফোন ব্যাবহারকারী প্রায় সবারই একটি বাধ্যতামূলক জিমেল একাউন্ট লগইন করাই থাকে। এছাড়াও অনেক গুরুত্বপূর্ণ কাজে বা বিভিন্ন রকম প্রয়োজনে আমরা একাধিক ইমেল অথবা জিমেল আইডি ব্যবহার করে থাকি।
অনেক ক্ষেত্রে আপনার বন্ধু অথবা আপনার পরিচিত কেউ আপনাকে বলতে পারে যে তাকে একটা Gmail ID Create করে দেওয়ার জন্য আবার এটাও বলতে পারে যে তার Gmail ID Problem হচ্ছে সেটা একটু ঠিক করে দেওয়ার জন্য।
মোবাইল থেকে লগইন করা আছে এমন কোনো জিমেল আইডি যদি ভিকটিম তার মোবাইল থেকে লগইন করতে পারে তাহলে ভিকটিম চাইলে আপনার ফোন থেকে সব ডেটা মুছে ফেলতে পারবে ফোন রিসেট মেরে। (তার জন্য আপনার ফোন থেকে যে জিমেল আইডি ক্রিয়েট করবেন, সেটা যতক্ষণ না পর্যন্ত আপনি আপনার ফোন থেকে মুছে ফেলছেন ততক্ষন পর্যন্ত সেই জিমেল আইডিটি আপনার ফোন থেকেই যাবে) যা আপনার ক্ষতির কারণ হতে পারে।
নিজের ফোন হারিয়ে গেলে সেটা খুঁজে পাওয়ার জন্য অথবা খুঁজে না পাওয়া গেলে সেই ফোন থেকে আপনার সব ব্যাক্তিগত ডেটা / ডেটা রিমুভ করার জন্য Google Find My Device সিস্টেমটি তৈরী করা হয়েছে। কিন্তু কিছু হ্যাকাররা এর বিপরীত ব্যবহারের সুযোগ নিচ্ছে।
তাই জেনে বুঝে কখনোই কোনো অপরিচিত ব্যাক্তির মেসেজের রিপ্লাই দেবেন না। আপনি আপনার ফোন থেকে যেই জিমেল আইডিটি লগইন করেছেন সেও যদি তার ফোন থেকে আপনার জিমেল আইডিটি লগইন করতে পারে অথবা তার ফোনে লগইন থাকা জিমেল আইডি আপনার ফোনে Login করাতে পারে তাহলে আপনার ফোন হ্যাকার খুব সহজেই রিসেট করে ফেলতে পারবে। যার ফলে আপনার ফোনে থাকা সব ছবি, কনট্যাক্ট নম্বর, অ্যাপস, ভিডিও, ফাইল সহ সমস্ত কিছু ডিলিট হয়ে যাবে। কেউ কেউ আবার আরেক সমস্যায় পড়তে পারেন। যেমন ধরুন অনেক ফোন রিসেট করার পর সেই আগের জিমেল আইডি ছাড়া লগইন করা যায় না। যে সব ফোনে রিসেট করার পর আগের জিমেল আইডি ছাড়া লগইন করা যায় না তারা প্রচন্ড সমস্যায় পরে যায়। তাই এই সব বিষয়ে খুব সচেতন থাকবেন।
FAQ.
প্রশ্ন : ব্যবহারের জন্য সব থেকে সুরক্ষিত ইমেল আইডি কোনটি ?
উত্তর : প্রোটনমেল।
প্রশ্ন : জিমেল কি ইয়াহুর থেকে বেশি নিরাপদ ?
উত্তর : ইয়াহু মেইলের তুলনায় Gmail-এর সেশন এক্সপায়ারির সময় কম থাকার কারণে, এটি আরও নিরাপদ।
প্রশ্ন : জিমেইল কি নিরাপদ এবং এনক্রিপ্টেড ?
উত্তর : হ্যা এটি সম্পূর্ণ নিরাপদ এবং এনক্রিপ্টেড।
প্রশ্ন : আমি কীভাবে আমার ইমেল আইডি প্রাইভেট রাখতে পারি ?
উত্তর : আপনি আপনার ইমেল আইডি প্রাইভেট রাখার জন্য আপনার ইমেল এনক্রিপ্ট করুন।
প্রশ্ন : জিমেইলে কত MB Attachments একসাথে সেন্ড করা যাবে ?
উত্তর : 25 MB।
আপনার জন্য আরো
1.ফ্রি ওয়াইফাই ব্যবহারের আগে কী কী বিধি নিষেধ মানা উচিত জেনে নিন
2.VPN আসলে কি?VPN ব্যাবহারে সুবিধা ও অসুবিধা গুলি কি কি ?
3.স্মার্টফোন কেনার আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জেনে নিন। তাতে আপনিই লাভবান হবেন