সোশ্যাল মিডিয়া ব্যবহার করে না এমন ব্যবহারকারী খুব কমই আছে। সোশ্যাল মিডিয়া ব্যবহার করার সময় অনেক ব্যবহারকারীর কাছে গোপনীয়তা বজায় রাখা গুরুত্বপূর্ণ হয়ে থাকে। আর এটি করার একটি উপায় হল মেসেঞ্জারে নিজেদের অ্যাক্টিভ স্টেটাস হাইড করে রাখা। এই ক্ষেত্রে ইউজাররা অবাঞ্ছিত কথোপকথন এড়াতে চাইলে বা নিজেদের অনলাইন কার্যকলাপ ব্যক্তিগত রাখতে পছন্দ করলে ফেসবুক মেসেঞ্জারে সক্রিয় স্টেটাস হাইড করে রাখতে পারে।
বর্তমান সময়ে অনলাইনে বিভিন্ন ধরণের জালিয়াতি বেড়ে চলেছে। এখন আবার নতুন জালিয়াতি করা হচ্ছে ফেক ছবি শেয়ার করে। এইসব জালিয়াতি থেকে বাঁচতে নিজেদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টটিকে বিশেষভাবে সুরক্ষিত রাখা প্রয়োজন। এর জন্য ফেসবুক মেসেঞ্জারে সক্রিয় স্টেটাস হাইড করে রাখা যেতে পারে। আরও এর জন্য রয়েছে দুটি উপায়। মোবাইলে যারা মেসেঞ্জার ব্যবহার করে, তাদের জন্য ফেসবুক মেসেঞ্জারে সক্রিয় স্টেটাস হাইড করে রাখার একটি উপায় রয়েছে। আবার যারা ডেস্কটপে মেসেঞ্জার ব্যবহার করে, তাদের জন্য রয়েছে অন্য একটি উপায় ফেসবুক মেসেঞ্জারে সক্রিয় স্টেটাস হাইড করার। তাহলে চলুন দেখে নেওয়া যাক সেই উপায় দুটি কি কি, যার সাহায্যে ফেসবুক মেসেঞ্জারে সক্রিয় স্টেটাস হাইড করে রাখা যায়।
মোবাইল ব্যবহারকারীদের জন্য: প্রথমে নিজেদের স্মার্টফোনে ফেসবুক মেসেঞ্জার অ্যাপটি চালু করে নিতে হবে। নিজেদের প্রোফাইল ছবিতে ক্লিক করতে হবে: এটি সাধারণত স্ক্রিনের ডান দিকে অবস্থিত, সেখানে ক্লিক করতে হবে। “Active Status” অ্যাক্সেস: এরপর “Active Status” অপশনটি সার্চ করতে হবে। টগল বন্ধ করতে হবে- এরপর “Active Status” এর পাশে থাকা বাটনটি বন্ধ করতে হবে।
ডেস্কটপ ব্যবহারকারীদের জন্য: ফেসবুক মেসেঞ্জার ওপেন করতে হবে: নিজেদের ডেস্কটপে ওয়েব ব্রাউজারের মাধ্যমে ফেসবুক মেসেঞ্জার ওপেন করে নিতে হবে। Preferences অপশন ওপেন করতে হবে- উপরের বাম কোণে থাকা নিজের প্রোফাইল ছবিতে ক্লিক করতে হবে। তারপর ‘Preferences’ সিলেক্ট করতে হবে।
“Active Status” বন্ধ করতে হবে – এরপর “Active Status” এর পাশে থাকা বক্সটি আনচেক করে দিতে হবে।
আপনাদের জন্য আরো
1.ফেসবুক মেসেঞ্জারে মেসেজ পিন করার উপায় ! আর খুঁজতে হবে না স্ক্রল করে, দেখে নিন এক নজরে