২০১৬ সালে পুরনো নোট যখন বাতিল হয়ে যায় তারপর থেকে ডিজিটাল লেনদেনের পরিমাণ অনেক বেড়েছে। করণা মহামারীর প্রকোপের ফলে যা আরো বেশি বিস্তার লাভ করেছে । নগদ টাকার পরিবর্তে ডিজিটাল লেনদেন অনেক বেশি বেশি হচ্ছে। এখন গ্রামের বিভিন্ন ছোট ছোট দোকান এবং স্টলগুলোতেও আপনি আপনার ফোন থেকে বিভিন্ন অ্যাপ্লিকেশনের সাহায্যে পেমেন্ট করতে পারেন। এর ফলে ভারতের বিভিন্ন কোম্পানি লঞ্চ করছে তাদের বিভিন্ন ধরনের প্রেমের কাহিনী মধ্যে পাঁচটি পপুলার এবং সিকিউর পেমেন্ট অ্যাপ্লিকেশন নিয়ে আজকে আমরা আলোচনা করব।
পেটিএম(Paytm)
পেটিএম এর নাম আপনারা অনেকেই শুনে থাকবেন এবং এই অ্যাপ্লিকেশনটি হয়তো আপনারা অনেকেই ব্যবহার করেন। প্রথমে পেটিএম একটি ওয়ালেট হিসেবে ব্যবহার করা হতো কিন্তু পরবর্তীকালে এটি একটি পুরো ব্যাংক হিসেবে ব্যবহার শুরু হয়। বর্তমানে এই অ্যাপ্লিকেশনটি সাহায্যে আপনি UPI,NEFT,IMPS এছাড়া ফিক্স ডিপোজিট ডেবিট কার্ড ক্রেডিট কার্ড পোস্ট পেড বিভিন্ন ধরনের পরিষেবা দিয়ে থাকে। এছাড়া এই প্ল্যাটফর্মটিতে আপনি অনলাইন শপিং করতে পারবেন এবং একজন সেলার হিসেবেও যুক্ত হয়ে বিভিন্ন প্রোডাক্ট বিক্রি করতে পারবেন। এই অ্যাপ্লিকেশনটি আমি লিস্টের প্রথম দেখেছি কারণ এতে আমি নিজেও ব্যবহার করেছি এবং ভারতের অধিকাংশ লোক এই অ্যাপটি ব্যবহার করে বলেই আমার ধারণা। অ্যাপ্লিকেশনটি সাহায্যে আপনি মোবাইল রিচার্জ দিতে শুরু করে সিনেমার টিকিট বুক পর্যন্ত করতে পারবেন।
এছাড়া এই অ্যাপ্লিকেশনটি সাহায্যে আপনি ফাস্ট ট্যাগ রিচার্জ, ইন্সুরেন্স, ইলেকট্রিক বিল, লোনের টাকা, ক্রেডিট কার্ড বিল, গ্যাস বুকিং, বাস-ট্রেন টিকিট বুকিং ইত্যাদি কাজ খুব সহজে করতে পারবেন।
ফোন পে(Phone PE)
Paytm এরপর যে অ্যাপ্লিকেশনটি পেমেন্ট এর জন্য বেশি ব্যবহার করা হয়েছে সেটি হলো PhonePe। এই অ্যাপ্লিকেশনটি সাহায্য আপনি বিল পেমেন্ট, টিভি রিচার্জ, মোবাইল রিচার্জ, ক্রেডিট কার্ডের বিল পেমেন্ট করতে পারবেন। এছাড়া এই অ্যাপ্লিকেশনটি সাহায্যে আপনি বিভিন্ন ধরনের ইনভেস্টমেন্ট শুরু করতে পারেন যেমন ডিজিটাল সোনা কিনতে পারবেন, মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করতে পারবেন।
অ্যাপ্লিকেশনটি সাহায্যে আপনি যদি অনলাইন শপিং করেন এবং বিভিন্ন বিল পেমেন্ট ট্রানজেকশন করে থাকেন তাহলে বিভিন্ন কুপন ক্যাশব্যাক এবং ভাউচার ফোন পে দিয়ে থাকে।
ট্রানজেকশন করতে গিয়ে যদি কোন রকম সমস্যা হয় আপনার ফোন পে সাপোট টিম আপনাকে সব সময় সাহায্য করে এবং আপনার সমস্যা 48 ঘণ্টার মধ্যে সমাধান করে দেয়া হয়।
এই অ্যাপ্লিকেশনের ইন্টারফেস খুবই সহজ এবং সরল তাই নতুন ব্যবহারকারীদের পক্ষে কোনো রকম অসুবিধা হয়না। অ্যাপ্লিকেশনের সাহায্যে আপনি খুব সহজেই যে কোন ব্যাংকে টাকা পাঠাতে পারবেন পড়া রকম আইএফএসসি কোড এর প্রয়োজন হবে না শুধুমাত্র ব্যাংকের অ্যাকাউন্ট নম্বরটি দিলেই আপনি টাকা পাঠাতে পারবেন।
গুগোল পে(Google Pay)
গুগোল পে আগে Tez নামে পরিচিত ছিল। পরবর্তীকালে নাম পাল্টে গুগোল পে রাখা হয়েছে। এই অ্যাপ্লিকেশনটির উপর মানুষ খুবই ভরসা করে কারণ এর সঙ্গে একটি ব্র্যান্ড নেম যুক্ত রয়েছে যা হলো গুগোল। এই অ্যাপ্লিকেশনের সাহায্যে আপনি আপনার বন্ধু এবং পরিবার পরিজনদের ব্যাংকের একাউন্টে সরাসরি টাকা পাঠাতে পারেন। গুগোল পে থেকে যখন আপনি কোন ট্রানজেকশন করবেন তখন গুগোল পে আপনাকে একটি স্ক্র্যাচ কার্ড দেবে যা থেকে আপনি ডিসকাউন্ট কুপন অথবা ক্যাশব্যাক পাবেন আপনার ব্যাংক একাউন্টে সরাসরি ক্রেডিট হয়ে যাবে।
এটি ভারতের একটি অন্যতম পেমেন্ট অ্যাপ্লিকেশন যার সাহায্যে আপনি আপনার যাবতীয় ট্রানজেকশন খুব সহজেই করতে পারবেন।
এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক(Airtel Payment Bank)
এয়ারটেল এর নাম আপনারা আগে শুনে থাকবেন। আপনাদের মধ্যে অনেকেই হয়তো এয়ারটেল সিম ব্যবহারও করেন। বর্তমানে এয়ারটেল তাদের ব্যাঙ্কিং পরিষেবা নিয়ে এসেছে। এই অ্যাপ্লিকেশনটির সাহায্যে আপনি খুব সহজেই যেকোনো ব্যাংকের একাউন্টে টাকা পাঠাতে পারবেন। অন্যান্য অ্যাপ্লিকেশন এর মত এই অ্যাপ্লিকেশন থেকে আপনি বিল পেমেন্ট, মোবাইল রিচার্জ, ডিটিএইচ রিচার্জ ইত্যাদি করতে পারবেন। এই অ্যাপটিকে আমাদের লিস্টে রাখা হয়েছে কারণ অন্যান্য অ্যাপ্লিকেশন এর তুলনায় এটিতে কিছু এক্সট্রা ফিচার রয়েছে। যেমন আপনি যদি এয়ারটেলের ওয়ালেট ব্যবহার করেন আপনার ওয়ালেটে যে টাকা থাকবে তার উপর আপনি 6% ইন্টারেস্ট পাবেন।
আপনি যদি এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কে আপনার অ্যাকাউন্ট ওপেন করেন আপনি একটা দুর্ঘটনা বীমাও তার সঙ্গে পেয়ে থাকেন যা অন্য কোন অ্যাপ আপনাকে দেয় না।
আমাজন পে (Amazon Pay)
আমাজনের নাম তো আপনারা অবশ্যই শুনে থাকবেন। বিশেষ করে যারা অনলাইন শপিং করেন তারা নিশ্চয়ই আমাজন থেকে কিছু না কিছু কিনে থাকবেন। আমাজন একটি বহু পুরাতন শপিং প্লাটফর্ম যেখান থেকে আপনারা অনলাইনে আপনার যাবতীয় জিনিস কিনতে পারবেন। বর্তমানে আমাজন তাদের প্লাটফর্মে পেমেন্টের সুবিধা যুক্ত করেছে। এই অ্যাপ্লিকেশনের সাহায্যে আপনি যে কোন ব্যাংকে টাকা পাঠাতে পারবেন ইউপিআই এর সাহায্যে যেকোনো ইউপিআই আইডিতে পেমেন্ট করতে পারবেন এবং অন্যান্য যেসব পরিষেবা আপনারা পেমেন্ট অ্যাপে পেয়ে থাকেন সেইসব পরিষেবা গুলো আপনারা আমাজনের এই অ্যাপ্লিকেশনটিতেও পাবেন।
অ্যাপ্লিকেশনের সাহায্যে আপনার পেমেন্ট করলে আপনারা বিভিন্ন শপিং ভাউচার এবং ক্যাশব্যাক পাবেন যা আপনাদের আমাজন পে ওয়ালেট এ দেয়া হবে। এই ক্যাশব্যাক এর অ্যামাউন্ট আপনারা আমাজন থেকে শপিং করতে অথবা মোবাইল ,ডিটিএইচ রিচার্জ করতে ব্যবহার করতে পারেন।
উপসংহার
বর্তমানে আরো বিভিন্ন পেমেন্ট অ্যাপ্লিকেশন বাজারে তাদের জায়গা করে নিয়েছে যেমন মোবিকুইক, ফ্রিচার্জ, payzap,BharatPay ইত্যাদি। আপনারা পেমেন্ট করার জন্য কোন অ্যাপটি ব্যবহার করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং উপরের পাঁচটি এপ্লিকেশন সম্পর্কে আপনার যদি কোন রকম প্রশ্ন থাকে তাও আপনারা করতে পারেন।
FAQ.
প্রশ্ন:ব্যাংক একাউন্ট এড না করে পেটিএম ব্যবহার করা কি সম্ভব?
উত্তর:হ্যাঁ সম্ভব।
প্রশ্ন:Paytm এর ডেলি ট্রানজেকশন লিমিট কত?
উত্তর: এক লক্ষ টাকা।
প্রশ্ন:গুগোল পে তে একাউন্ট খোলার জন্য ডেবিট কার্ড কি আবশ্যক?
উত্তর:হ্যাঁ
প্রশ্ন:আমাজনের এর মালিক কে?
উত্তর:Jeff Bezos
প্রশ্ন:PhonePe অ্যাপের ফাউন্ডার কে?
উত্তর:Sameer Nigam, Rahul Chari and Burzin Engineer ।
আপনার জন্য আরো
1.ভিডিও এডিটিং এর পাঁচটি সেরা এনড্রয়েড অ্যাপ্লিকেশন
2.Messho অ্যাপ্লিকেশনটি ব্যবহার করা কি সুরক্ষিত?