আপনারা কি কম বাজেটের মধ্যে প্রিমিয়াম স্মার্টফোন কেনার কথা ভাবনাচিন্তা করছেন ? তাহলে আপনারা একদম সঠিক জায়গায় এসেছেন। কারণ, এক ধাক্কায় 5,000 টাকা কমে গেলো OnePlus 10 Pro 5g স্মার্টফোনের দামটি। আপনারা যদি এই ফোনটি কিনতে চান তাহলে এখনই ফোনটি কিনে ফেলুন দেরি করবেন না। OnePlus 10 Pro 5g স্মার্টফোন দুটির 12GB ও 8GB মডেল দুটিরই দাম 5,000 টাকা করে কমে গেছে। এই OnePlus স্মার্টফোনের কিছু গুরুত্বপূর্ণ ফিচারের মধ্যে রয়েছে Qualcomm Snapdragon 8 জেন 1 প্রসেসর, যা পেয়ার করা রয়েছে 12GB পর্যন্ত RAM এর সাথে। এছাড়াও ফোনটিতে রয়েছে 50MP, 48MP এবং 8MP দুর্দান্ত ক্যামেরা সেটআপ।
OnePlus 10 Pro 5G: স্পেসিফিকেশন ও ফিচার
এই স্মার্টফোনটিতে রয়েছে 6.7inch একটি OLED ডিসপ্লে, যা P3 কালার সাপোর্ট করে LTPO প্রযুক্তি ব্যবহার করে এবং তার রেজ়োলিউশন হলো 1440 পিক্সেলস। এই ডিসপ্লের High Refresh Rate হলো 120Hz।পারফরম্যান্সের দিক থেকে স্মার্টফোনটি Qualcomm Snapdragon 8 Gen 1 চিপসেটের সাহায্যে চালিত হবে।
স্মার্টফোনটিতে অপটিক্সের দিক থেকে থাকছে 48MP Sony IMX789 সেন্সর। এছাড়াও ফোনটির আলট্রা ওয়াইড ক্যামেরায় একটি 50 মেগাপিক্সেলের Samsung ISOCELL JN1 সেন্সর রয়েছে। এর পাশাপাশি রয়েছে 8MP সেন্সর যুক্ত একটি টেলিফোটো ক্যামেরা। স্মার্টফোনটিতে ভিডিও কলিং ও সেলফির জন্য রয়েছে একটি 32 মেগাপিক্সেলের Sony IMX615 সেন্সর। এই OnePlus 10 Pro 5G স্মার্টফোনটিতে একটি 5,000mAh এর ব্যাটারিও রয়েছে।
OnePlus 10 Pro 5G: স্মার্টফোনটির দাম
এমনিতে এই OnePlus 10 Pro 5G -র 12GB ভ্যারিয়েন্টের দাম 71,900 টাকা এবং 8GB ভ্যারিয়েন্টের দাম 66,900 টাকা। কিন্তু এখন যেহেতু 5,000 টাকা দাম কমানো হয়েছে তাই বর্তমানে 12GB ভ্যারিয়েন্টের দাম
66,999 টাকা এবং 8GB ভ্যারিয়েন্টের দাম 61,999 টাকা। এই স্মার্টফোনটি কয়েকটি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে যেমন -এমারেল্ড ব্ল্যাক ফরেস্ট, ভলক্যানিক ব্ল্যাক।
আপনার জন্য আরো
1.অতি কম মূল্যে দুর্দান্ত ব্যাটারির সাথে চলে এলো Realme c33
2.Snapdragon 8 Gen 2 সহ Motorola Moto X40 স্পেসিফিকেশন: এই বছরের শেষে লঞ্চ হতে চলেছে
3.অবশেষে iqoo neo 7 ভারতে লঞ্চ হতে চলেছে
4.হুয়াওয়ে কোম্পানি Huawei P60:64MP ক্যামেরা বিশিষ্ট নতুন ফ্ল্যাগশিপের ফোন লঞ্চ করতে চলেছে