আজ থেকে বিক্রি শুরু হচ্ছে Redmi A2 -এর 64 GB স্টোরেজ ভেরিয়েন্টটির, মাত্র 6,799 টাকায়

চাইনীজ স্মার্টফোন মেকার Redmi গত মাসে Redmi A2+ এর পাশাপাশি Redmi A2 লঞ্চ করছিলো। এই স্মার্টফোনের 2 GB RAM + 32 GB স্টোরেজ ভেরিয়েন্টটির বিক্রি শুরু হয়ে গেছে। এই স্মার্টফোনটি Amazon, Mi.com এবং আরও অন্যান্য পার্টনার রিটেল স্টোর্স থেকে কেনা যাবে। 20th জুন অর্থাৎ আজ থেকেই এর 2 GB RAM + 64 GB স্টোরেজ ভেরিয়েন্টটির বিক্রি শুরু হয়ে যাবে। ফোনটিতে 6.52 ইঞ্চির HD+ LCD ডিসপ্লে 120 Hz এর টাচ স্যাম্পলিং রেট রয়েছে। এতে MediaTek Helio G36 5G চিপসেট 4GB পর্যন্ত RAM দেওয়া হয়েছে। এর দাম মাত্র 6,799 টাকা। এই স্মার্টফোনটি ব্ল্যাক, লাইট গ্রীন এবং লাইট ব্লু কালারে কেনা যাবে। বাজেট স্মার্টফোনে এটি একটি ভালো বিকল্প হতে পারে।

Redmi A2 এর স্পেসিফিকেশন্স

ডুয়াল সিম যুক্ত এই স্মার্টফোনটি Android 13 দ্বারা চালিত হয়। এতে একটি 6.52-ইঞ্চির HD+ (1,600 x 720 পিক্সেল) LCD স্ক্রিন 120Hz টাচ স্যাম্পলিং রেট রয়েছে। ফোনটিতে MediaTek Helio G36 SoC এবং 4 GB পর্যন্ত RAM দেওয়া হয়েছে। ভার্চুয়াল RAM এর সাথে উপলব্ধ মেমোরিকে 7 GB পর্যন্ত বাড়ানো যাবে। ফোনটিতে AI সাপোর্ট যুক্ত ডুয়াল রিয়ার ক্যামেরা ইউনিট রয়েছে। এই স্মার্টফোনটিতে 8 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং একটি QVGA ক্যামেরা রয়েছে। সেলফি এবং ভিডিও চ্যাটের জন্য ফোনটির ফ্রন্টে একটি 5-মেগাপিক্সেল এর ক্যামেরা দেওয়া হয়েছে। এতে 64GB স্টোরেজ রয়েছে যা মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে 512GB পর্যন্ত বাড়ানো যেতে পারে। কানেক্টিভিটির জন্য এতে Wi-Fi, Bluetooth এবং 3.5 mm হেডফোন জ্যাক রয়েছে।

Redmi A2+ -তে সিকিউরিটির জন্য ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া হয়েছে। এর 5,000 mAh ব্যাটারি 10 W ফাস্ট চার্জিং সমর্থন করে। গত সপ্তাহে, কোম্পানি থাইল্যান্ডে Redmi 12 স্মার্টফোনটি লঞ্চ করেছিল। এই স্মার্টফোনটিতে ফুল এইচডি প্লাস রেজোলিউশন, সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ সহ একটি বড় ডিসপ্লে রয়েছে। এর মেইন সেন্সরটি 50 মেগাপিক্সেলের। এছাড়া এতে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর দেওয়া হয়েছে। ফোনটির ফ্রন্টে সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য একটি 8-মেগাপিক্সেল এর ক্যামেরা রয়েছে। কানেক্টিভিটির এই ফোনটিতে 4G LTE, WiFi, Bluetooth, NFC, একটি USB-C পোর্ট এবং একটি 3.5mm জ্যাক রয়েছে।

আপনার জন্য আরো

1.Vivo X90s স্মার্টফোনটিতে MediaTek Dimensity 9200+ SoC থাকার সম্ভাবনা, জানুন বিস্তারিত

2.জুলাই মাসে নতুন ডিজাইন সহ ভারতে লঞ্চ হতে পারে Oppo -র Reno 10 সিরিজ, জানুন বিস্তারিত

3.15 হাজার টাকারও কম দামে আসতে চলেছে Infinix Note 30 5G, থাকছে অসাধারণ কিছু চার্জিং ফিচার্স জানুন বিস্তারিত

4.4GB RAM এবং 5000mAh ব্যাটারির সাথে লঞ্চ হল Moto G53j স্মার্টফোন, জেনে নিন প্রাইস

Leave a Comment