Refurbished মোবাইল কি ? আপনার কি রিফার্বিশড স্মার্টফোন কেনা উচিত ?|Should you buy a refurbished smartphone?

Refurbished কথাটির অর্থ পুননবীকরণ। Refurbished মোবাইল হলো পুননবীকরণ ফোন অর্থাৎ যে ফোন গুলি ছোট খাটো কোনো প্রব্লেম দেখা দিলে সেগুলো সল্ভ করে পুননির্মাণ করা হয়। আপনি যদি অনলাইন শপিং করে থাকেন তাহলে হয়তো রিফার্বিশড কথাটা দেখে থাকবেন। বর্তমানে প্রায় সব বড়ো বড়ো ই-কমার্স শপিং ওয়েবসাইট এ রিফার্বিশড স্মার্টফোন,ল্যাপটপ,টেলিভিশন ইত্যাদি দেখতে পাওয়া যায়। এইসব জিনিস এর দাম নতুন জিনিসগুলোর তুলনায় কম হয়।

এই পোস্টে আপনারা জানতে পারবেন যে পুননবীকরণ করা ফোন কি এবং সেগুলি কেনার আগে কি কি সাবধানতা নেওয়া উচিত।

রিফার্বিশড ফোন কি ?

এককথায় পুননবীকরন ফোনকে আমরা রিফার্বিশড ফোন বলতে পারি। ধরুন আপনি একটি স্মার্টফোনে অনলাইনে অর্ডার দিয়েছেন তারপর দেখলেন যে ফোনটির ক্যামেরায় কোনো সমস্যা হচ্ছে তাহলে আপনি ফোনটি নিশ্চই রিটার্ন করবেন। বিভিন্ন ই-কমার্স সাইট সাধারণত ১০- ১৫ দিনের মধ্যে রিটার্ন পলিসি রাখে। যেমন আপনি যদি ফ্লিপকার্ট অথবা আমাজন থেকে কোনো ফোন কেনেন এবং তাতে কোনো সমস্যা দেখা দেয় তাহলে আপনি সেটা ফেরত দিতে পারেন এবং রিফান্ড অথবা নতুন ডিভাইস নিতে পারেন তবে একটি নির্দিষ্ট সময় সীমার মধ্যে।

কোম্পানি ফোনটি নিয়ে কি করবে ?

সর্বপ্রথম কোম্পানি সেই ফোনটিকে ভালোভাবে চেক করবে যে ফোনটিতে কি সমস্যা আছে তারপর ফোনটি মেরামত করবে। তারপর সবকিছু পরীক্ষা করবে যে স্মার্টফোনটি ঠিক মতো কাজ করছে কিনা। তারপর সেই কোম্পানি ফোনেটিকে আবার ওয়েবসাইট এ রিফার্বিশড ফোন বলে বিক্রি করছে।

আমি আমাজন ও ফ্লিপকার্ট এ বিভিন্ন রিফার্বিশড মোবাইল বিক্রি হতে দেখেছি।  পুননবীকরণ ফোনগুলি নতুন ফোনগুলির তুলনায় একটু কম দামে পাওয়া যায়।

আপনার কি Refurbished স্মার্টফোন কেনা উচিত ?

পুননবীকরণ স্মার্টফোনগুলি অনেক সময় নতুন ফোনের তুলনায় অনেক কম দামে পাওয়া যায়। তো আপনি রিফার্বিশড ফোন কিনে আপনার কিছু টাকা বাঁচাতে পারেন। তবে এইসব রিফার্বিশড ফোন কেনার সময় কিছু কিছু সাবধানতা অবলম্বন করা উচিত যা আপনাকে বিভিন্ন সমস্যার হাত থেকে আপনাকে রক্ষা করবে।

বিশ্বস্ত ওয়েবসাইট ব্যবহার

সবসময় একটি বিশ্বাসযোগ্য ওয়েবসাইট যেমন আমাজন,ফ্লিপকার্ট ইত্যাদি থেকেই রিফার্বিশড স্মার্টফোন কিনবেন। কারণ এইসব জনপ্রিয় ওয়েবসাইট গুলি সর্বদা ব্যাবহারকারীদের বিভিন্ন ভাবে সাহায্য করার জন্য এগিয়ে আসে।

সঠিক মূল্য

সঠিক দামে যদি আপনি কোনো রিফার্বিশড ফোন পান তাহলে আপনি আপনার টাকা সাশ্রয় করতে পুননবীকরণ স্মার্টফোন কিনতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে সঠিক দাম কি ? সেটা বোঝানোর জন্য একটা উদাহরণ দিচ্ছি। ধরুন আপনি যে স্মার্টফোনটি কিনতে চান সেই নতুন ফোনটির দাম ১৮০০০ টাকা এবং সেই ফোনটি আপনি ১৫০০০ টাকায় রিফার্বিশড পাচ্ছেন তাহলে আপনি ফোনটি কিনতে পারেন কিন্তু যদি ৫০০ বা ১০০০ কম হলে না কেনাই ভালো।

রিটার্ন পলিসি

ফোনটি কেনার আগে দেখুন তার রিটার্ন পলিসি। পুননবীকরণ ফোন  কমকরে ৭ দিনের রিটার্ন পলিসি থাকা প্রয়োজন। কারণ এই সময় আপনি ফোনটি খুব ভালো ভাবে টেস্ট করবেন এবং দেখবেন যে ফোনটিতে কোনো সমস্যা আছে কি না। যদি কোনো সমস্যা থাকে তাহলে যেন তৎক্ষণাৎ সেটি ফেরত দিতে পারেন।

পরিষ্কার ও আনলক ফোন

রিফার্বিশড ফোন কেনার আগে দেখে নিন যে ফোনটি যেন ক্লিন এবং আনলক থাকে। ফোন যেন কোনো রকম পাসওয়ার্ড বা লক না থাকে।

ওয়ারেন্টি

আপনি যখন কোনো রিফার্বিশড ফোন কিনবেন তখন তার ওয়ারেন্টি কতদিন সেটাও দেখে নিতে হবে। আপনি যে ফোনটি কিনবেন সেটি যাতে মিনিমাম ৬ মাস ওয়ারেন্টি থাকে।

এছাড়াও ওয়েবসাইট এ রিভিউ পড়তে পারেন এবং কেনার আগে উপরিউক্ত বিষয় গুলো মাথায় রেখে যদি কোনো ভালো ডিল পাওয়া যায় তাহলে আপনি রিফার্বিশড স্মার্টফোন কিনতে পারেন।

রিফার্বিশড সম্পর্কে যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করুন এবং পোষ্টটি যদি আপনার একটুকুও উপকারে আসে তবে লাইক ও শেয়ার করতে ভুলবেন না।

FAQ.

প্রশ্ন:Refurbished ফোনের ব্যাটারি লাইফ কি 100% হয়?

উত্তর: Refurbished ফোনের ব্যাটারি লাইফ 80 থেকে 90 পার্সেন্টের মধ্যে হয় ।

প্রশ্ন: Refurbished  iPhone আইফোন কত প্রকার হয়?

উত্তর: যদি আপনার ফোনের মডেল নাম্বারের ফাস্ট লেটার M অথবা P হয় তাহলে সেটি অরিজিনাল রিটেল মডেল। মডেলটির ফাস্ট লেটার যদি N হয় তাহলে সেটি অ্যাপেল কোম্পানির দ্বারা Refurbish করা। এবং মডেল নামের প্রথম অক্ষরটি যদি F হয় তাহলে সেটি থার্ড পার্টি কোন ভেন্ডার এর দ্বারা রিফার্বিস করা।

প্রশ্ন: Refurbished ফোনের কি কোন কোম্পানি ওয়ারেন্টি থাকে?

উত্তর: না,তবে সেলারের তরফ থেকে ৬ মাসের ওয়ারেন্টি দেয়া হয়।

প্রশ্ন: Refurbished ফোন কেনা কি ভালো?

উত্তর: আমার মতে না কেনাই ভালো। কারণ Refurbished ফোনের কোনরকম কোম্পানি ওয়ারেন্টি থাকে না। তবে যদি আপনি কোন Refurbished মোবাইল কিনতে চান সে ক্ষেত্রে অবশ্যই কোন সার্টিফাইড রিসেলার থেকে কেনায় ভালো।

প্রশ্ন: কি করে জানবেন যে আপনি যে ফোনটি কিনেছেন সেটি Refurbished কি না?

উত্তর: আপনি আপনার ফোনটির IMEI নম্বর দিয়ে ওয়ারেন্টি আছে কিনা সেটা চেক করতে পারেন কারণ Refurbished ফোনের কোনরকম কোম্পানি ওয়ারেন্টি পাওয়া যায় না।

আপনার জন্য আরো

1.স্মার্টফোন কেনার আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জেনে নিন। তাতে আপনিই লাভবান হবেন

2.হোয়াটসঅ্যাপ এ নম্বর সেভ না করে কল ও ম্যাসেজ করার উপায়

3.আপনার ফেসবুক আইডি হ্যাক হওয়া থেকে বাঁচাতে কী কী করবেন ?

4.আপনার ল্যাপটপ বা কম্পিউটার ভাইরাস আক্রান্ত কিনা কিভাবে জানবেন

Leave a Comment