ব্যাটারি হলো একটি মোবাইল ফোনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। তাই সকল স্মার্টফোন ব্যাবহারকারীরা এই ব্যাটারির সর্বোচ্চ নিরাপত্তা বজায় রাখার জন্য সচেতন থাকেন। তবে মোবাইল ফোন চার্জে বসিয়ে ব্যবহার করলে ফোনের কোনো রকম ক্ষতি হবে কিনা সে বিষয় নিয়ে অনেকের বিভিন্ন মতামত রয়েছে। এই পোস্টটি পড়লে আপনারা জানতে পারবেন যে চার্জে দেওয়ার সময় ফোন ব্যবহার করা উচিত কিনা।
চার্জে বসিয়ে ফোন ব্যবহার করা যাবে কি ?
হ্যাঁ, নিশ্চয় চার্জে বসিয়ে ফোন ব্যবহার করা যাবে। এখনকার স্মার্টফোনগুলো চার্জে বসিয়েই ব্যবহার করা যায়। আগেকার ফিচার ফোনগুলিতেও এই সুবিধা সম্ভব ছিল। বিল্ট-ইন মনিটরিং সার্কিট ব্যাটারিতে থাকায় ফোন চার্জে দেওয়ার সময় কোনোরকম ক্ষতির সম্ভাবনা থাকে না। তবে অধিকাংশ বিশেষজ্ঞরা সব সময় চার্জে বসিয়ে ফোন ব্যবহার করতে বারণ করে থাকেন। তাছাড়া অন্য কোনো চার্জার ব্যবহার না করে আপনার ফোনের বক্সে দিয়ে থাকা অফিসিয়াল চার্জার ব্যবহার করার পরামর্শও দিয়ে থাকেন। আপনি যদি সস্তার চার্জার দিয়ে চার্জে বসিয়ে ফোন ব্যবহার করেন তাহলে আপনি সমস্যায় পড়তে পারেন।
ফোন চার্জে বসিয়ে ব্যবহার করা কি উচিত ?
চার্জে দিয়ে তো ফোন ব্যবহার করা যায়, এটা তো জানা গেলো। কিন্তু প্রশ্ন একটাই হলো যে চার্জে দেওয়ার সময় কি ফোন ব্যবহার করা উচিত ? এই চরম সিদ্ধান্ত আমরা কয়েকটি বিষয়ের উপর ছেড়ে দেবো। চলুন তাহলে চার্জে বসিয়ে ফোন ব্যবহার করলে কি কি সমস্যা হতে পারে সেই সম্পর্কে জেনে নেওয়া যাক।
তাপমাত্রা
ফোন চার্জে দিয়ে গেমিং, ভিডিও স্ট্রিমিং, এডিটিং এই সমস্ত কাজ করলে ফোনের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে এবং ফোনের চার্জও স্লো হওয়ার সম্ভাবনা থাকে। ফোনের তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে ফোনের ইন্টারনাল পার্ট গুলো ক্ষতিগ্রস্ত হতে পারে। এছাড়াও ফোনের CPU ও GPU পুরোপুরি ঠিকঠাক ভাবে কাজ করে না তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার কারণে। আবার ফোনের ব্যাটারিও ডিগ্রেড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে অতিরিক্ত তাপমাত্রা বৃদ্ধির কারণে। এমনকি ফোনে আগুনও ধরে যেতে পারে।
স্লো চার্জিং
স্মার্টফোনের চার্জার গুলো হলো ডাইরেক্ট কারেন্ট (ডিসি) পাওয়ার সাপ্লাইয়ার অর্থাৎ কিভাবে এই পাওয়ার আপনার ফোনে ব্যবহার করা হবে সেটা আপনার ফোন ও ফোনের পাওয়ার ম্যানেজমেন্ট সিস্টেমের উপর নির্ভর করে থাকে। আপনি যদি ফোন চার্জে দিয়ে ব্যবহার না করেন তাহলে পুরোপুরি পাওয়ারটা ব্যাটারিতে জমা হয় যার ফলে খুব তাড়াতাড়ি ফোনে চার্জে হয়ে যায়।
অপরদিকে চার্জে বসিয়ে ফোন ব্যবহার করলে ওই অ্যাক্টিভিটির কারণে ফোনের চার্জের ঘাটতি হয়। এর কারণে ব্যাটারি ও চার্জারের ওপর বাড়তি চাপের সৃষ্টি হয়। এই সবের ফলে ফোনের চার্জ স্লো হয়। তাই চার্জে বসিয়ে ফোন ব্যবহার করলে স্বাভাবিক সময়ের তুলনায় অনেকটা বেশি সময় লাগে পুরোপুরি চার্জ হতে।
কেবিল ড্যামেজ
চার্জে দেওয়াকালীন ফোন ব্যবহারের সময় অবস্থান পরিবর্তনের জন্য চার্জিং কেবিলের ক্ষতি হয়। কেবিলে টান পড়লে ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা অথবা কেবিল ড্যামেজ হয়ে যাওয়ার মতো সমস্যা হতে পারে। যতই আপনি সাবধানতা অবলম্বন করেন না কেন এই সমস্যা ঘটতেই পারে। কেবিলে এই প্রকার ডেমেজের ফলে কেবিল খারাপ হয়ে যেতে পারে অথবা আলগা হয়ে গেলে বিদ্যুৎ চলাচলে বিঘ্ন ঘটতে পারে।
নিরাপত্তাগত সমস্যা
চার্জে দেওয়াকালীন অবস্থায় ফোন ব্যবহার করার কারণে ফোন ব্লাস্ট হয়ে যাওয়া অথবা চার্জে বসিয়ে ফোনে গান শুনতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মৃত্যুর মত ঘটনাও সোনা গেছে। এই ধরণের বিভিন্ন শারীরিক ক্ষতির সম্ভাবনা থাকতে পারে ফোন চার্জে দিয়ে ব্যবহার করলে, যেমন :
১। বিস্ফোরণ : স্মার্টফোন বিস্ফোরণ হওয়ার ঘটনা খুব কমই সোনা যায়। কিন্তু সবারই সাবধানে থাকা দরকার, তাই এই বিষয়টি মাথায় রেখে নিজের পাশাপাশি পারিপার্শ্বিক সকলেরই নিরাপত্তা নিশ্চিতকরণ করা উচিত।
২। বিদ্যুতায়িত হওয়া : ফোন চার্জে দিয়ে ব্যবহার করার সময় যদি কোনো তরল পদার্থের সংস্পর্শে আসে তাহলে বিদ্যুতায়িত হতে পারে।
এইবার তাহলে আসল কথায় আসা যাক। চার্জে দেওয়াকালীন ফোন ব্যবহার করা উচিত কিনা – এই বিষয়ে আপনাদের মতামত কি ? আমাদের পরামর্শ এটাই থাকবে যে চার্জে বসিয়ে ফোন ব্যবহার করা ঠিক নয়। এখনকার বেশিরভাগ ফোনে ফার্স্ট চার্জারের সুবিধা রয়েছে যার ফলে ১-২ ঘন্টার মধ্যে ফোনে ফুল চার্জ হয়ে যায়। এছাড়াও ব্যাটারি ব্যাকাপ প্রায় ৫-১০ ঘন্টার মতো পাওয়া যায়। তাই এই ফোন চার্জে দিয়ে ব্যবহার করার বিষয়টি কিছুটা অযৌক্তিক মাত্র। আর তাও যদি ফোন চার্জে দিয়ে ব্যবহার করতে হয় তাহলে ভারি কোনো টাস্ক, যেমন ধরুন : গেমিং, স্ট্রিমিং এই সব করবেন না।
FAQ.
প্রশ্ন : চার্জ দেওয়ার সময় কী ফোন ব্যবহার করা নিরাপদ ?
উত্তর : হ্যা চার্জ দেওয়ার সময় আপনি ফোন ব্যবহার করতে পারবেন এতে কোনো রকম বিপদ নেই।
প্রশ্ন : ফার্স্ট চার্জিং কী ব্যাটারির পক্ষে ক্ষতিকারক ?
উত্তর : না, ফার্স্ট চার্জিং আপনার ফোনের ব্যাটারির জন্য ক্ষতিকারক নয়।
প্রশ্ন : একটি নতুন ফোনে কত ঘন্টা চার্জ দেওয়া উচিত ?
উত্তর : একটি নতুন ফোন ব্যবহার করার আগে ৮ ঘন্টা চার্জ দেওয়া উচিত।
প্রশ্ন : একটি স্মার্টফোনের গড় আয়ু কত দিন ?
উত্তর : একটি স্মার্টফোনের গড় আয়ু ২-৩ বছর।
প্রশ্ন : কেনো আপনার ফোনে স্লো চার্জিং হয় ?
উত্তর : চার্জার বা ডাটা ক্যাবল সঠিকভাবে প্লাগ ইন না করার কারণে আপনার ফোনে স্লো চার্জিং হয়।
আপনার জন্য আরো
1.স্মার্ট ফোন কেন বেশি গরম হয়ে যায় ? এই সমস্যার সমাধান জেনে নিন
2.স্মার্টফোন কেনার আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জেনে নিন। তাতে আপনিই লাভবান হবেন
3.ফ্রি ওয়াইফাই ব্যবহারের আগে কী কী বিধি নিষেধ মানা উচিত জেনে নিন
4.ফোনের ব্যাটারিতে বিস্ফোরণ কেন হয় ? এই দুর্ঘটনা থেকে কীভাবে নিজেকে বাঁচাবেন ?