Realme স্মার্টফোন অফার : গ্রাহকদের জন্য Realme স্মার্টফোনটি নিয়ে এল একটি ধামাকাদার অফার। যে অফারটিতে আপনি আপনার পুরোনো হ্যান্ডসেটটি এক্সচেঞ্জ করে, Realme 9i 5G -এর 18 ,000 টাকার স্মার্টফোনটি মাত্র 849 টাকায় পাচ্ছেন।
ফ্লিপকার্টে দেওয়া হচ্ছে Realme 9i 5G -এর ডিসকাউন্ট অফারটি
যদিও ফ্লিপকার্টে দীপাবলি অফারটি শেষ হয়েগেছে ,কিন্তু ফ্লিপকার্ট তাদের প্রিয় গ্রাহদের জন্য নিয়ে এসেছে, কিছু স্মার্টফোনের ওপর দারুন ডিসকাউন্ট। ফ্লিপকার্টের এই ডিসকাউন্ট অফার গুলির মধ্যে রয়েছে Realme 9i 5G স্মার্টফোনটি। তাহলে জানা যাক এই ফোনটির ফিচার্স গুলি সম্পর্কে।
Realme 9i 5G -এর ফিচার্স ও স্পেসিফিকেশন গুলি সম্পর্কে জানা যাক
Realme 9i 5G স্মার্টফোনটিতে রয়েছে 6.6 ইঞ্চির ফুল HD + ডিসপ্লেটি। এই স্মার্টফোনটিতে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 810 প্রসেসরটি। যদি ফোনটির RAM ও Storage কথা বলা হয় ,তাহলে ফোনটিতে রয়েছে 6 GB RAM ও 128 GB Storage। এই স্মার্টফোনটিতে গ্রাহকদের জন্য ট্রিপল রিয়ার ক্যামেরাটি দেওয়া হয়েছে। ফোনটিতে রয়েছে 8 মেগাপিক্সসেলের একটি সেলফি ক্যামেরা এবং ফোনটির পেছনে একটি 50 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেল দুটি ক্যামেরা দেওয়া হয়েছে। Realme 9i 5G স্মার্টফোনটিতে 5000mAh ব্যাটারিটি রয়েছে।
Realme 9i 5G স্মার্টফোনটিতে দেওয়া হচ্ছে এক্সচেঞ্জ বোনাস অফার
ফ্লিপকার্টে গ্রাহকদের জন্য এই স্মার্টফোনটিতে রয়েছে 14,150 টাকার দারুন এক্সচেঞ্জ বোনাস অফার। এই এক্সচেঞ্জ বোনাসটি লাগু হওয়ার পর আপনি এই স্মার্টফোনটি শুধুমাত্র 849 টাকায় নিতে পারবেন। যদিও ফিলিপকার্টে এই স্মার্টফোনটির দাম রয়েছে 18 হাজার, ডিসকাউন্টের পর এই ফোনটি 14,999 লিস্ট করা হয়েছে অর্থাৎ 14,150 টাকাটি 849 টাকা হয়ে যায়।
আপনার জন্য আরো
1.Snapdragon 8 Gen 2 সহ Motorola Moto X40 স্পেসিফিকেশন: এই বছরের শেষে লঞ্চ হতে চলেছে
2.48MP রিয়ার ক্যামেরা বিশিষ্ট Samsung Galaxy A24 এর স্পেসিফিকেশন সম্পর্কে জেনে নিন
3.50 মেগাপিক্সেল ক্যামেরা এবং 6 জিবি RAM যুক্ত স্মার্টফোন মাত্র 8200 টাকায়
4.Realme 10 4G সিরিজ : লঞ্চের আগেই দেখা যাচ্ছে Realme 10 4G ডিভাইসটির লাইভ শট