প্রায় প্রতি মাসেই Realme তাদের কোনো না কোনো নতুন ফোন মার্কেটে নিয়ে আসছে, এর মধ্যে প্রায় বেশিরভাগ ফোনই কম বাজেটের মধ্যে হয়ে থাকে। বর্তমানে এই প্রাইস রেঞ্জে স্মার্টফোনের প্রতিযোগিতা সব থেকে বেশি বলে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলো সবসময় চেষ্টা করে কম বাজেটের মধ্যে সেরা ফিচার যুক্ত স্মার্টফোন প্রদান করার। আর এই প্রতিযোগিতার মার্কেটে এক নম্বরে রয়েছে Realme। এরই মধ্যে Realme কোম্পানি তাদের নতুন স্মার্টফোনটি Realme c33 নিয়ে চলে এলো মার্কেটে। চলুন তাহলে এই ফোনটি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।
Realme c33 ডিসপ্লে এবং ডিজাইন
কম বাজেটের মধ্যে একটি ফোনের যেমন ডিজাইন আশা করা হয়, Realme c33 স্মার্টফোনটিতেও আপনারা সেই ধরণেরই ডিজাইন দেখতে পাবেন। দিনদিন বাজেট সেকশনের ফোনগুলো আরোও বেশি উন্নত মানের এবং
আকর্ষণীয় ডিজাইনের হয়ে উঠছে। তবে বেশিরভাগ স্মার্টফোন ইউজারদের ফোনের সামনে থাকা ওয়াটারড্রপ Notch ডিসপ্লে খুব একটা পছন্দ হবে না কারণ বর্তমানে ফোনের ডিসপ্লেতে Notch এর পরিবর্তে Punch-Hole এর ব্যবহার বেশি।
প্লাস্টিক বডির স্মার্টফোনটি খুব ভালোভাবে তৈরি করা তা দেখলেই বোঝা যাবে এবং এর ডিজাইনও বেশ সুন্দর। এই স্মার্টফোনটি বিশেষ করে তরুণ স্মার্টফোন ইউজারকারীদের বেশি ভালো লাগবে। ফোনটির Back Side এ আলাদা আলাদা রিয়ার ক্যামেরা রয়েছে। তবে ক্যামেরা লেন্স কোনো রকম প্রটেকশন নেই তাই আপনারা অবশ্যই কেস ব্যবহার করবেন।
এই স্মার্টফোনটির সাইড প্যানেল Flat হওয়ায় ফোনটি ধরতে বেশ সুবিধা হবে। ফোনের Volume এবং Power বাটন বেশ কমফোর্টেবল পজিশনে রয়েছে। ফোনের Power বাটনের সঙ্গে যুক্ত রয়েছে ফোনের ফিঙ্গার প্রিন্ট
সেন্সর। এবার তাহলে Realme c33 ফোনটির ডিসপ্লের বিষয়ে কথা বলা যাক।
এই ফোনটিতে রয়েছে 6.5inch আইপিএস এলসিডি, যা দাম বিবেচনায় মানানসই কোয়ালিটির বলা চলে। যেহেতু এটি একটি বাজেট ফোন তাই ফোনটির ডিসপ্লে সেকশন কিছুটা হলেও কমপ্রোমাইজ থাকবে।
ক্যামেরা
এই Realme c33 স্মার্টফোনটির মেইন আকর্ষণ হলো ফোনটির 50MP Primary ক্যামেরা। এছাড়াও রয়েছে 0.3MP ডেপথ সেন্সর। ফোনের ফ্রন্টে 5MP সেলফি ক্যামেরা রয়েছে। তবে অন্যান্য সব ফোনের মত এখানে
পোর্ট্রেইট ছবির Blur কিছুটা আনন্যাচারাল মনে হয়।
অপরদিকে সর্বোচ্চ 1080P রেজ্যুলেশনে ভিডিও রেকর্ড করা যাবে। সর্বোচ্চ 720P রেজ্যুলেশনে ফ্রন্ট ক্যামেরার সাহায্যে ভিডিও করা যাবে, আজকাল যেহেতু সব ফোনেই কমপক্ষে 1080P ভিডিও রেকর্ড ফিচার রয়েছে তাই সেই তুলনায় এটি একটি ডাউনসাইড ভিডিও রেকর্ডার। এই Realme c33 ফোনটির ফোটোগ্রাফি পারফরম্যান্স ভালো হলেও ভিডিওর দিক থেকে এই স্মার্টফোনটির ক্যামেরা বেশ পিছিয়ে থাকবে।
পাফরম্যান্স
Unishok Tiger T 612 প্রসেসর ব্যবহার করা হয়েছে এই Realme c33 ফোনটিতে। ইতিমধ্যে এই চিপসেটটি আমরা অন্যান্য Realme ফোন, যেমন – Realme Narzo 50a Prime, Realme c30 ইত্যাদি ফোনগুলিতে দেখেছি। এই চিপসেটটির পাফরম্যান্স অনেকটা মিডিয়াটেক এর হেলিও G85 এর মতো।
যদিও এই Realme c33 স্মার্টফোনটি একটি গেমিং ফোন নয়, তবুও কিছু কিছু গেমিং করা যাবে এই ফোনে। তবে এই ফোনটিতে 3GB RAM এবং 32GB storage থাকার কারণে ফোনটিতে মাল্টিটাস্কিং করা কিছুটা হলেও গোলমেলে হয়ে যাবে। এছাড়াও ফোনটির RAM কম হওয়ার কারণে কখনো কখনো ল্যাগ ও স্টার্টার এর সম্মুখীন হতে হবে, যদিও এটাই স্বাভাবিক। তাই এই স্মার্টফোনটি সাধারণ ইউজারদের পক্ষে বেশ ভালো হবে।
অ্যান্ড্রয়েড 12 ভিত্তিক Realme ইউআইএস ব্যবহার করা হয়েছে এই Realme c33 স্মার্টফোনটিতে। Realme এর তরফ থেকে জানানো হয়েছে যে এই স্মার্টফোনটিতে কমপক্ষে ৩ বছরের সিকিউরিটি আপডেট এবং ২ টি
অ্যান্ড্রয়েড ওএস আপডেট প্রদান করা হবে।
ব্যাটারি
5000 মিলিএম্প এর ব্যাটারি রয়েছে এই Realme c33 স্মার্টফোনটিতে। তবে ফোনের বক্সে ফার্স্ট চার্জার না থাকায় ফোনটি Full চার্জ হতে প্রায় ৩ ঘন্টার কাছাকাছি সময় লাগে যা বর্তমান সময় বিবেচনা করলে অনেকটাই বেশি। যেহেতু ফোনটির প্রসেসরটি বেশ পাওয়ার এফিসিয়েন্ট, তাই আপনারা যেকোনো ধরণের ব্যাবহারকারী ফোনের থেকে দেড় থেকে দুই দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন।
দাম
দেশের বাজারে এই Realme c33 স্মার্টফোনটি শুধুমাত্র 3GB RAM ও 32GB Internal স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। তবে Realme কোম্পানি চাইলে এই ফোনটি আরোও বেশি আকর্ষণীয় করার জন্য 4GB RAM ও 64GB Internal স্টোরেজ ভ্যারিয়েন্টে করতে পারতো। এই স্মার্টফোনটির দাম হলো 12,999 টাকা। বাজেট অনুযায়ী এই ফোনটি মাঝামাঝি আকর্ষণীয় বলা যেতে পারে। মূলত এই ফোনটি সাধারণ স্মার্টফোন ইউজারদের জন্য তৈরি করা হয়েছে।
আপনার জন্য আরো
1.Vivo X90 Pro+ স্মার্টফোনটি নিয়ে আসতে চলেছে 80W ফার্স্ট চার্জিং সহ একটি দুর্দান্ত ক্যামেরা
2.Realme এক্সচেঞ্জ অফার : রেয়ালমির 18,000 টাকার স্মার্টফোনটি পাওয়া যাচ্ছে মাত্র 849 টাকায়।
3.48MP রিয়ার ক্যামেরা বিশিষ্ট Samsung Galaxy A24 এর স্পেসিফিকেশন সম্পর্কে জেনে নিন
4.Realme 10 4G সিরিজ : লঞ্চের আগেই দেখা যাচ্ছে Realme 10 4G ডিভাইসটির লাইভ শট