5000mAh ব্যাটারি, Android 13 OS যুক্ত Oppo A78 4G স্মার্টফোনটি খুব শীঘ্রই লঞ্চ হতে চলেছে

Oppo A78 5G এর পরে কোম্পানি এখন Oppo A78 4G -কে লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে বলে এমনটাই শোনা যাচ্ছে। Oppo A78 4G স্মার্টফোনটির বেশ কিছু স্পেসিফিকেশন্স স্পট করা হয়েছে। যেটা থেকে জানা যাচ্ছে যে ফোনটি খুব শীঘ্রই মার্কেটে পেশ করা হবে। সম্প্রতি এই ডিভাইসটি IMDA সার্টিফিকেশন পেয়েছে। আসুন এই ফোনটির বিষয়ে আর কি কি তথ্য জানা গেছে সেই সম্পর্কে জেনে নেওয়া যাক।

Oppo A78 4G স্মার্টফোনটি কোম্পানির পরবর্তী ফোন হবে বলে জানা যাচ্ছে। এটি FCC এবং Bluetooth SIG তেও দেখা গেছে। তালিকা থেকে ফোনটির বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানা গেছে। TechOutlook এর মতে, ফোনের FCC এবং Bluetooth SIG সার্টিফিকেশন এর বৈশিষ্ট্যগুলি প্রকাশ করে ৷ যা অনুযায়ী, এতে Android 13 ভিত্তিক ColorOS 13.1 দেওয়া হবে। এর ডাইমেনশনও এখানে জানা যায়। এটি 158.76 মিমি লম্বা এবং 71.04 মিমি চওড়া। ফোনটিতে 4G, 3G, ডুয়াল ব্যান্ড ওয়াইফাই, Bluetooth এর মতো কানেক্টিভিটি বৈশিষ্ট্য রয়েছে।

Oppo A78 4G স্মার্টফোনটিতে 5,000mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে যেটা Oppo A78 5G ফোনটিতেও রয়েছে। এটি Bluetooth এর জন্য Bluetooth 5.0 ভার্সন সাপোর্ট সহ আসতে চলেছে। কিন্তু এই সমস্ত সার্টিফিকেশন থেকে জানা যাচ্ছে যে ফোনটি খুব তারাতারি গ্লোবাল লেবেলে লঞ্চ করা হবে। Oppo A78 5G -এর তুলনায় এই ফোনটির স্পেসিফিকেশন কিছু তফাত দেখা যেতে পারে। এটি 5G ভার্সনের তুলনায় সামান্য হালকা হতে পারে।

Oppo A78 5G স্পেসিফিকেশন্স

Oppo A78 5G -তে Android 13 ভিত্তিক ColorOS 13 অপারেটিং সিস্টেম দেওয়া হয়েছে। ডিভাইসটিতে 6.56 ইঞ্চির LCD দেখা যেতে পারে। এটি HD+ রেজোলিউশন সহ আসে যাতে 90Hz রিফ্রেশ রেট দেওয়া হয়েছে। চিপসেটের কথা বলতে গেলে এতে অক্টাকোর মিডিয়াটেক ডাইমেনসিটি 700 প্রসেসর দেওয়া হয়েছে। এটি 8 GB RAM এবং 128 GB স্টোরেজের সাথে যুক্ত করা হয়েছে। এক্সটেন্ডেড ফিচারের সাহায্যে RAM -কে 12 জিবি পর্যন্ত বাড়ানো যাবে। এটি একটি ডেডিকেটেড মাইক্রোএসডি কার্ড স্লট সহ আসে যার সাহায্যে স্টোরেজ 1TB পর্যন্ত বাড়ানো যাবে।

ফোনটিতে ডুয়াল রিয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। এর মেইন লেন্সটি 50 মেগাপিক্সেলের। এর সাথে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর দেওয়া হয়েছে।সেলফির জন্য এই স্মার্টফোনটিতে 8 মেগাপিক্সেল এর একটি ফ্রন্ট ক্যামেরা রয়েছে।এতে 5000 mAh ক্যাপাসিটির একটি বড় ব্যাটারি রয়েছে। যার সাথে কোম্পানি 33W ফাস্ট চার্জিং সাপোর্টও দিয়েছে। এছাড়াও এই স্মার্টফোনটিতে একটি ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে।

আপনার জন্য আরো

1.জুলাই মাসে নতুন ডিজাইন সহ ভারতে লঞ্চ হতে পারে Oppo -র Reno 10 সিরিজ

2.আসতে চলেছে Vivo V29 5G স্মার্টফোন 8GB RAM এবং Snapdragon প্রসেসরের সাথে

3.লঞ্চ হলো Realme C53 স্মার্টফোনটি 50MP ক্যামেরা, 5000mAh ব্যাটারির সাথে

4.ভারতে লঞ্চ হবে 108 মেগাপিক্সেল ক্যামেরা এবং JBL স্পিকার সহ Infinix Note 30 5G

Leave a Comment