আগের মাসেই Oppo তাদের নতুন স্মার্টফোন Oppo A1 5G এর নতুন এডিশন Oppo A1 Vitality Edition নামে লঞ্চ করেছে। এই ফোনটি দেখলে অনেকটা আগের বছর লঞ্চ হওয়া Oppo A58 5G স্মার্টফোনটির রি ব্র্যান্ডেড ভার্সন মনে হতে পারে। ফোনটি বেশ পাতলা মাত্র 7.99mm । আসুন ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারে জেনে নেয়া যাক।
Oppo A1 Vitality Edition Specification
এই স্মার্ট ফোনটিতে একটি 6.65 ইঞ্চির 90Hz এর রিফ্রেশরেট যুক্ত ডিসপ্লে দেওয়া হয়েছে। ডিসপ্লে রেজুলেশন 1612 x 720 পিক্সেল। পিক ব্রাইটনেস 480 নিটস। ফোনটিতে Dimensity 6020 প্রসেসর দেওয়া হয়েছে। প্রসেসরটি A76 আর্কিটেকচারের উপর বাড়ানো হয়েছে সঙ্গে GPU হিসাবে Mali-G57 ব্যবহার করা হয়েছে। এই স্মার্টফোনটিতে 12GB Ram দেয়া হয়েছে যা আপনি ভার্চুয়াল রামের সাহায্যে আরো 8 জিবি এক্সপেন্ড করতে পারবেন।
ক্যামেরার কথা বলতে গেলে ফোনটিতে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা দেয়া হয়েছে সঙ্গে একটি 2MP মেগাপিক্সেলের ডেপথ সেন্সর দেয়া হয়েছে। সেলফির জন্য একটি 8MP মেগাপিক্সেলের একটি ক্যামেরা দেয়া হয়েছে।
ফোনটিতে 5000mAh এর একটি বড় ব্যাটারি দেয়া হয়েছে যা চার্জ করবার জন্য একটি SuperVOOC 33W ফাস্ট চার্জার দেয়া হয়েছে। Oppo A1 Vitality Editionস্মার্টফোনটির ওজন মাত্র 188 গ্রাম। ধুলো এবং জলের থেকে প্রটেকশনের জন্য ফোনটিতে IP54 রেটিং দেওয়া হয়েছে।
Oppo A1 Vitality Edition Price
চীনে এই স্মার্টফোনটির দাম 1799 ইউয়ান অর্থাৎ ভারতীয় মুদ্রায় মোটামুটি 21 হাজার টাকা হতে পারে।
আপনার জন্য আরো
1.FCC সার্টিফিকেশনে দেখা গেলো OPPO Reno 10 5G স্মার্টফোনটি, জানুন বিস্তারিত
2. whatsapp নিয়ে আসলো নতুন ফিচার, কেউ দেখতে পারবে না আপনার পার্সোনাল মেসেজ, জানুন বিস্তারিত
3.Honda e:Ny1 সিঙ্গেল চার্জে চলবে 412 কিমি জানুন বিস্তারিত
4.Google AI বদলে দেবে আপনার ইন্টারনেট ব্রাউজিং অনুভূতি জানুন বিস্তারিত