Honda e:Ny1 সিঙ্গেল চার্জে চলবে 412 কিমি জানুন বিস্তারিত

Honda কোম্পানি তাদের ইলেকট্রিক সেগমেন্টের বিস্তার করতে Honda e:Ny1 ইলেকট্রিক SUV ইউরোপে লঞ্চ করেছে। e:Ny1 গাড়িটিতে কিছু আকর্ষণীয় ডিজাইন এবং ফিচার দেয়া হয়েছে। এই ইলেকট্রিক গাড়িটি একবার ফুল চার্জ করলে 412 কিলোমিটার পর্যন্ত যেতে পারে।e:Ny1 ইউরোপে Tesla এবং Kia এর মত কিছু গাড়ির তুলনায় আরামদায়ক সেবা প্রদান করবে। এখানে আমরা আপনাদের এই গাড়িটি সম্পর্কে বিস্তারে জানাবো।

Honda e:Ny1 এর পাওয়ার এবং স্পেসিফিকেশন

এই ইলেকট্রিক গাড়িটিতে 150kw সিঙ্গেল মটোরযুক্ত ফ্রন্ট উইল ড্রাইভ ইলেকট্রিক ড্রাইভটেন দেয়া হয়েছে। ব্যাটারির কথা বলতে গেলে গাড়িটিতে 68.8kwh ব্যাটারি দেওয়া হয়েছে। রেঞ্জের কথা আগেই বলেছি যে এটি 412কিমি অর্থাৎ 256 মাইল যেতে পারে একবার সিঙ্গেল চার্জে। গাড়িতে অত্যাধুনিক ডিসি চার্জার ব্যবহার করা হয়েছে যার জন্য মাত্র 45 মিনিটেই 70% চার্জ হবে।

গাড়ির ইন্টেরিয়ার এর কথা বলতে গেলে Honda e:Ny1 তে আরামদায়ক অনুভূতির সঙ্গে অনেকটা খোলামেলা জায়গা পাওয়া যায়। গাড়িটিতে একটি 15.1 ইঞ্চি ভার্টিক্যাল ওরিয়েন্টেড টাচ স্ক্রিন দেওয়া হয়েছে। ক্রুজ কন্ট্রোল এবং মিডিয়া বাটন স্টিয়ারিং উইলের উপর দেওয়া হয়েছে।

গাড়িটি ডিজাইনের জন্য একটি ছোট্ট হুড এবং একটি লম্বা রুফটপ দেয়া হয়েছে।

Honda e:Ny1 এর দাম

দামের কথা বলতে গেলে Honda e:Ny1 EV আনুমানিক দাম 38000 হাজার ডলার (অর্থাৎ ভারতীয় মুদ্রায় 31,23,809 টাকা) হতে পারে। উপলব্ধতার কথা বলতে গেলে গাড়িটি এই স্যারের শেষের দিকে ইউরোপে লঞ্চ হবে তবে গাড়িটির দাম সম্পর্কে কোন সঠিক তথ্য এখনো পাওয়া যায়নি।

আপনার জন্য আরো

1.Google I/O 2023: Google AI বদলে দেবে আপনার ইন্টারনেট ব্রাউজিং অনুভূতি জানুন বিস্তারিত

2.12GB RAM এবং 5,000mAh ব্যাটারি সহ ভারতে লঞ্চ হলো Poco F5 5G, জানুন দাম এবং স্পেসিফিকেশন্স

3.23rd মে লঞ্চ হতে পারে iQoo Neo 8 সিরিজ, এরই সাথে লিক হলো iQoo Pad এর ডিজাইন

4.VAIO TL10 অ্যান্ড্রয়েড ট্যাবলেট লঞ্চ হল 8GB RAM এবং 7000mAh বড় ব্যাটারি সহ জানুন বিস্তারিত

Leave a Comment