অনলাইন পেমেন্ট হবে না, Google Wallet নতুন সুবিধা চালু হলো

গুগল ওয়ালেট চালু হয়েছে শুধু অ্যান্ড্রয়েড ফোন ব্যাবহারকারীদের জন্য। এই অ্যাপটি প্লে স্টোরে চলে এসেছে। এই অ্যাপটি সেভ করা যাবে বিভিন্ন টিকিট, রিওয়ার্ডস। তবে এই অ্যাপটি গুগল পে-র মতো অনলাইন পেমেন্ট করা যাবে না। কোনো ব্যাঙ্কের কোনো কার্ড গুগল ওয়ালেট সেভ করা যাবে না। গুগল স্পষ্ট করে জানিয়ে দিয়েছে গুগল ওয়ালেট এর ব্যবহার।

গুগল ওয়ালেট কী

গুগল ওয়ালেটকে ডিজিটাল ওয়ালেট হিসাবে ব্যবহার করা যাবে। এই ওয়ালেটকে অ্যান্ড্রয়েড স্মার্টফোনগুলিতে চালানো যাবে। এই জন্য ফোনের অ্যান্ড্রয়েড ভার্সন 9 বা তার বেশি হতে হবে। আইফোনে এখনও অবধি এই ওয়ালেট চালু হয়নি। গুগল ওয়ালেট অ্যাপটি সেট করা বেশ সহজ। গুগল অ্যাকাউন্ট দিয়ে এই অ্যাপটিতে সাইন আপ করা যাবে।

এই অ্যাপটি থেকে ফ্লাইটের টিকিট, সিনেমার টিকিট, ভাউচার ইত্যাদি এগুলো সেভ করা যাবে। গুগল এই অ্যাপটির জন্য ভারতে 20টি সংস্থার সঙ্গে চুক্তি করেছে। চুক্তি করা সংস্থা গুলির টিকিট, ভাউচার এখানে নিরাপদ ভাবে সেভ করে রাখা যাবে। গুগল ওয়ালেট এয়ার ইন্ডিয়া, ফ্লিপকার্ট, পিভিআর আইনক্স, ডমিনোস-সহ 20টি সংস্থার সাথে চুক্তি করেছে।

গুগল ওয়ালেটের সুবিধা

গুগল ওয়ালেটে সংরক্ষণ করে রাখা যায় ফ্লাইটের বোর্ডিং পাস থেকে শুরু করে নানা রিওয়ার্ডস, মেকমাইট্রিপ, আইকিয়া, ম্যাকডোনাল্ড, ক্রোমার লয়ালটি প্রোগামগুলি থেকে পাওয়া রিওয়ার্ডস গুলিকে। আরো অনেক কিছু সেভ করে রাখা যায় যেমন তাজ, আইটিসি, লেন্সকার্টের গিফট কার্ডও।পাবলিক ট্রান্সপোর্ট আপনি যদি খুব বেশি ব্যবহার করে থাকেন তাহলে সেই তথ্যও সেভ করে রাখা যাবে এই ওয়ালেটে। এই অ্যাপটিতে বর্তমানে শুধু কোচি মেট্রো কে তালিকায় রাখা হয়েছে।

গুগল ওয়ালেট পাস

পাসের ফটো স্ক্যান অথবা কিউআর কোড স্ক্যান করে যোগ করা যাবে গুগল ওয়ালেট পাস। এই গুগল ওয়ালেটে সেভ করা যায় বিএমডাব্লিউ গাড়ির চাবিও। ফিজিক্যাল কার্ড যদি আপনার কাছে থাকে তাহলে সেটি গুগল ওয়ালেটে সেভ করতে পারবেন পাস হিসাবে।

কার্ড নম্বর ও পিন দিয়ে যোগ করা যাবে গিফট কার্ড বা ভাউচার। এরপর এই কার্ডের ব্যালেন্স দেখা যাবে গুগল ওয়ালেট অ্যাপে। কার্ডের মেয়াদ শেষ হলেই ভাউচারগুলি অটোমেটিক চলে যাবে।

গুগল পে ও গুগল ওয়ালেটের মধ্যে পার্থক্য

গুগল পে ও গুগল ওয়ালেট দুটোই চালাতে পারবেন গুগল এমনটায় জানিয়েছেন। পেমেন্ট, মোবাইল রিচার্জ, বিল পেমেন্ট ইত্যাদি এই সব কাজ গুলি গুগল পে-এর মাধ্যমে করা যায়। কিন্তু গুগল ওয়ালেটের মাধ্যমে এই সব কাজ গুলো করা যাবে না। এই গুগল ওয়ালেট অ্যাপে শুধুমাত্র সেভ করতে পারবেন ফিজিক্যাল কার্ডস ডিজিটাল ভাবে এবং অ্যাড করতে পারবেন বিভিন্ন ভাউচার, রিওয়ার্ডস ও গিফট কার্ড।

আপনাদের জন্য আরো

1.YouTube ইন্টারনেট ছাড়াই দেখা যায় জানেন কি? জেনে রাখুন টাকা বাঁচবে

2.WhatsApp স্ট্যাটাসে লং ভিডিও শেয়ার করতে পারবেন, জেনে নিন কবে পাবেন ফিচার

3.Facebook এ ডিলিট করা পোস্ট কি ফিরিয়ে আনা সম্ভব ?

4.WhatsApp এ পাঠানো যাবে হাই কোয়ালিটি Video খুব শীঘ্রই আসতে চলেছে নতুন ফিচার

Leave a Comment