টুইটার কর্তৃপক্ষ আগেই ঘোষণা করেছিল যে তাদের অফিসিয়াল লেভেল খুব শীঘ্রই চালু হতে চলেছে। এবার টুইটারে সেই অফিসিয়াল ব্যাজ চালু হয়ে গেল। একটি টিক চিহ্ন সেখানে রয়েছে। বিভিন্ন মিডিয়া ও খবর সংক্রান্ত যে সমস্ত বড় বড় অ্যাকাউন্ট রয়েছে এবং যে সমস্ত বড় বড় ব্যক্তিত্ব টুইটার একাউন্ট ব্যবহার করেন তাদের এই টিক মার্কযুক্ত ব্যাচ যুক্ত হয়েছে। একইসঙ্গে আগে যে ব্লু টিক ব্যাগ ছিল সেটিও থাকছে। এই ব্লুটি সাহায্যে আপনি বুঝতে পারবেন যে একাউন্টটি ভেরিফাইড কিনা।
এই ব্লু টিক টুইটারে বেশ জনপ্রিয়তা লাভ করেছে। টুইটার কর্তৃপক্ষ জানিয়েছেন এই ব্লু টিক কেনা যাবে মাসিক 8 ডলারের বিনিময়ে। আপনিও চাইলে এই ব্লু টিক কিনতে পারেন। একাউন্টের সত্যতা নিয়ে অনেকের মনেই প্রশ্ন উঠেছে এই নতুন ফিচারটি আসার পরে। এতদিন এই ব্লু টিক ফ্রিতে পাওয়া যেত কিন্তু সকলে তা পেতেন না। কিন্তু বর্তমানে সকলেই এই ব্লু টিক টাকা দিয়ে কিনতে পারবেন। একাউন্টের সত্যতা নিয়ে অনেকেই এই বিষয়ে প্রশ্ন করলেও ব্লু টিক কেনার সময় অবশ্যই তাদের অ্যাকাউন্টগুলিকে ভেরিফাই করা হবে বলে মনে হয়।
শোনা যাচ্ছে নভেম্বর মাসের শেষের দিকে সকলেই এই ব্লু টিক কিনতে পারবেন। তবে নিশ্চিতভাবে জানা যায়নি এই ব্লু টিক কিনতে দেশে ঠিক কত টাকা করে লাগবে। অন্যান্য দেশেও ধীরে ধীরে এই ফিচারটি চালু হবে। কিন্তু অফিশিয়াল যে লেবেলটি রয়েছে সেটি টাকা দিয়ে কেনা যাবে না। ইলন মাস্ক আনুষ্ঠানিকভাবে ২৯ অক্টোবর টুইটারের দায়িত্ব নেন।
তারপর থেকেই বিভিন্ন পরিবর্তন দেখাতে যাচ্ছে টুইটার প্লাটফর্মে। দায়িত্ব নেওয়ার পরই একাধিক কর্মী ছাঁটাই করা হয়েছে। বাদ পড়েনি উচ্চপদস্থ কর্মচারীরাও । টুইটারের পুরাতন CEO পরাগ আগরওয়াল কে সরিয়ে নতুন CEO হলেন ইলন মাস্ক। এছাড়াও টুইটারের বোর্ড অফ দিরেক্টর দের সরিয়ে দিয়েছেন ইলন। শুধু তাই নয় আগামী দিন আরও বিভিন্ন পরিবর্তন আসতে চলেছে টুইটারে। শুধুমাত্র টুইটার নয় মেটার প্লাটফর্ম থেকে ও ছাটাই করা হয়েছে একাধিক কর্মী। প্রায় ১৩ শতাংশ কমিয়ে দেয়া হয়েছে সদস্যদের।
আপনার জন্য আরো
1.কিভাবে ফেসবুক থেকে ফটো এবং ভিডিও ব্যাকআপ নেওয়া যায় তা জেনে নিন
2.ফেসবুকে টু স্টেপ ভেরিফিকেশন চালু করার নিয়ম
3.Instagram এ একাধিক ফটো কিভাবে একসঙ্গে একটি লেআউটের মধ্যে পোস্ট করবেন ?