যুবশ্রী প্রকল্পের নতুন আপডেট 2024

যারা যারা যুবশ্রী প্রকল্পে আবেদন করেছেন এবং প্রতি মাসে1500 টাকা পাচ্ছেন তাদের জন্য একটি বিশেষ আপডেট রয়েছে। আপডেটে কি রয়েছে বিশেষ জানতে অবশ্যই আমাদের পোস্টটি সম্পূর্ন পড়ুন।

আপনারা যারা যারা ভাতা পান তারা অবশ্যই জানেন যে প্রতিবছর দুবার করে ANNEXURE-III জমা করতে হয় না হলে ভাতা রবন্ধ হয়ে যাবে। সেই ANNEXURE-III ফর্ম জমা করবার তারিখ প্রকাশিত হয়েছে। আগামী 15/01/2024 থেকে 04/02/2024 তারিখের মধ্যে অবশ্যই ANNEXURE-III ফর্মটি অনলাইনে জমা করতে হবে। ফর্ম জমা দেয়ার লিঙ্ক এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক এর ওয়েবসাইট employmentbankwb.gov.in এ পাওয়া যাবে।

যুবশ্রী প্রকল্পে ANNEXURE-III ফর্ম অনলাইন জমা করবার পদ্ধতি

1. প্রথমে যে কোন একটি ব্রাউজার ওপেন করবেন এবং সেখানে টাইপ করবেন employmentbankweb.gov.in

2. তারপর আপনার সামনে একটি পেজ খুলে যাবে সেখানে SUBMIT ANNEXURE-III ফর্ম নামে একটি ট্যাব দেখতে পাবে তাতে ক্লিক করুন।

3. এরপর আপনার সামনে একটি নতুন পেজ খুলে যাবে সেখানে আপনার User I’d,পাসওয়ার্ড এবং Security Code টাইপ করুন তারপর সাবমিট বাটনটিতে ক্লিক করুন।

4. তারপর আপনার সামনে একটি পেজ খুলে যাবে সেখানে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার এবং সিকিউরিটি কোড টাইপ করে Submit বাটনটিতে ক্লিক করতে হবে।

5. এরপর দেখবেন আপনার নাম এবং শো করবে এবং ফর্ম কি আপনার সামনে খুলে যাবে।

6. তারপর SKILL DEVELOPMENT/TRAINING অপশনটি সিলেক্ট করুন এবং Submit Choice বোতামটিতে ক্লিক করুন।

7. এরপর ANNEXURE-III  মূল ফর্মটি আপনার সামনে চলে আসবে সেখানে আপনার আইডি শো করবে আপনার নামও দেখাবে।

8. তার নিচেই দেখবেন একটি Declaration রয়েছে সেখানে একটি চেকবক্স থাকবে তাতে ক্লিক করতে হবে।

9. তারপর আপনি যে কোর্স বা ট্রেনিং দিচ্ছেন তার ডিটেলস ট্রেনিং ইনস্টিটিউটের নাম জইনিং ডেট শেষ হওয়ার তারিখ সমস্ত কিছু ডিটেলস লিখতে হবে।

10. এরপর আপনার আধার নম্বরটি লিখতে হবে তারপর দুটি চেকবক্স থাকবে সে দুটিতে টিক দিতে হবে এবং Submit ANNEXURE-III বোতাম টিতে ক্লিক করতে হবে।তাহলে আপনার অ্যাপ্লিকেশন টি সাবমিট হয়ে যাবে।

আপনার জন্য আরো

1.পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য কৃষক বন্ধু প্রকল্প

2.অনলাইনে ECI ভোটার সার্ভিস পোর্টালে কিভাবে রেজিস্ট্রেশন ও লগইন করবেন ?

3.অনলাইনে কিভাবে বাংলারভূমি পোর্টালের পাসওয়ার্ড রিসেট করবেন ?

4.অনলাইনে ECI ভোটার সার্ভিস পোর্টালে কিভাবে পাসওয়ার্ড রিসেট করবেন ?

Leave a Comment