একজন সফল ইউটিউবার  হতে যে ভুলগুলো এড়িয়ে চলা উচিত

বর্তমানে youtube যে কতটা সফল সে বিষয়ে কারো সন্দেহ আছে বলে আমার মনে হয় না। প্রায় প্রতি মাসে ২ বিলিয়নের মতো ভিজিটর youtube এ ভিডিও দেখেন। আপনি যদি একজন সফল youtuber  হতে চান এবং youtube থেকে অর্থ উপার্জন করতে চান তাহলে এই অগুনতি ভিডিওর মধ্যে জায়গা করে নেওয়া একজন নতুন youtuber এর কাছে একটু কঠিন কিন্তু অসম্ভব নয়। আপনি যদি একজন সফল youtuber হতে চান তাহলে এই পোস্টটি খুব মনোযোগ সহকারে পড়বেন, এই পোস্টে আপনি জানতে পারবেন ইউটিউবিং  এর গুরুত্বপূর্ণ কিছু টিপস যা আপনার ভিডিওতে বেশি ভিউ আনতে ও আপনার আয় বাড়াতে সহায়তা করবে।

যা তা ভিডিও আপলোড করা

অনেকে মনে করে Youtube এ যা ইচ্ছা আপলোড করলেই হলো যত বেশি ভিডিও তত বেশি ভিউ পাওয়া যাবে,বিষয়টি মোটেও সত্য নয়। আপনার চ্যানেল এ উল্টো পাল্টা ভিডিও আপলোড  করলে আপনি কোনোদিন সফল হতে পারবেন না। উল্টে আপনার চ্যানেল ডিলেট হওয়ার সম্ভবনা রয়েছে । সর্ব প্রথম  আপনাকে একটি নির্দিষ্ট বিষয় ঠিক করতে হবে যা আপনার চ্যানেল এর পক্ষে উপযোগী।  অর্থাৎ একটি নির্দিষ্ট ক্যাটাগরির ভিডিও বানাতে হবে। আপনি যদি আজ কমেডি ভিডিও আপলোড করছেন আর কালকে গেমিং ভিডিও আপলোড করছেন তাহলে আপনার চ্যানেল আর উন্নতি হওয়া কঠিন। কারণ এই দুই ধরণের ভিডিওর ভিউয়ার দুই রকম, তাই মনে করবেন না যে ডবল ভিউয়ার আসবে উল্টে ভিউয়ার কনফিউস  হয়ে আনসাবস্ক্রাইব করতে পারে আপনার চ্যানেলটি। তাই সর্বদা একটি নির্দিষ্ট টপিক এ ভিডিও বানান যা আপনার সাবস্ক্রাইবার বাড়াতে সহায়তা করবে।  আপনি আপনার চ্যানেল এর কমেন্ট এর উত্তর দিয়ে আপনার ভিউযারদের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারে। এবং তাদের পছন্দের ভিডিও বানাতে পারেন এতে আপনার চ্যানেল খুব তাড়াতাড়ি ভাইরাল হতে পারবে।

নিয়মিত ভিডিও আপলোড না করা

যে কোনো কাজে সফল হতে নিজের লক্ষ্যস্থির রাখা ও নিয়মিত সেই কাজ করা একান্ত প্রয়োজন। আপনি যদি একটি সফল youtuber  হতে চান তাহলে আপনাকে নিয়মিত আপনার দর্শককে নিত্য নতুন ভিডিও উপহার দিতে হবে যেগুলো তাদের কোনো না কোনো ভাবে সহায়তা করবে। তাই আপনার দর্শক এর উপযোগী কোয়ালিটি কনটেন্ট বানানো আপনার দায়িত্ব। নিয়মিত ভাবে Youtube এ ভিডিও আপলোড করলে খুব তাড়াতাড়ি আপনি সফলতা অর্জন করতে পারবেন। একটি ভিডিও আপলোড করে একমাস কোনো ভিডিও আপলোড করলেন না আবার একদিনে ১০ টা ভিডিও আপলোড করলেন এমন করলে কোনো লাভ নেই। আপনাকে নিয়মিত দিনে ১ টি অথবা পারলে ২ টি ভিডিও পোস্ট করার চেষ্টা করতে হবে। আপনার ভিউয়াররা আপনার ভিডিওর জন্য অপেক্ষা করে থাকে তাই নিয়মিত ভিডিও পোস্ট করে দর্শকদের সঙ্গে এনগেজমেন্ট বানিয়ে রাখা খুবই জরুরি।

 অডিও কোয়ালিটির উপর লক্ষ্য না রাখা

আপনার কথা যাতে আপনার ভিউয়ারদের বুঝতে কোনো অসুবিধা না হয় তার জন্য আপনাকে খেয়াল  রাখতে হবে।  কিন্তু বেশিরভাগ নতুন youtuber এই বিষয়ে গুরুত্ব দেন না। কথাই আছে “Sound is Half the Experience” তাই ভিডিওর পাশাপাশি অডিও যাতে স্পষ্ট হয় সেই বিষয়ে নজর রাখা একান্ত প্রয়োজন। 

কম পরিমান ভিডিও আপলোড করা

বেশিরভাগ নতুন youtuber ৫- ১০ টা ভিডিও আপলোড করে ভাবেন যে তাদের চ্যানেল এ লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার হয়ে যাবে। কিন্তু আসলে প্রথম দিকে সাবস্ক্রাইবার হতে একটু টাইম লাগে এবং ভিডিও তে ভিউ একটু কম আসে এতে নতুন youtuber রা সহজেই ডিমোটিভেট   হয়ে যায়।

তাই ধৈয্য ধরে ভিডিও আপলোড করতে হবে যাতে আপনার ভিয়াররা  পর্যাপ্ত ভিডিও দেখতে পারে। যদি আপনার চ্যানেলে পর্যাপ্ত ভিডিও না থাকে তাহলে আপনার দর্শক স্বাভাবিক ভাবেই হতাশ হতে পারে। তাই প্রতিনিয়ত ভিডিও আপলোড করা খুবই জরুরি যাতে আপনার সাবস্ক্রাইবারদের কনটেন্ট এর কোনো অভাব না হয়। 

সোশ্যাল মিডিয়াতে শেয়ার

নতুন youtuber দের প্রথম দিকে বেশি ভিউ আসে না তাই তাদের উচিত বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ভিডিও গুলো শেয়ার করা যাতে করে আপনার উপস্থিতি সকলে জানতে পারে। আপনি ফেসবুক পেজ ,ইনস্টাগ্রাম এমনকি আপনার ওয়েবসাইট এ youtebe ভিডিও গুলোর লিংক শেয়ার করতে পারেন। এতে আপনি আপনার ভিডিও তে বেশকিছু ভিউ আনতে পারবেন যে আপনাকে আরো ভিডিও বানাতে মোটিভেট করবে। তাই Youtube  এর সাথে সাথে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে আপনি নিজের উপস্থিতি বজায় রাখুন ও আপনার কনটেন্ট শেয়ার করতে থাকুন।

ভিউয়ারদের লাইক,কমেন্ট ও শেয়ার করতে না বলা

আপনার  ভিডিওতে  আপনি আপনার ভিউয়ারদের লাইক,কমেন্ট ও সাবস্ক্রাইব করতে বলতে পারেন। আপনার ভিডিওটি যত লাইক হবে তত ভাইরাল হবে তাই দর্শকদের লাইক করতে বলুন এবং একই সঙ্গে শেয়ার করতে বলুন যাতে ভিডিও তে বেশি ভিউ আসে। একই ভাবে ভিডিও কেমন লাগলো অথবা তাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি তাদের কমেন্ট করতে বলতে পারেন। কমেন্টের উত্তর দিয়ে তাদের সঙ্গে এনগেজমেন্ট বাড়াতে পারেন।

স্প্যাম ভিউ এবং সাব ফর সাব না করা

নতুন চ্যানেল খোলার পর যখন আশানুরূপ ভিউ এবং সাবস্ক্রাইব হয় না তখনি অন্য চ্যানেল এর সাথে সাবস্ক্রাইব বিনিময়,লাইক এর বিনিময় ,কমেন্ট বিনিময়, ভিউ বিনিময় করে এছাড়া নিজের ভিডিওতে  বেশি ভিউ আনার জন্য নিজেই বার বার দেখা। এই ধরণের ভুল আপনার চ্যানেল এর জন্য খুবই ক্ষতিকারক। এই সব কাজ আপনাকে সফল না করলেও আপনার Youtube চ্যানেল টি বন্ধ করে দিতে পারে। তাই ইউনিক , প্রয়োজনীয়,কোয়ালিটি ভিডিও বানিয়ে উপলোড করুন দেরিতে হলেও সফল হবেন অবশ্যই।

অন্যের ভিডিও কপি করা

আপনি যদি অন্য কারো ভিডিও কপি করেন বা ডাউনলোড করে নিজের চ্যানেল এ আপলোড করেন তাহলে আপনি কপিরাইট স্ট্রাইক পাবেন যে আপনার চ্যানেলের মনিটাইজেশন বন্ধ করতে পারে। তাই অন্য কারো ভিডিও কপি না করে নিজের উনিক ভিডিও বানান যাতে আপনার চ্যানেল কোনো কপিরাইট স্ট্রাইক এর সম্মুখীন না হতে হয়। 

আপনার জন্য আরো

1.জিমেল এর পাসওয়ার্ড কিভাবে চেঞ্জ করবেন?

2.আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বর UAN অ্যাকাউন্টে কীভাবে পরিবর্তন করবেন ?

3.আধার কার্ড অনলাইনে কীভাবে ডাউনলোড করবেন ?

4.আপনার কন্টাক্ট নাম্বার গুলি একটি জিমেইল একাউন্ট থেকে অন্য জিমেইল একাউন্টে কিভাবে ট্রান্সফার করবেন?

Leave a Comment