ব্ল্যাক ফ্রাইডে সেল কবে থেকে শুরু হচ্ছে এবং এই সেলে কি কি অফার থাকছে আসুন দেখে নেওয়া যাক

আজ থেকেই শুরু হতে চলেছে স্যামসাংয়ের ব্ল্যাক ফ্রাইডে সেল। এই সেল ২৮ শে নভেম্বর পর্যন্ত চলবে।
স্যামসাংয়ের বিভিন্ন প্রোডাক্টের উপর এই চারদিন থাকছে আকর্ষণীয় অফার। Samsung এর galaxy
s22, galaxy জেড ফোল্ড ৮ এবং জেড ফ্লিপ ৮ স্মার্ট ফোন গুলির উপরেও থাকছে দুর্দান্ত অফার।
এছাড়াও স্মার্ট টিভি ,মোবাইল ফোন এবং এক্সেসরিজ এর উপর থাকছে নো কস্ট EMI এর সুবিধা।
তাছাড়াও থাকছে এক্সচেঞ্জ অফার। এছাড়াও বিভিন্ন ব্যাংকের ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডে থাকছে
আরো অতিরিক্ত ডিসকাউন্ট।

আইফোন ১৪ ভারতে লঞ্চ হয়েছিল ৭৯ হাজার ৯০০ টাকায় সেই ফোন এখন পাওয়া যাচ্ছে মাত্র ৫৭১০০
টাকায়। এ ভর্তি আপনি আমাজন থেকে পাবেন iphone14 ১২৮ জিবি স্টোরেজের যে মডেলটি রয়েছে তার
বর্তমানে আমাজনে ৭৮ হাজার ৪০০ টাকায় পাবেন। আপনাদের যদি এইচডিএফসি ব্যাংকের ক্রেডিট বা
ডেবিট কার্ড থাকে তাহলে আপনারা অতিরিক্ত ৫০০০ টাকা ছাড় পাবেন এই স্মার্টফোনটি কিনলে আমাজন
থেকে কিনলে। এছাড়াও রয়েছে এক্সচেঞ্জ এর অফার আপনি সর্বোচ্চ ১৬ হাজার ৩০০ টাকা পর্যন্ত ছাড়
পেতে পারেন। এই সমস্ত অফার গুলো এপ্লাই করে আপনার ফোনটির দাম পড়বে ৫৭,১০০ টাকা।

২০২২ এর মার্চ মাসে ওয়ান প্লাস টেন প্রো স্মার্টফোনটি লঞ্চ হয়েছিল। যা বর্তমানে প্রায় ৫০০০ টাকা
কমেছে। স্মার্টফোনটির ৮ জিবি রেম এবং ১২৮ জিবি স্টোরেজ ভেরিয়েন্ট এর দাম ৬১ হাজার ৯৯৯ টাকা
এবং ১২ জিবি রেম এবং ২৫৬ জিবি স্টোরেজ মডেলটির দাম 66 হাজার 999 টাকা। এই ফোনটি আপনি
আমাজন, ফ্লিপকার্ট সহ ওয়ানপ্লাসের অনলাইন স্টোর থেকে কিনতে পারবেন।

রিয়েলমি ১০ ফোরজি স্মার্টফোনটি খুব তাড়াতাড়ি ভারতে লঞ্চে চলেছে। যদিও নির্দিষ্ট তারিখ এখনো
জানা যায়নি। ফোরজি এই স্মার্টফোনটি ভারতের লঞ্চেতে আর খুব বেশি দেরি নেই। শোনা যাচ্ছে যে এই
স্মার্টফোনটির দাম খুব বেশি হবে না মিড রেঞ্জ এর মধ্যেই থাকবে।

আপনার জন্য আরো

1.মাত্র 60 হাজার টাকার মধ্যে পাওয়া যাচ্ছে iPhone 14 স্মার্টফোনটি

2.Whatsapp ওয়েবে আসতে চলেছে ‘স্ক্রিন লক’ ফিচার যা ইউজারদের নিরাপত্তার জন্য সাহায্য করবে।

3.খুব শীঘ্রই ভারতে লঞ্চ হতে চলেছে Realme 10 4G তারাতারি জেনে নিন ফোনটির দাম ও ফিচার্স।

4.হোয়াটসঅ্যাপের নতুন ফিচার WhatsApp পোল তৈরি করার পদ্ধতি

Leave a Comment