বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্যামেরা ব্র্যান্ড লাইকা বিশ্বের সবচেয়ে বড় ক্যামেরা সেন্সর যুক্ত স্মার্টফোনটি বাজারে নিয়ে এলো। এখানে কথা বলা হচ্ছে লেইজ ফোন টু সম্পর্কে যা লাইকা লেইজ 1 কোনটির সাকসেসর হিসাবে লঞ্চ করা হয়েছে। এই স্মার্টফোনটির বিশেষ আকর্ষণ হল এর 47.2 মেগাপিক্সেলের এক ইঞ্চি ই এজ সেন্সর জাতে f/1.9 এপারচারের লেন্স রয়েছে। তো আসুন দেখে নেয়া যাক এই ফোনটির ক্যামেরা পারফরম্যান্স কেমন এটি কি আদৌ google অথবা অ্যাপেলের যে ক্যামেরা গুলি রয়েছে সেগুলোর সাথে প্রতিযোগিতায় টিকতে পারবে
লাইকা কোম্পানির প্রথম জেনারেশনের লেইজ ফোন ওয়ান জাপানের বাজারে প্রথম লঞ্চ হয়েছিল শার্প ও সফটব্যাংক এর পার্টনারশিপে । লেইজ ওয়ান ফোনটি শার্প একুয়াস R6 এর উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল। নতুন ফোনটি তৈরি হয়েছে R7 উপর ভিত্তি করে।
নতুন ফোনটিতে লাইকা ব্র্যান্ডিং কোথাও দেখতে পাওয়া যাচ্ছে না পরিবর্তে দেখতে পাওয়া যাচ্ছে Leitz এর ব্র্যান্ডিং। এই ফোনটির মেইল আকর্ষণ হল এই ফোনটির ক্যামেরা। ফোনটিতে ব্যাকে ক্যামেরা মডিউলটিকে রক্ষা করবার জন্য ফোনটির বক্সে দেয়া হয়েছে অ্যালুমিনিয়ামের লেন্স ক্যাপ।
ফোনটি রিয়ার ক্যামেরা সেটাপে থাকছে 47.2 মেগাপিক্সেলের মেন ক্যামেরা সেন্সর এবং সঙ্গে থাকছে একটি 1.9 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। এছাড়া ফোনের সামনে থাকছে একটি ১২.৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই স্মার্টফোনটিতে একটি ফিচার রয়েছে Leitz looks যা ফোনটিকে লাইকার এম সিরিজের লেন্সের মতো দেখতে। লাইকার এম সিরিজে বিভিন্ন ধরনের লেন্স রয়েছে যেমন ১৬mm ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, ৫০mm লেন্স, 135 mm টেলিফটো লেন্স। লেন্স গুলি একুরেট হওয়ার জন্য প্রফেশনাল ফটোগ্রাফাররা এই লেন্স গুলি সাথে বেশ পরিচিত।
ফোনটিতে অ্যাডভান্স কুইক সেটিং অপশন রয়েছে লাইকা কামেরা চালু করার জন্য। এছাড়াও ব্যবহারকারীগণ বিভিন্ন ধরনের ফিল্টার,সাউন্ড ব্যবহার করতে পারবে। কোনটিতে থাকছে এন্ড্রয়েড টুয়েলভ অপারেটিং সিস্টেম। এছাড়া থাকছে একটি স্পেশাল উইজেট যার সাহায্যে ফটোগ্রাফারদের তোলা স্পেশাল ফটোগুলিকে দেখানো যাবে।
এই ফোনটিতে থাকছে স্ন্যাপ ড্রাগন 8 জেন 1 প্রসেসর। এই ফোনে থাকছে ৫১২ জিবি স্টোরেজ এবং ১২ জিবি রেম। এছাড়া আপনি পাবেন একটি ডেডিকেটেড মেমোরি কার্ড স্লট যার সাহায্যে আপনি storage পর্যন্ত বাড়াতে পারবেন। লেইজ ফোন টু এ ব্যবহার করা একটি ওলেড প্যানেল যার রেজুলেশন 2730X1260 পিক্সেল। ডিসপ্লের রিফ্রেসেট ২৪০ হার্জ এবং পিক ব্রাইটনেস ২০০০ নিটস। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এবং ডলি ভিশন ।
ফোনটিতে আইপি ৬৮ রেটিং থাকছে ফোনটিতে জলের ছিটা অথবা বৃষ্টিতে ভিজে গেলেও কোনরকম সমস্যা হবে না। ফোনটিতে একটি ৫০০০ মিলিঃ আম্পিয়ারের ব্যাটারি থাকছে এবং ওয়্যারলেস চার্জিং এরও ব্যবস্থা থাকছে।
ফোনটির দাম ২২৫,৩৬০ জাপানি ইয়েন যা আমাদের টাকায় কনভার্ট করলে দাঁড়ায় প্রায় ১ লক্ষ ৬০ হাজার টাকা। শুধুমাত্র সাদা রংই পাওয়া যাবে এই ফোনটি এছাড়া অন্য কোন রঙে মার্কেটে এভেলেবেল নেই।
এই ফোনটি তৈরি করা হয়েছে ক্যামেরার জন্যই । যাদের কাছে ক্যামেরাই সব তারা এই ফোনটি ব্যবহার করতে পারেন। এই স্মার্টফোনটি বানানো হয়েছে প্রফেশনাল ফটোগ্রাফারদের কথা মাথায় রেখে। আপনি যদি প্রফেশনাল লেভেল এর কোন ফটোগ্রাফার হন অথবা ফটোগ্রাফি করতে চান তাহলে আপনি এই ফোনটি কেনার কথা ভাবতে পারেন।
আপনার জন্য আরো
1.অতি কম মূল্যে দুর্দান্ত ব্যাটারির সাথে চলে এলো Realme c33
2.Vivo X90 Pro+ স্মার্টফোনটি নিয়ে আসতে চলেছে 80W ফার্স্ট চার্জিং সহ একটি দুর্দান্ত ক্যামেরা
3.রেয়ালমির 18,000 টাকার স্মার্টফোনটি পাওয়া যাচ্ছে মাত্র 849 টাকায়