আপনি কি প্রতিনিয়ত ফেসবুক আইডি ডিজেবলের শিকার হচ্ছেন ? ফেসবুক আইডি ডিজেবল হওয়া থেকে মুক্তি পাওয়ার কিছু ট্রিক সম্পর্কে জেনে নিন।|Learn some tricks to get rid of Facebook ID being disabled in Bengali 2022

ইদানিং আমরা সবাই একটা চূড়ান্ত সমস্যার সম্মুখীন হচ্ছি আর সেই সমস্যাটি হলো ৩ / ৭ / ৩০ দিনের জন্য ফেসবুক আইডি ডিজেবল হয়ে যাচ্ছে। এখন প্রশ্ন একটাই যে কি কারণে ফেসবুক আইডি গুলো ডিজেবল হয়ে যাচ্ছে ?

আমরা সবাই জানি যে সারা পৃথিবীর কোটি কোটি মানুষ ফেসবুক ব্যবহার করে। তাই কখন কোন আইডি থেকে ফেসবুকে কেমন পোস্ট করা হচ্ছে, কোথায় কি কমেন্ট করা হচ্ছে এটা কোনো মানুষ দ্বারা ফেসবুক কোম্পানির পর্যবেক্ষণ করা সম্ভব নয়। কারণ প্রত্যেকদিন কোটি কোটি ফেসবুক আইডির পোস্ট লক্ষ লক্ষ মানুষ নিয়োগ করেও ফেসবুক কোম্পানি নজর রাখতে পারবে না। তাই এই সবের মধ্যে খারাপ কমেন্ট অথবা খারাপ পোস্ট যাচাই করার জন্য একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট বট ব্যবহার করে থাকে। এবং আমরা যে সমস্ত খারাপ, হুমকি মূলক, ঝুকিপূর্ণ, উস্কানিমূলক ওয়ার্ডগুলো ব্যাবহার করে থাকি সেগুলো বটের সফটওয়্যার এ কী-ওয়ার্ড আকারে সাজানো থাকে। আর ফেসবুকের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট বট যখন সব পোস্ট স্ক্যান করার সময় যেসব পোস্টে তার কী-ওয়ার্ডের রেকর্ডেড ওয়ার্ডগুলো খুঁজে পায় তখন যিনি ওই পোস্টটি করেছেন তাকে রেস্ট্রিকটেড করে দেয় কিংবা তার ফেসবুক আইডিটি ডিজেবল করে দেয়।

এই সব সমস্যা থেকে কিভাবে নিজেকে বাঁচাবেন তা জেনে নিন ?

১। যখন আপনি একটি ফেসবুক আইডি ক্রিয়েট করবেন তখন অফিসিয়াল ডকুমেন্টস হিসেবে নিজের জন্ম তারিখ, পাসপোর্ট, এনআইডিকার্ড, ড্রাইভিং লাইসেন্স এ থাকা তথ্যগুলো দিয়ে আইডিটি ক্রিয়েট করুন। কারণ যদি কখনো আপনার ফেসবুক আইডিটি ডিজেবল হয়ে যায় তাহলে খুব সহজেই আপনি তা রিকভার করতে পারবেন।

২। অজানা কোনো ব্যাক্তির পোস্টে কোনোরকম উস্কানিমূলক বা খারাপ কমেন্ট করবেন না। এমনকি কাউকে মজা করেও কোনোরকম কাজে কথা বলবেন না, কারণ ফেসবুকের অ্যালগরিদম কোনো মজা / ফাজলামো বোঝে না।

৩। সবসময় কোনো ভালো পোস্টে লাইক অথবা রিয়েক্ট করবেন। কোনো বাজে বা নোংরা পোস্টে রিয়েক্ট বা লাইক করবেন না।

৪। কোনো ব্যাক্তির সাথে মেসেজে খারাপ ব্যবহার কিংবা গালাগালি করবেন না কারণ ফেসবুক এইসব বিষয়কে হ্যারেজমেন্ট হিসেবে মনে করে।

৫। কোনো অজানা থার্ডপার্টি অ্যাপ বা ওয়েবসাইটকে আপনার আইডির এক্সেস দেবেন না। কারণ এতে আপনার আইডিটি ডিজেবল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।

৬। কোনোরকম বাজে পর্নগ্রাফি, অশ্লীল ফটো অথবা ভিডিও ফেসবুকে পোস্ট করবেন না। এমনকি কোনো ফেসবুক গ্ৰুপে কিংবা মেসেঞ্জারেও কাউকে এই ধরণের পোস্ট পাঠাবেন না।

৭।  ফেসবুকে এক মিনিটের মধ্যে অনেক বেশি পোস্টে কমেন্ট / লাইক / রিয়েক্ট করবেন না। কিছুক্ষন পর পর লাইক / কমেন্ট করুন। কারণ খুব তারাতারি এইসব করলে ফেসবুক মনে করে কোনো বট হয় তো আইডিটি নিয়ন্ত্রণ করছে।

৮।  কোনো আহত বা রক্তাক্ত ব্যাক্তির ছবি অথবা বিভৎস কোনো ছবি / ভিডিও ফেসবুকে পোস্ট করবেন না। এবং গাঁজা, মদ বা মাদকজাত দ্রব্যের ছবি শেয়ার বা ওই সব দ্রব্য বিক্রি করার চেষ্টা করবেন না ফেসবুকে।

৯।  কোনো ওয়েবসাইট, অ্যাপস এর রেফার লিঙ্ক বার বার পোস্ট ও কমেন্টে দেবেন না। এর ফলে ফেসবুক আপনার আইডিটিকে স্প্যামিং এর মামলায় ফেলে দিতে পারে।

১০। কখনই ফেসবুকের বিরুদ্ধে কোনো পোস্ট করা যাবে না। এটা তাদের নিয়মের বিরুদ্ধে তাই আপনি যদি এমন কোনো কাজ করেন তাহলে আপনার একাউন্টটি ১০০% হারাবেন।

উপরের বিষয়গুলি মেনে চলুন, VPN ব্যবহার করে ফেসবুক চালাবেন না। একাধিক একাউন্ট একই ফোনে চালাবেন না এবং তারপরও যদি আপনার ফেসবুক একাউন্ট ব্লক হয়ে যায় তাহলে মনে করবেন যে এটা ফেসবুক এর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সির সমস্যা। তাই আপনাকে আরেকটি নতুন আইডি ক্রিয়েট করতে হবে।

FAQ.

প্রশ্ন : যদি আমার ফেসবুক আইডি ডিজেবল হয়ে যায় তাহলে আমার কি করা উচিত ?

উত্তর : আপনি আগে নিশ্চিত হন যে আপনার ফেসবুক আইডি ডিজেবল হয়েছে কিনা। তারপর আপনি https://www.facebook.com এ গিয়ে আপনার ইউজারনেম এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করুন। এইবার আপনি যদি একটি ম্যাসেজ দেখতে পান যেখানে আপনার অ্যাকাউন্টটি ডিজেবল হয়েছে বলা হয়। তাহলে আপনাকে এটি রিকোভার করার জন্য একটি আবেদন করতে হবে।

প্রশ্ন : আপনার অ্যাকাউন্টটি পর্যালোচনা করতে ফেসবুক কতক্ষণ সময় নেয়?

উত্তর : সাধারণত ৪৮ ঘন্টা থেকে ৪৫ দিন পর্যন্ত।

প্রশ্ন : একটি ডিজেবল হয়ে যাওয়া অ্যাকাউন্ট দেখতে কেমন ?

উত্তর : আপনি কারোর প্রোফাইল চেক করতে পারবেন না কারণ লিঙ্কগুলি প্লেইন টেক্সট হয়ে যায়। এছাড়া আপনার টাইমলাইনে তাদের করা পোস্ট গুলি থাকবে কিন্তু আপনি তাদের নামের ওপর ক্লিক করতে পারবেন না।

প্রশ্ন : ফেসবুক কী ডিজেবল হয়ে যাওয়া অ্যাকাউন্ট গুলি ডিলেট করে দেয় ?

উত্তর : সাধারণত ফেসবুক একটি অ্যাকাউন্ট ডিজেবল করার ছয় মাস পরে তার সমস্ত ডেটা ডিলেট করে দেয়।

প্রশ্ন : সাহায্যের জন্য আমি কিভাবে ফেসবুক এর সাথে যোগাযোগ করব?

উত্তর : আপনি যদি ফেসবুকের সাথে যোগাযোগ করতে চান তাহলে প্রথমে আপনাকে আপনার অ্যাকাউন্টে লগ ইন করতে হবে। তারপর ডেক্সটপ সাইটে, স্ক্রিনের উপরে ডানদিকের কোনায় দেখুন সেখানে আপনি একটি
downward-facing arrow দেখতে পাবেন – এটিতে ক্লিক করুন এবং ড্রপডাউন মেন্যু থেকে “Help & support” সিলেক্ট করে ক্লিক করবেন।

আপনার জন্য আরো

1.ফেসবুকের পাসওয়ার্ড ভুলে গেলে করণীয়

2.যে কোনো সমস্যার সমাধানে ফেসবুকের সাথে কিভাবে যোগাযোগ করবেন ?

3.ফেসবুক থেকে টাকা আয় করবেন কিভাবে ?

4.আপনার ফেসবুক আইডি হ্যাক হওয়া থেকে বাঁচাতে কী কী করবেন ?

Leave a Comment