Reliance Jio গ্রাহকদের জন্য বড় ভ্যালিডিটির প্ল্যানও নিয়ে এসেছে। যে সমস্ত গ্রাহকদের 6 মাস অথবা এক বছরের জন্য প্রিপেড প্ল্যানের প্রয়োজন তাদের জন্য বিশেষ প্যাকেজ রয়েছে। এই সমস্ত প্ল্যানগুলিতে যেমন অধিক সময়ের জন্য ভ্যালিডিটি পাওয়া যায় একই সঙ্গে অধিক পরিমাণে ডেটা পাওয়া যায়। একইসঙ্গে এক্সট্রা কিছু সুবিধা এবং বিভিন্ন OTT প্লাটফর্মের সাবস্ক্রিপশন ও ফ্রিতে পাওয়া যায়। এই পোস্টে আমি আপনাদের ৩৬৫ দিনের বৈধতা যুক্ত প্ল্যান সম্পর্কে বিস্তারে জানাবো
Jio কিছু প্ল্যান আনুয়াল অর্থাৎ বার্ষিক প্ল্যান রূপে বিদ্যমান রয়েছে। কিন্তু আপনারা জেনে খুশি হবেন যে ৩৬৫ দিনের যে প্ল্যান রয়েছে তাতে আপনারা ৩৬৫ দিনেরও বেশি জিওর সুবিধা পাবেন। এক বছরের এই প্ল্যানটি আপনি Jio Official Website অথবা Myjio App এর সাহায্যে এক্টিভেট করতে পারবেন যার দাম 2,999 টাকা। এই প্লান্টিতে আপনি 365 দিনের পরিবর্তে 388 দিন ভ্যালিডিটি পাবেন। অর্থাৎ পুরো 23 দিন বেশি পাবেন।
এই অ্যানুয়াল প্যাকে আপনি প্রতিদিন 2.5GB হাই স্পিড ইন্টারনেট ডেটা পাবেন। অর্থাৎ বছরে আপনি 912.5GB ডেটা পাবেন। তবে এই ডেইলি ডেটা শেষ হওয়ার পর ডেটা স্পিড 64kbps হয়ে যায়। কিন্তু তাও আপনি ইন্টারনেটের সাথে কানেক্টেড থাকতে পারবেন। এছাড়াও আপনি যদি SMS করে থাকেন তাহলে 100 SMS ফ্রি পাবেন।
এই প্লানের সঙ্গে কিছু এক্সট্রা কমপ্লিমেন্টারি সুবিধাও আপনারা পাবেন। এই প্যাকেজ এর সঙ্গে Jio TV , JioCinema, JioSecurity, JioCloud অ্যাপসএর সাবস্ক্রিপশন পাবেন। Jio TV এপ্লিকেশনের সাহায্যে আপনার এই প্ল্যান এর বৈধতা পর্যন্ত আপনি বিভিন্ন ধরনের টিভি শো এবং ওয়েব সিরিজের আনন্দ উপভোগ করতে পারবেন। এছাড়া যদি আপনি সিনেমা দেখতে চান সেক্ষেত্রে Jio Cinema অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে পারেন। এছাড়া এই প্লানের সঙ্গে আপনারা পাচ্ছেন JioSecurity এর সাবস্ক্রিপশন যা আপনার সংবেদনশীল ডেটা যেমন ফোন নম্বর ইমেইল, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর এবং ওটিপির মত সংবেদনশীল তথ্য সুরক্ষিত রাখতে সাহায্য করে।
এছাড়াও এই প্ল্যানের সঙ্গে আপনি পাচ্ছেন Jio Cloud এর সুবিধা যা আপনাকে এক্সট্রা স্টোরেজ প্রোভাইড করে। এই প্ল্যান সম্পর্কে আরও বিস্তারে জানবার জন্য আপনি জিওর অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে পারেন।
আপনার জন্য আরো
1.Vivo X90s স্মার্টফোনটিতে MediaTek Dimensity 9200+ SoC থাকার সম্ভাবনা, জানুন বিস্তারিত
2.জুলাই মাসে নতুন ডিজাইন সহ ভারতে লঞ্চ হতে পারে Oppo -র Reno 10 সিরিজ, জানুন বিস্তারিত
3.WhatsApp আসতে চলেছে নতুন ফিচার, পাঠাতে পারবেন ভিডিও মেসেজ
4.মাত্র 1299 টাকায় লঞ্চ হলো Bluetooth কলিং যুক্ত Gizmore CURVE স্মার্টওয়াচ, জানুন বিস্তারিত