প্রতিদিন তাপমাত্রা বেড়েই যাচ্ছে। তাপমাত্রা বাড়লেও কাজ করার জন্য আমাদের বিভিন্ন আইটম ব্যবহার করতে হচ্ছে। অতিরিক্ত গরমের জন্য ব্যবহার করা আইটেম গুলো গরম হয়ে যাচ্ছে।
এই ঘটনা যাতে না ঘটে তার জন্য আমাদের যেটুকু প্রয়োজন সেটুকু ডিভাইস ব্যবহার করা উচিত। অনেক সময় চার্জিং-এর জন্যও ডিভাইসের তাপমাত্রা বেড়ে যায়।
স্মার্টফোন গরম হয়ে গেলে এর সবচেয়ে বড়ো সমস্যা হয় যে, এটির কাজ করার ক্ষমতা কমে যায়। বিশেষ করে তখন বোঝা যায় যখন স্মার্টফোন এর ব্যাটারি তাড়াতাড়ি শেষ হয়ে যায়।
স্মার্টফোনের ডিভাইস ও তাপমাত্রা ঠিকঠাক রাখতে কিছু গুরুত্বপূর্ণ টিপস মেনে চলতে হবে। তাহলেই আমাদের স্মার্টফোনটি স্বাভাবিক থাকবে।
গ্রীস্মকালে স্মার্টফোনকে ঠান্ডা রাখার ৫ টি বেস্ট টিপস
সূর্যের আলো থেকে দূরে রাখা
আমাদের স্মার্টফোনটিতে যাতে সরাসরি সূর্যের আলো না লাগে তার দিকে খেয়াল রাখতে হবে। গ্রীস্মকালে অতিরিক্ত তাপমাত্রা হবেই, এর জন্য যদি আপনি আপনার স্মার্টফোনকে অনেকক্ষন সরাসরি সূর্যের নিচে রেখে দেন তাহলে আপনার স্মার্টফোনটির ক্ষতি হতে পারে।
পকেটে ফোন রাখা এড়িয়ে চলা
যারা বাইরে রোদে ঘোরে সাধারণত তাদের ফোন প্যান্টের পকেটে থাকে। সেক্ষেত্রে শরীরের তাপমাত্রা ডিভাইসের হার্ডওয়্যারের সঙ্গে মিশে স্মার্টফোনের তাপমাত্রা বাড়িয়ে দেয়। এই জন্য আপনি যখন বাড়ির বাইরে বেরোবেন তখন স্মার্টফোনটি প্যান্টের পকেটে না রেখে অন্য কোথাও রাখুন, যাতে ফোনটি শরীরের তাপের সঙ্গে মিশে না থাকে।
চার্জ করার সময় সতর্ক থাকা
গ্রীস্মকালে অতিরিক্ত তাপমাত্রার জন্য স্মার্টফোন গরম হয়ে যায়, আর ফোন গরম হয়ে গেলে তাড়াতাড়ি ব্যাটারি ফুরিয়ে যাওয়ার সম্ভবনা থাকে। স্মার্টফোনের ডিভাইস গুলোকে এই গরম থেকে বাঁচাতে ফোনে 100% চার্জ না করে 80-85% চার্জ করা ভালো।
ফোন গাড়িতে না রাখা
কোনো গাড়িতে যদি স্মার্টফোন রাখা হয় তাহলে তার থেকে বড়ো কোনো দুর্ঘটনা ঘটতে পারে। বিশেষ করে গাড়িটি যদি সূর্যের আলোর নিচে রাখা হয় তাহলে আরো বেশি সম্ভবনা থেকে দুর্ঘটনা ঘটার।
ফোন বন্ধ রাখা
কোনো কাজের পর ফোনকে বন্ধ করে ক্ষনিকের জন্য বিরতি দেওয়া ভালো। আজকাল অনেক কেউ অনেক কাজ ফোন ছাড়া করতেই পারে না। তাই ফোন অনেক সময় অনেক জায়গায় অনেক কাজে সত্যি খুবই দরকার। ফোন সব কাজের ক্ষেত্রে দরকার, কাজ মিটে গেলে ফোনকে যেমন রেস্ট দেওয়া দরকার ঠিক তেমনি ফোন থেকে নিজেদের কেউ 20-25 মিনিট বিরতি দেওয়া দরকার।
আপনাদের জন্য আরো
1.নতুন ফোন ও দারুন রিপেয়ারের সেবা নিয়ে বাংলাদেশে এলো ওয়ানপ্লাস
2.স্মার্ট ফোনে কভার পরিয়েছেন ? আপনাদের সামান্য ভুলের জন্য হতে পারে ফোনের ক্ষতি !
3.এন্ড্রয়েড ফোন বন্ধ থাকলে খুঁজে পাওয়া যাবে নতুন এই ফিচার দিয়ে
4.এন্ড্রয়েডে অচেনা নম্বর খোঁজার জন্য গুগল তার নতুন ফিচার নিয়ে কাজ করছে