চাইনীজ স্মার্টফোন মেকার Infinix খুব শীঘ্রই Infinix Hot 30 5G স্মার্টফোনটি ভারতে লঞ্চ করতে পারে। এই স্মার্টফোনটি Aurora Blue এবং Knight Black কালারে উপলব্ধ করা হবে। এতে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং LCD ফ্ল্যাশ থাকতে পারে।
কোম্পানি এই স্মার্টফোনটির ডিজাইন প্রকাশ করেছে। এটি 14th জুলাই লঞ্চ করা হবে। এই স্মার্টফোনটির ফ্রন্টে সেলফি ক্যামেরার জন্য একটি হোল পাঞ্চ কাটআউট থাকবে। এতে 6,000 mAh এর ব্যাটারি থাকবে। তবে কোম্পানি এর চার্জিং ক্ষমতা সম্পর্কে কোনো তথ্য দেয়নি। এর দাম 10,000 থেকে 15,000 টাকার মধ্যে হতে পারে। সম্প্রতি এই স্মার্টফোনের কিছু স্পেসিফিকেশন লিক হয়েছে। এটা থেকে জানা গেছে যে এই স্মার্টফোনটিতে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, USB-C পোর্ট, 3.5 mm হেডফোন জ্যাক এবং স্পিকার গ্রিল্স থাকবে। ফোনটির দেন দিকের কোনে SIM কার্ড স্লট এবং বামদিকের কোনে ভলিউম ও পাওয়ার বাটন থাকতে পারে। সিকিউরিটির জন্য এর সাইডে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া থাকতে পারে।
গত মাসে, কোম্পানি ভারতে Infinix Note 30 5G লঞ্চ করেছিল। এই ফোনটিতে মিডিয়াটেকের ডাইমেনসিটি 6080 প্রসেসর এবং 108-মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা রয়েছে। এই স্মার্টফোনটির 5000 mAh ব্যাটারি 45 W তারযুক্ত চার্জিং সমর্থন করে। এর 4GB RAM + 128 GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম হলো 14,999 টাকা এবং 8 GB + 128 GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 15,999 টাকা।
ডুয়াল SIM স্লট যুক্ত এই স্মার্টফোনটি Android 13 বেসড XOS 13 দ্বারা চালিত হয়। এতে 6.78 ইঞ্চির Full HD+ IPS ডিসপ্লে 120 Hz এর রিফ্রেশ রেট, 240 Hz এর টাচ স্যাম্পেলিং রেট এবং 580 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস রয়েছে। এর ফ্রন্টে সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য 16 মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। এই স্মার্টফোনটিতে জেবিএল সাউন্ড এবং হাই-রেস অডিও সার্টিফিকেশন সহ ডুয়াল স্টেরিও স্পিকার রয়েছে। এর 256 জিবি স্টোরেজ এসডি কার্ডের মাধ্যমে বাড়ানো যাবে। কানেক্টিভিটির জন্য ফোনটিতে রয়েছে 4G, 5G, Wi-Fi, Bluetooth, GPS, NFC, 3.5mm অডিও জ্যাক এবং USB Type-C পোর্ট। এই স্মার্টফোনটিতে সিকিউরিটির জন্য ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। গত কয়েক বছরের মধ্যে চাইনীজ স্মার্টফোন কোম্পানিগুলোর বিক্রি দ্রুত বেড়েছে।ইনফিনিক্সও এই মার্কেটে নিজেদের শেয়ার বাড়ানোর চেষ্টা করছে।
আপনার জন্য আরো
1.লঞ্চের আগে Samsung Galaxy M34 5G এর সাপোর্ট পেজ হলো লাইভ! জানুন বিস্তারিত
2.OnePlus Nord Summer Launch Event : লঞ্চ হতে চলেছে OnePlus Nord এবং Buds
3.লঞ্চের আগেই লিক হলো OnePlus Nord 3 এর আনবক্সিং ভিডিও! জানুন বিস্তারিত
4.5000mAh ব্যাটারি, Android 13 OS যুক্ত Oppo A78 4G স্মার্টফোনটি খুব শীঘ্রই লঞ্চ হতে চলেছে