নতুন স্মার্টফোন কেনার পর যে কাজগুলো অবশ্যই করা প্রয়োজন, যে কাজ গুলো করলে আপনার নতুন ফোনটি সুরক্ষিত থাকবে সেই বিষয়গুলি জেনে নিন। এই পোস্টটি থেকে আপনারা জানতে পারবেন স্মার্টফোন কেনার পর কি কি নিয়ম অনুসরণ করা উচিত সেই সম্পর্কে। চলুন তাহলে নিয়ম গুলো সম্পর্কে জেনে নেওয়া যাক।
স্মার্টফোন কেনার পর যে নিয়মগুলো অনুসরণ করবেন
১। আপনারা যখন একটি নতুন স্মার্টফোন কিনবেন তখন ফোনের পিছনে থাকা IMEI নম্বরটি সেভ করে রাখবেন অথবা পারলে কোথাও লিখে রাখবেন। আর যদি ফোনের পিছনে এই IMEI নম্বরটি না থাকে তাহলে আপনার ফোনের ডায়াল অপশনে গিয়ে *#06# এই নম্বরটি ডায়াল করলে আপনি আপনার IMEI নম্বরটি পেয়ে যাবেন। আর যদি আপনার ফোনে ২ টি সিম কার্ড থাকে তাহলে ২ টি IMEI নম্বর আসবে। যদি আপনার স্মার্টফোনটি কখনো কোনো ভাবে হারিয়ে যায় তাহলে তাহলে আপনি এই IMEI নম্বরের সাহায্যে থানায় মামলা করতে পারবেন এবং আপনার হারিয়ে যাওয়া ফোনটি খুঁজেও পেতে পারবেন। আর যদি আপনার কাছে IMEI নম্বর না থাকে তাহলে আপনি আর আপনার ফোনটি ফিরে পাবেন না, সুতরাং নতুন স্মার্টফোন কেনার সাথে সাথেই IMEI নম্বরটি কোথাও সেভ করে বা লিখে রাখবেন।
২। আপনার নতুন স্মার্টফোনটি অন করার পর যদি ফোনে কোনো রকম আপডেট অপশন আসে তাহলে অবশ্যই ফোনটি আপডেট করে নেবেন। বিশেষ করে সিকিউরিটি প্যাচ আপডেট।
৩। স্মার্টফোনটি অন করার পর ফোনে যে সমস্ত লক সিস্টেম রয়েছে যেমন পিন, প্যাটার্ন, ফিঙ্গারপ্রিন্ট আনলক, ফেসলক এই সব কিছু দিয়ে আপনার ফোন লক করে চেক করে দেখে নিতে পারেন, যে সেগুলি ঠিকমতো কাজ করছে কিনা। এরমধ্যে পিন এবং ফিঙ্গারপ্রিন্ট এই দুটি লক আপনার ফোন লক করে রাখার জন্য বেশি উপযুক্ত।
৪। নতুন স্মার্টফোনটি কেনার পর ফোনটি অন করে তাতে যেটুকু চার্জ থাকবে সেটা ফোনটিকে প্রচুর পরিমানে ব্যবহার করে তাড়াতাড়ি চার্জ শেষ করে ফেলার চেষ্টা করবেন। এতে আপনার ব্যাটারি সেট ভালো ভাবে হবে এবং আপনার ফোনের ব্যাটারিটি কেমন পারফরম্যান্স দিচ্ছে সেটিও জানতে পারবেন। আর ফোন কেনার পর সব থেকে বেশি গুরুত্বপূর্ণ কাজ হলো ফোনটি অন করেই তাকে চার্জ দেওয়া, যতক্ষণ না পর্যন্ত পুরোপুরি ১০০% চার্জ হচ্ছে।
৫। নতুন ফোনটি কেনার পর ২ – ৩ দিন প্রচুর পরিমানে ফোনটি ব্যবহার করুন। ফোনের মধ্যে কি কি সেটিংস, apps, ফিচার আছে সব কিছু ভালো করে দেখে যাচাই করে নেবেন। এ থেকে আপনি আপনার ফোনের কেমন স্পিড সেটা জানতে পারবেন।
৬। স্মার্টফোনটি কেনার পর ৪ – ৫ দিন শুধু ফোনের মধ্যে কি আছে না আছে সমস্ত কিছু ভালো করে খুতিয়ে দেখে নেবেন কোথাও কোনো রকমের সমস্যা আছে কিনা। অনেক অনেক ছবি তুলুন, app ডাউনলোড করুন, ইচ্ছে মতো সেলফি তুলুন, ভিডিও বানান, ভিডিও কল করুন আপনার ফ্যামিলি, বন্ধু – বান্ধব, প্রিয়জন সবাইকে। এতে আপনি আপনার নতুন স্মার্টফোনটির পারফরম্যান্স বুঝতে পারবেন। আর যদি ফোনে কোনো রকম সমস্যা থাকে তাহলে আপনি যেখান থেকে ফোনটি কিনেছেন সেখানে গিয়ে ফোনটি পাল্টেও নিয়ে আসতে পারবেন।
৭। নতুন ফোনটি কেনার পর অবশ্যই ফোনের জন্য একটি ভালো ব্যাককভার নিয়ে নেবেন। এতে আপনার ফোনটি যদি কোনো ভাবে পরে যায় তাহলে ফোনের কোনো ক্ষতি হবে না। আর হ্যা খুব একটা বেশি ভারি ব্যাককভার ব্যবহার করবেন না এতে ফোন তাড়াতাড়ি হিট হয়ে যায়। তাই আপনার ফোন অনুযায়ী একটি সফ্ট এবং কমফোর্টেবল ব্যাককভার ব্যবহার করবেন। আপনার ফোনের স্ক্রিনের যাতে কোনো ক্ষতি না হয় তার জন্য একটি ভালো স্ক্রিন গার্ডও লাগিয়ে নেবেন।
৮। নতুন ফোনটি কেনার পর ফোনের মধ্যে আগে থেকে যে সমস্ত থার্ড পার্টি app গুলি ইন্সটল করা থাকে সেগুলিকে আনইনষ্টল করে দেবেন। প্রয়োজন হলে আপনি আবার গুগল প্লে স্টোর থেকে সেগুলি ইন্সটল করে নেবেন। এতে সেই app গুলিতে যদি কোনো রকম ভাইরাস থাকে তাহলে সেগুলি আপনার নতুন ফোনটিকে নষ্ট করে দিতে পারবে না । এছাড়াও আপনার ফোনের স্পিডও কমিয়ে দিতে পারবেনা।
এই সব বিষয় গুলোই আপনাদের সাথে শেয়ার করলাম। যদি আপনারা নতুন ফোন কেনেন তাহলে ফোন কেনার পর এই সব বিষয় গুলো যাচাই করে দেখে নেবেন। আর যদি আপনাদের কোনো রকম জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আপনার জন্য আরো
1.স্মার্টফোন কেনার আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জেনে নিন। তাতে আপনিই লাভবান হবেন
2.মোবাইল হ্যাং করলে তা কিভাবে ঠিক করবেন
3.আপনার স্মার্টফোনের জন্য একটি সঠিক চার্জার কিভাবে কিনবেন
4.জেনে নিন Android ফোন থেকে ডিলিট হয়ে যাওয়া ফোটো ও ভিডিও রিকভার করার উপায়।