কোম্পানি গুলো কিন্তু আমাদের ঠিকঠাক করে বলে দেয় না যে, আমরা ঠিক কতক্ষন একভাবে ফ্রিজ চালাতে পারবো। তাই অনেকের মনেই প্রশ্ন ওঠে যে ফ্রিজ বন্ধ রাখলে ফ্রিজের কোনো ক্ষতি হবে কি।
বর্তমানে ফ্রিজ প্রায় প্রতিটি বাড়ির একটি প্রয়োজনীয় অংশ হয়ে উঠেছে। ফ্রিজের গুরুত্বপূর্ণ ভূমিকা হলো দুধ, ফলমূল, শাকসবজি ও বিভিন্ন খাদ্যজাত দ্রব্য তাজা রেখে দেয়। ফ্রিজ কিছু কিছু বাড়িতে একটানা চলে, আবার কোনো কোনো বাড়িতে একটানা ফ্রিজ না চালিয়ে ২-১ ঘন্টার জন্য বন্ধ রাখে। ফ্রিজ তৈরী করা কোম্পানি গুলো ঠিক করে বলে দেয় না যে একটানা কতক্ষন ফ্রিজ চালানো যায়। তাই যদি কেউ ফ্রিজ বন্ধ রাখে তাহলে ফ্রিজের কোনো ক্ষতি হবে কি তা নিয়ে প্রশ্ন আসে অনেকের মনে।
ফ্রিজের মধ্যে দিয়ে যখন কারেন্ট চলাচল করে তখন ফ্রিজের মধ্যে একটি কম্প্রেসার কাজ করে, যা ফ্রিজের ভিতরে ঠান্ডা রাখার প্রক্রিয়া চালায়। ফ্রিজের সিস্টেম এমনভাবে তৈরী করা হয়েছে, যাতে ফ্রিজের সুইচ অফ করে রাখলেও ফ্রিজ অনেকক্ষণ ঠান্ডা থাকবে আর খাবারও নষ্ট হবে না।
একটি ফ্রিজ ২৪ ঘন্টা খাবারকে সতেজ রাখতে পারে। তাই ফ্রিজ কোম্পানি গুলো এমন সিস্টেমেই ফ্রিজ তৈরী করেছে, যাতে ফ্রিজ একটানা ২৪ ঘন্টা চলতে পারে। এই একটানা ২৪ ঘন্টা ফ্রিজ চালানোর জন্য অনেকের মনে প্রশ্ন আসে যদি কারেন্ট বাঁচানোর জন্য ১-২ ঘন্টা ফ্রিজ বন্ধ রাখি, তাহলে কি ফ্রিজে কোনো ক্ষতি হবে ?
ফ্রিজ হলো একটি ইলেকট্রিক কুলিং মেশিন যাকে প্রতিদিন ব্যবহার করার জন্য তৈরী করা হয়েছে। ফ্রিজ একটানা ২৪ ঘন্টা চালালে কোনো সমস্যা হয় না। ফ্রিজের সুইচ অফ না করলেও কোনো সমস্যা হয় না। কিন্তু ফ্রিজ পরিষ্কার করার সময় অবশ্যই ফ্রিজকে বন্ধ করতে হবে।
অনেকের মনেই প্রশ্ন আসে যে ফ্রিজকে কি ১-২ ঘন্টার জন্য বন্ধ রাখা যায় ? যদি ফ্রিজকে ১-২ ঘন্টার জন্য বন্ধ রেখে আবার পুনরায় চালানো হয় তাহলে ফ্রিজটি সাথে সাথে ঠান্ডা হাওয়া দিতে পারবে না। তাই সেই সময় ফ্রিজের ভিতরে থাকা খাবার নষ্ট হওয়ার সম্ভবনা বেশি থাকে। তাই কারেন্ট বাঁচানোর জন্য ফ্রিজকে ২-১ ঘন্টার জন্য বন্ধ রাখার দরকার নেই।
বর্তমানে প্রায় সব ফ্রিজে কারেন্ট বাঁচানোর জন্য অটোকাট ফিচার থাকে। এই জন্য একটি নির্দিষ্ট তাপমাত্রায় ফ্রিজ ঠান্ডা হয়ে যাওয়ার পর ফ্রিজ নিজে থেকেই বন্ধ হয়ে যায়। এরপর ফ্রিজের ঠান্ডা কমার সাথে সাথে কম্প্রেসার নিজে থেকেই শুরু হয়ে যায়।
অনেক দিনের জন্য যদি বাড়ির বাইরে যাওয়া হয় তাহলেই একমাত্র ফ্রিজের সমস্ত কিছু জিনিস বাইরে বার করে রেখে বন্ধ করা যায়। যদি এক দুদিনের জন্য বা বেশ কিছু দিনের অন্য বাড়ির বাইরে যায় হয় তাহলে ফ্রিজ বন্ধ রেখেই যাওয়াটাই উচিত।
আপনাদের জন্য আরো
1.Inverter বাড়ির কোথায় রাখা উচিত নয় ! নাহলে খারাপ হতে পারে ব্যাটারি
2.AC, TV, Firdge বাজ পড়ে পুড়তে পারে ! কিভাবে বিপদ থেকে বাঁচবেন
3.ইনভার্টার এসির সুবিধা কি ? আসুন এই ব্যাপারে কিছু জেনে নেওয়া যাক
4.YouTube ইন্টারনেট ছাড়াই দেখা যায় জানেন কি? জেনে রাখুন টাকা বাঁচবে