ফলিনা কি? Follina থেকে বাঁচতে windows ব্যবহারকারীদের কি করা উচিত?How to protect your PC from Follina in bengali 2022?

সারা বিশ্বে ছড়িয়ে থাকা 1.4 বিলিয়ন মাইক্রোসফট উইন্ডোজ ব্যবহারকারীদের খুব তাড়াতাড়ি জুন মাসের আপডেট ডাউনলোড করার পরামর্শ দিয়েছে মাইক্রোসফট। এটি একটি সিকিউরিটি আপডেট যা আপনার কম্পিউটারকে ভাইরাসের হাত থেকে রক্ষা করে। আপনি যদি দশম অথবা একাদশ প্রজন্মের ব্যবহারকারী হন তাহলে খুব সহজেই এই আপডেট ইন্সটল করতে পারবেন। আর যদি এই সিকিউরিটি আপডেট ব্যবহার না করেন খুব সহজেই আপনি হ্যাকারদের দ্বারা আক্রান্ত হতে পারেন। আসুন এবার জেনে নেওয়া যাক ফলিনা সম্পর্কে বিস্তারিত

Follina কি?

Follina হল সুরক্ষাজনিত একটি ত্রুটির ফল। এটি সিকিউরিটি গবেষকদের দ্বারা ত্রুটির ফলে আবিষ্কৃত হয়। যা মাইক্রোসফট ওয়ার্ড এর মত সফটওয়্যার কি ব্যবহার করে কম্পিউটার ব্যবহারকারীর নানা রকম ক্ষতি করতে পারে।

এই ত্রুটির সাহায্যে ইতিমধ্যেই চীনের একদল হ্যাকার তিব্বতের বিভিন্ন কম্পিউটার ব্যবহারকারীর সিস্টেমকে follina দ্বারা আক্রান্ত করছে।

ফলিনার (follina) প্রভাব

এই ভাইরাসটি প্রথমে ইউজারের মাইক্রোসফট সাপোর্ট ডায়াগনস্টিক টুল বা এম এস ডি টি(MSDT) সম্পূর্ণভাবে নিজের আওতায় আনে অর্থাৎ হ্যাক করে নেয়। এই এমএসডিটি যেকোনো সিস্টেমের যাবতীয় প্রোগ্রাম এক্সেস করার চাবিকাঠি। যার জন্য যে কোন সিস্টেমকে আক্রান্ত করা folliner কাছে খুবই সামান্য ব্যাপার হয়ে যায়।

Follina থেকে বাঁচার উপায়

এই ভাইরাস থেকে বাঁচতে মাইক্রোসফট উইন্ডোজ ১০ ও ১১ ইউজারদের যথাক্রমে KB5014699 এবং KB5014697  ফার্মওয়্যার ডাউনলোড করে ইন্সটল করার পরামর্শ দিয়েছে। অর্থাৎ জুন মাসের যে সিকিউরিটি আপডেট দেয়া হয়েছে সেটা অবশ্যই ডাউনলোড করতে বলা হয়েছে ব্যবহারকারীদের।

উপসংহার

এই ভাইরাস ইউরোপ এবং আমেরিকায় উল্লেখযোগ্য হবে তার বিস্তার লাভ করেছে। সেখানে এই ভাইরাস এর প্রভাবে মূলত সরকারি দপ্তর গুলি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই ভাইরাসের সাহায্যে একারা নকল মেসেজের টোপ দিয়ে বিভিন্ন সিস্টেমের নিয়ন্ত্রণ নিজের হাতে নেওয়ার চেষ্টা করছে। এই বিষয়ে যদি কোনরকম প্রশ্ন থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন।

FAQ.

Follina জিরো ডে কি?

উত্তর:২৭শে মে ২০২২ সাইবার সিকিউরিটি সম্প্রদায় মাইক্রোসফট সাপোর্ট ডায়াগনস্টিক টুল follina নামে একটি নতুন দুর্বলতা সম্পর্কে সচেতন হয়েছিল যা follina zero day নামে পরিচিত।Follina microsoft  সাপোর্ট ডায়াগনস্টিক টুলের একটি বাগ থেকে সৃষ্টি হয়েছিল যা কোড কার্যকর করবার অনুমতি দেয়।

এম এস ডি টি (MSDT) কি?

উত্তর:মাইক্রোসফট সাপোর্ট ডায়াগনস্টিক টুল।

CVE কি?

উত্তর: Common Vulnerabilities and Exposures

কম্পিউটার হার্ড ড্রাইভ রিপেয়ার করা কি সম্ভব?

উত্তর:হ্যাঁ সম্ভব।

ম্যালওয়্যার কি?

উত্তর:কম্পিউটার এবং কম্পিউটারের  প্রোগ্রামকে ক্ষতিকরবার জন্য যে সমস্ত প্রোগ্রাম এবং সফটওয়্যার তৈরি করা হয় সেগুলিকে ম্যালওয়্যার বলা হয়।

আপনার জন্য আরো

1.উইন্ডোস কম্পিউটারের সুরক্ষার জন্য গুরুত্বপূর্ণ এই সেটিংগুলো চালু করুন

2.আপনার ল্যাপটপ বা কম্পিউটার ভাইরাস আক্রান্ত কিনা কিভাবে জানবেন ?

3.স্মার্ট ফোন কেন বেশি গরম হয়ে যায় ? এই সমস্যার সমাধান জেনে নিন 

4.IMEI নম্বর কি? মোবাইলের IMEI নম্বর দিয়ে কি কি করা যায়?

Leave a Comment