How to Make UPI Payments Without an Internet Connection in Bengali 2022|ইন্টারনেট কানেকশন ছাড়া কিভাবে UPI পেমেন্ট করবেন ?

বর্তমানে কোনো রকম ইন্টারনেট কানেকশন ছাড়াই UPI এর মাধ্যমে টাকা পাঠাতে পারবেন। এখন ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস অর্থাৎ UPI আপনাদের এই সুযোগ করে দিয়েছে। ভারতের রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া UPI 123 PAY – এর বিশেষ পরিষেবা চালু করেছে। এই পরিসেবাটি চালু হওয়ার সাথে সাথেই দেশের প্রায় ৪০০ মিলিয়ন ফিচার ফোন ইউজাররা এই ডিজিটাল পেমেন্ট সিস্টেমের সাথে যুক্ত হয়েছে। এখন প্রায় অধিকাংশ ফিচার ফোন ইউজাররা ইন্টারনেট ছাড়াই ডিজিটাল পেমেন্ট করতে পারবেন।

UPI Payment নগদ টাকা লেনদেন করার থেকে অনেক বেশি সহজ উপায় হলো অনলাইন টাকা লেনদেন করা। ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস (UPI) আসার পর অনলাইনে টাকা লেনদেন করা অনেক সহজ হয়ে উঠেছে। তবে আগে UPI থেকে টাকা পাঠাতে গেলে ইন্টারনেটের প্রয়োজন হতো। তবে গ্রাহকদের প্রয়োজনের কথা চিন্তা করেই বদলেছে পরিস্থিতি। ধরে নিন আপনি এমন একটি জায়গায় আছেন যেখানে কোনো রকম ইন্টারনেট কানেকশন নেই। এবার হয়তো আপনি কাওকে টাকা পাঠাবেন কিন্তু আপনার কাছে সেই পরিমান নগদ টাকা নেই। এখন আর আপনাদের এই রকম সমস্যায় পড়তে হবে না কারণ কম ইন্টারনেট কানেকশানেও আপনারা কোনো রকম সমস্যা ছাড়াই টাকা পাঠাতে পারবেন।

Digital Payment

এক্ষেত্রে আপনি আপনার ফোনের USSD কোড দিয়ে   অফলাইন মোডে UPI ইউস করতে পারবেন। এই কাজের জন্য আপনাদের র আলাদা ভাবে স্মার্টফোনের প্রয়োজন হবে না। নির্বিশেষে সব মোবাইল গ্রাহকদের জন্যই  *99# পরিষেবা চালু করা হয়েছে। স্মার্টফোন ছাড়াও ফিচার ফোন ব্যবহারকারীরাও এই কাজ করতে পারবেন। শুধুমাত্র UPI পেমেন্টের জন্য আপনাকে আপনার ফোন নম্বরটি ব্যাঙ্ক একাউন্টের সাথে লিংক করাতে হবে।

UPI Payment

এই পদ্ধতিতে টাকা পাঠানোর জন্য স্মার্টফোন ইউজারদের অফলাইন UPI আবশ্যক নয়। যে সমস্ত স্মার্টফোন ওইজাররা Google Pay, Phonepe ইত্যাদির মতো UPI App ইউস করেন তারাও এই সুবিধা পাবেন। আর যে সমস্ত ব্যাক্তিরা ফিচার ফোন ইউস করেন তারা UPI ব্যবহার করতে *99# USSD কোড পেতে পারেন। যখন কোনো রকম ইন্টারনেটের সমস্যা হবে তখন আপনারা এই ফিচারটি ব্যবহার করতে পারবেন।

এইবার আপনারা জেনে নিন ইন্টারনেট ছাড়া কিভাবে UPI Payment করবেন –

১। প্রথমত আপনি আপনার ফোনের কিপ্যাড থেকে *99# টাইপ করে একটি কল করবেন।

২। এবার এখানে আপনি অনেক অপশন দেখতে পাবেন। প্রথম অপশনে “Send Money” তারপর 1 ডায়াল করুন।

৩। এইবার এখানে সিস্টেম আপনাকে জিজ্ঞাসা করবে যে । আপনি কোথায় এবং কিভাবে টাকা পাঠাতে চান। যেমন ধরুন UPI আইডি, মোবাইল নম্বর, IFSC কোড অথবা ইতিমধ্যে সংরক্ষিত কোনও সুবিধাভাগীর বিষয়ে।

৪। এইবার আপনারা এই অপশন গুলির মধ্যে থেকে যেকোনো একটি অপশন সিলেক্ট করুন এবং এখানে আপনি কত টাকা পাঠাতে চান সেটা লিখুন আর পাঠিয়ে দিন।

৫। এখানে আপনাকে রিমার্ক লিখতে হবে।

৬। এবার আপনাকে UPI পিন জিজ্ঞাসা করা হবে। তারপর UPI পিনটি লিখে Send অপশনে ট্যাব করবেন।তারপর আপনার পেমেন্টটি সফল হয়ে যাবে।

আপনার জন্য আরো

1.জিমেল অ্যাপে আর একটি অন্য ইমেল অ্যাকাউন্ট কীভাবে অ্যাড করবেন ?

2.কিছু ডিলিট না করেই আপনাদের ফোনের স্টোরেজ খালি করে ফেলুন

3.আপনার স্মার্টফোনের জন্য একটি সঠিক চার্জার কিভাবে কিনবেন

4.২০২২ এর ৫ টি সেরা apps এর বিষয়ে জেনে নিন

Leave a Comment