কীভাবে নিজের ফোন নম্বর টেলিগ্রাম থেকে হাইড করবেন ? তা জেনে নিন|How to hide your phone number from Telegram in Bengali 2022

টেলিগ্রাম অ্যাপটি অনেকেই হোয়াটসঅ্যাপের নতুন প্রাইভেসি পলিসির কারণে ব্যবহার করা শুরু করেছেন। অনেকেই এই অ্যাপকে হোয়াটসঅ্যাপের থেকে অনেকটাই সুরক্ষিত মনে করেছেন। এছাড়াও এন্ড-টু-এন্ড এনক্রিপশন রয়েছে এরই সঙ্গে। বিভিন্ন রকম ফিচারও রয়েছে এই মেসেজিং প্ল্যাটফর্মে। টেলিগ্রাম অ্যাকাউন্ট থেকে নিজের ফোন নম্বর হাইড করার অপশনও রয়েছে আপনার প্রাইভেসিকে আরও শক্তিশালী করার জন্য।  আপনি নিজের অ্যাকাউন্টের থেকে ফোন নম্বর হাইড করতে পারবেন এই ফিচার ব্যবহার করে। এর ফলে কোনো তৃতীয় ব্যাক্তি আপনার অ্যাকাউন্ট থেকে ফোন নম্বর দেখতে পারবে না। নিজের ফোন নম্বর কীভাবে হাইড করবেন টেলিগ্রাম অ্যাকাউন্ট থেকে। তা দেখে নিন।

এই ক্ষেত্রে কী কী প্রয়োজন ?

 ১।  আপনার রেজিস্টার্ড ফোন নম্বর

 ২। টেলিগ্রামের আপডেট ভার্সন

 ৩। এছাড়া একটি সক্রিয় ইন্টারনেট কানেকশনের প্রয়োজন

নিজের ফোন নম্বরটি টেলিগ্রাম থেকে হাইড করার পদ্ধতি গুলি জেনে নিন

স্টেপ ১।  প্রথমে আপনাকে সেটিংস ওপেন করতে হবে এরপরে আপনি টেলিগ্রাম অ্যাপটি ওপেন করলে বাঁ দিকে উপরে তিনটি দাগ দেখতে পাবেন সেই দাগের মেনুতে ক্লিক করুন।  এবার সেটিংস ওপেন করবেন।

স্টেপ ২। দ্বিতীয়ত রয়েছে সিকিউরিটি এবং প্রাইভেসি এই দুটি অপশন আপনি দেখতে পাবেন সেটিংস ওপেন করলে। সুরক্ষা সম্পর্কিত বিভিন্ন অপশন দেখে নিতে পারবেন আপনি এখানে। ব্যাক্তিগত তথ্য হাইড করার অপশন থাকবে এরই মধ্যে।

স্টেপ ৩। তৃতীয়ত হলো প্রাইভেসি অপশন নিজের নাম, ফোন নম্বর ও লাস্ট সিন এই সব কিছুই হাইড করার অপশন দেখতে পারবেন আপনি এইখানে।

স্টেপ ৪। তারপরে আপনাকে নিজের ফোন নম্বরটি সিলেক্ট করতে হবে এই সব কিছুর পর আপনার ফোন নম্বরটি সিলেক্ট করে মাই কনট্যাক্ট বা নো বডি সিলেক্ট করুন। আপনার ফোন নম্বর কেও দেখতে পারবে না যদি আপনি নো বডি সিলেক্ট করেন। আর যদি আপনি মাই কনট্যাক্ট সিলেক্ট করেন তাহলে শুধুমাত্র সেই ব্যাক্তিরাই আপনার প্রোফাইলে ফোন নম্বরটি দেখতে পারবেন যাদের নম্বর আপনার কনট্যাক্ট লিস্টে সেভ আছে। 

FAQ.

প্রশ্ন : টেলিগ্রাম প্রথম কবে শুরু হয়েছিল ?

উত্তর : 2013 সালে।

প্রশ্ন : আমি কি আমার ফোন নম্বর টেলিগ্রাম থেকে হাইড করতে পারি ?

উত্তর : হ্যাঁ আপনি আপনার ফোন নম্বর টেলিগ্রাম থেকে হাইড করতে পারবেন।

প্রশ্ন : হোয়াটসঅ্যাপ কেন টেলিগ্রামের চেয়ে বেশি জনপ্রিয়?

উত্তর : ভিডিও কলিং এর বৈশিষ্ট্য, উন্নত ডিজাইন এবং ব্যাবহারকারীদের অভিজ্ঞতা ও নিয়মিত প্রচারের জন্য হোয়াটসঅ্যাপ টেলিগ্রামের চেয়ে বেশি জনপ্রিয়।

প্রশ্ন : টেলিগ্রামে কে আমার ফোন নম্বর দেখতে পারে ?

উত্তর : আপনার ফোন নম্বর শুধুমাত্র সেই ব্যাক্তিরাই দেখতে পাবে যাদের আপনি আপনার এড্ড্রেস বুকে কন্ট্যাক্ট হিসেবে অ্যাড করেছেন।

প্রশ্ন : আমার কন্ট্যাক্ট এ যারা রয়েছে তারা কি জানতে পারবে যে আমার টেলিগ্রাম আছে ?

উত্তর :হ্যাঁ জানতে পারবে কারণ আপনি যখন টেলিগ্রাম ওপেন করবেন তাদের কাছে একটা নোটিফিকেশন যাবে।

আপনার জন্য আরো

1.পাঁচটি সেরা পেমেন্টের অ্যাপ্লিকেশন

2.Messho অ্যাপ্লিকেশনটি ব্যবহার করা কি সুরক্ষিত?

3.টেলিগ্রাম প্রিমিয়াম কি?টেলিগ্রাম প্রিমিয়ামের ফিচারসমূহ

4.CoinDCX একাউন্ট কিভাবে বানাবেন ?

Leave a Comment