নতুন ATM কার্ডের পিন জেনারেট করবেন কিভাবে?|How to Generate Debit Card Pin in Bengali 2022

নতুন ডেবিট কার্ড হাতে পাওয়ার পরে অনেকেই এটির পিন জেনারেট করতে পারেন না বা পিন জেনারেট করার প্রসেস জানেন না। সেই জন্য আমরা অনেক সময় ATM এ গিয়ে অন্য কারো সাহায্য নিয়ে এটিএম পিন জেনারেট করে থাকি। কিন্তু এতে আপনার অনেক ক্ষতি হতে পারে। সেই জন্য ATM এর পিন নিজেই জেনারেট করা উচিত। এই পোস্টে আমি এটিএম পিন জেনারেট সম্পর্কিত বিভিন্ন পদ্ধতি নিয়ে আলোচনা করব আপনারা আপনাদের সুবিধা মত যে কোন একটি পদ্ধতি অবলম্বন করে আপনার এটিএম কার্ডের পিন জেনারেট করতে পারেন।

চারটি উপায় আপনি আপনার ATM/Debit কার্ডের পিন জেনারেট করতে পারেন। উপায় গুলি হল-

ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে পিন জেনারেট

ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে এটিএম কার্ডের পিন জেনারেট করবার আগে আপনার মোবাইল নম্বরটি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে রেজিস্টার করতে হবে।

  • প্রথমে আপনাকে আপনার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে ব্যাংকিং ওয়েবসাইটে লগইন করতে হবে।
  • তারপর ডেবিট কার্ড সেকশনে জান।
  • তারপর জেনারেল পিন অথবা ক্রিয়েট পিন বলে অপশনটি সিলেক্ট করুন।
  • তারপর কিছু ইন্সট্রাকশন দেখতে পাবে সেটা step-by-step ফলো করুন।
  • আপনার মোবাইলে একটি ওটিপি আসবে সেটা এন্টার করুন এবং প্রসিড করুন। তার কিছুক্ষণ পরেই আপনার ডেবিট কার্ডটি অ্যাক্টিভেট হয়ে যাবে।

এছাড়া আপনি যে ব্যাংকের এটিএম কার্ড বা ডেবিট কার্ড ব্যবহার করছেন সেই ব্যাংকের অ্যাপ্লিকেশনটি প্লে স্টোর থেকে ডাউনলোড করুন এবং তার মধ্যেও আপনি আপনার ডেবিট কার্ডের পিন জেনারেট করার অপশনটি পেয়ে যাবেন।

SMS ব্যাংকিং এর মাধ্যমে পিন জেনারেট

এসএমএস এর সাহায্যে এটিএম পিন জেনারেট করতে হলে SBI ATM কার্ডের পিন জেনারেশন পদ্ধতি নিচে দেখানো হলো 

  • প্রথমে আপনার রেজিস্টার মোবাইল থেকে একটি এসএমএস পাঠাতে হবে।
  • এসএমএসে লিখতে হবে PIN <XXXX> (এটিএম কার্ডের শেষ চারটি ডিজিট) <YYYY>( আপনার অ্যাকাউন্ট নম্বর এর শেষ চারটি ডিজিট) টাইপ করে 567676 নম্বরে SMS পাঠান।
  • এসএমএসটি পাঠানোর পর আপনার মোবাইলে একটি ওটিপি আসবে তারপর আপনি নিকটবর্তী এটিএম এ গিয়ে আপনার পিন জেনারেট করতে পারবেন। এই OTP টি দুদিনের জন্য ভ্যালিড থাকবে তার মধ্যেই আপনার পিন জেনারেট করে নিতে হবে।

কাস্টমার প্রতিনিধির সাথে যোগাযোগ করে পিন জেনারেট

স্টেট ব্যাংকের এটিএম পিন কিভাবে জেনারেট করবেন সেটি নিচে দেখানো হলো

  • প্রথমে আপনাকে কাস্টমার কেয়ারে 1800112211,18004253800 অথবা 080-26599990 কল করতে হবে আপনার রেজিস্টার মোবাইল নাম্বারটি থেকে।
  • তারপর IVR থেকে নিজের পছন্দের ভাষা বেছে নিতে হবে।
  • এরপর 2 টিপুন এবং প্রিপেইড কার্ড অপশনটি বেছে নিন।
  • এবার 1 প্রেস করুন এবং এটিএম পিন জেনারেট করার অপশনটি বেছে নিন।
  • তারপর আপনার এটিএম কার্ডের নম্বরটি এন্টার করুন এবং 1 প্রেস করে কনফার্ম করুন।
  • এরপর আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নম্বরটা এন্টার করুন এবং 1 টাইপ করে কনফার্ম করুন।
  • তারপর আপনার রেজিস্টার মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে যার বৈধতা দুদিন থাকবে।
  • দুদিনের মধ্যে নিকটবর্তী এটিএম শাখায় গিয়ে আপনাকে পিন জেনারেশন এর কাজটি সম্পন্ন করতে হবে।

এটিএম এগিয়ে ব্যাংকিং অপশনটি সিলেক্ট করতে হবে তারপর চেঞ্জ পিন অপশনটি সিলেক্ট করুন তারপর আপনার ফোনে একটি ওটিপি আসবে ওটিপি দিয়ে নতুন পিন জেনারেট করে নিন।

নিকটবর্তী ATM এ গিয়ে পিন জেনারেট

  • প্রথমে নিকটবর্তী এটিএম শাখায় যান।
  • তারপর এটিএম মেশিনে পিন জেনারেশন অপশনটি সিলেক্ট করুন।
  • তারপর আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নম্বরটি টাইপ করুন।
  • তারপর আপনার রেজিস্টার মোবাইল নাম্বারটি টাইপ করুন এবং কনফার্ম সিলেক্ট করুন।
  • তারপর আপনি একটি মেসেজ দেখতে পাবেন সেখানে কনফার্ম অপশনটিতে ট্যাপ করুন।
  • এরপর আপনার স্ক্রিনে একটি পিন জেনারেশন কনফার্মেশন মেসেজ দেখতে পাবেন।
  • তারপর আপনার মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে এই ওটিপি দুদিনের জন্য ভ্যালিড থাকবে।
  • তারপর ব্যাংকিং অপশনটি সিলেক্ট করুন এবং পিন চেঞ্জ অপশনটি সিলেক্ট করুন। তারপর আপনার মোবাইলে জিওটিভি কে এসেছিল সে ওটিপি ওখানে এন্টার করুন। তারপর পিন দিয়ে কনফার্ম অপশনটি সিলেক্ট করুন।

ATM/Debit কার্ডের পিন জেনারেট করার সময় কি কি সাবধানতা অবলম্বন করা উচিত?

  • আপনার এটিএম এর পিন নম্বরটি কোথাও লিখে রাখবেন না। আপনি যদি কোন কারণে আপনার পিন নম্বরটি ভুলে যান আপনি আবার ATM থেকে নতুন পিন করতে পারবেন।
  • হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম ম্যাসেজ করে কোনো ব্যক্তিকে নিজের এটিএম পিন বলবেন না।
  • আপনি যখন এটিএমে আপনার পিন ইন্টার করছে তখন খেয়াল রাখবেন যাতে আপনার পিন নম্বরটি কেউ দেখে না নেয়।

উপসংহার

উপরে যে ক’টি পদ্ধতি বললাম আর মধ্যে সবচেয়ে ভালো উপায় হল নিকটবর্তী কোন এটিএম শাখায় গিয়ে আপনার এটিএম পিন জেনারেট করা। এটিএম পিন জেনারেট সংক্রান্ত কোনো রকম কিছু প্রশ্ন থাকে আপনি নিচে কমেন্ট বক্সে করতে পারেন। আমরা চেষ্টা করব আপনার সমস্যাটা যাতে আমরা সমাধান করতে পারি।

FAQ.

প্রশ্ন:ব্যাংকে না গিয়ে এটিএম এর পিন জেনারেট করা কি সম্ভব?

উত্তর:হ্যাঁ সম্ভব। বিস্তারিত জানার জন্য আমাদের পোস্টটি পড়ুন।

প্রশ্ন:SBI গ্রীন পিন কি?

উত্তর:স্টেট ব্যাংকের এ টি এম কার্ডের যে পিন কোড থাকে সেটাকেই গ্রিন পিন বলা হয়।

প্রশ্ন:মোবাইল অ্যাপ্লকেশান থেকে এটিএম এর পিন বদলানো কি সম্ভব?

উত্তর:হ্যাঁ আপনি যে ব্যাংকের এ টি এম কার্ড ব্যবহার করেন সেই ব্যাংকের অ্যাপ্লিকেশন থেকে এটিএম পিন বদলানো সম্ভব।

প্রশ্ন:এটিএম কার্ড টি কিভাবে ব্লক করব?

উত্তর:আপনি যে ব্যাংকের এটিএম কার্ড ব্যবহার করেন সেই ব্যাংকের অ্যাপ্লিকেশন থেকে আপনি আপনার এটিএম কার্ড টি ব্লক করতে পারবেন।

প্রশ্ন:এটিএম কার্ডের উইডথড্রাল লিমিত কিভাবে সেট করব?

উত্তর:আপনি যে ব্যাংকের কার্ড ব্যবহার করেন সেই ব্যাংকের যে মোবাইল অ্যাপ রয়েছে সেই মোবাইল অ্যাপে উইথড্রল লিমিট সেট করতে পারবেন।

আপনার জন্য আরো

1.আপনার ফেসবুক আইডি হ্যাক হওয়া থেকে বাঁচাতে কী কী করবেন ?

2.কম্পিউটারের গতি বাড়ানোর 10 টি সুপার হট টিপস

3.হোয়াটসঅ্যাপ এ নম্বর সেভ না করে কল ও ম্যাসেজ করার উপায়

4.আপনার ল্যাপটপ বা কম্পিউটার ভাইরাস আক্রান্ত কিনা কিভাবে জানবেন ?

Leave a Comment