আপনি কি আপনার মেমোরী কার্ডের ফাইলগুলো অ্যাক্সেস করতে পারছেন না, এটা বিভিন্ন কারণে হতে পারে বিশেষ করে আপনার মেমোরী কার্ডটি Corrupt হয়ে গেলে বা সফটওয়্যার গত প্রবলেম হলে মেমোরি কার্ড ঠিক মত কাজ করে না।
আপনার মেমোরী কার্ডটি ড্যামেজ কিনা সেটা যাচাই করার কয়েকটি লক্ষণ রয়েছে আসুন সেগুলো আগে জেনে নেওয়া যাক।
- মেমোরি কার্ড ডিটেক্ট না করা
- রিড এবং রাইট ইসু
- কানেকশন প্রবলেম
- উইন্ডোজ ফরমেট ইরর
- স্লো পারফরম্যান্স
আসুন এবার দেখে নেওয়া যাক কিভাবে আপনারা খারাপ মেমোরি কার্ড টি ঠিক করবেন–
আপনার ইউএসবি পোর্ট চেঞ্জ করুন অথবা আপনার এডাপ্টার বা কার্ড রিডার চেঞ্জ করুন
অনেক সময় আপনার এডাপ্টার বা কার্ড রিডারের অনেক সমস্যা হয় সেই জন্য অন্যান্য পদ্ধতি গুলি অবলম্বন করার আগে আপনার কার্ড রিডার টি অবশ্যই চেক করুন অথবা অন্যকোন এডাপ্টার ব্যবহার করে আপনার মেমোরি কার্ডটি চেক করে নিন।
আপনার যদি ল্যাপটপ থাকে তাতে ইনবিল্ট এসডি কার্ড রিডার থাকে যা অনেক সময় আপনার মেমোরী কার্ডটি রিড করতে পারে না।
সেই জন্য আলাদা আলাদা পোর্ট, এমনকি আলাদা আলাদা ডিভাইস ব্যবহার করে দেখুন।
CHKDSK কমান্ডের ব্যবহার
প্রতিটি কম্পিউটার সিস্টেমে লজিক্যাল এবং ফিজিক্যাল ইরর ঠিক করার জন্য কমান্ড লাইন ইউটিলিটি থাকে । এই ইউটিলিটির নাম CHKDSK এবং এটা ব্যবহার করা খুবই সহজ।
এখন আমরা দেখব CHKDSK কম্যান্ডের ব্যবহার করে কিভাবে করাপ্টেড মেমোরি কার্ড ঠিক করা যায়-
- প্রথমে সার্চ বক্সে “cmd” লিখে এন্টার করুন।
- তারপর নিম্নলিখিত কমান্ড গুলো ফলো করুন এবং এন্টার প্রেস করুন।
chkdsk x: /f ( x এর জায়গায় আপনার SD Card এর ড্রাইভ লেটারটি ব্যাবহার করুন।)
- কিছুক্ষন অপেক্ষা করুন যতক্ষণ না প্রসেসিং শেষ হচ্ছে ।এটা করতে বেশ কিছুটা টাইম লাগবে এটা নির্ভর করছে আপনার মেমোরি কার্ডের সাইজ এর উপর।
ডাটা রিকভারি সফটওয়্যারের ব্যবহার
মেমোরি কার্ড খারাপ হয়ে গেলে বা কোরাপ্ট হয়ে গেলে তাতে যে ফাইল এবং ডাটা গুলি থাকে সেগুলি নষ্ট হয়ে যায়। সেই গুরুত্বপূর্ণ ফাইল ও ডেটা গুলিকে ফিরিয়ে আনার জন্য আমরা এসডি কার্ড ডাটা রিকভারি সফটওয়্যার ব্যবহার করতে পারি।
Disk Drill হলো এমনই একটি ডাটা রিকভারি সফটওয়্যার যা আপনি সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করতে পারেন। এই সফটওয়্যার টি সমস্ত রকম মেমোরি কার্ড সাপোর্ট করে। এবং এই সফটওয়্যারটির সাহায্যে আপনি খুব সহজেই আপনার ফটো, ভিডিও, অডিও এবং মুছে যাওয়া গুরুত্বপূর্ণ ডকুমেন্টগুলি খুব সহজেই রিকভার করতে পারবেন এবং রিকভার করার আগে প্রিভিউ দেখতে পারবেন।
অন্য ডিভাইস ব্যবহার করে দেখুন
আপনি যে মেমোরি কার্ডটা আপনার কম্পিউটারে ব্যবহার করছেন সেটা হয়তো সম্পূর্ণ ঠিক রয়েছে। কিন্তু আপনার কম্পিউটারে কোন সমস্যা রয়েছে এটা নিশ্চিত করবার জন্য আপনি অন্য কোন কম্পিউটার বার ডিভাইসে মেমরি কার্ডটা লাগিয়ে দেখতে পারেন।
আপনি আপনার বন্ধুকে মেমরি কার্ডটা দিয়ে চেক করতে বলতে পারেন অথবা কোন ক্যাফেতে গিয়ে মেমোরি কার্ড টা চেক করতে পারেন যে সমস্ত ডিভাইসে মেমোরি কার্ড সাপোর্ট নিচ্ছে কিনা।
তবে একটা জিনিস মাথায় রাখবেন আপনি যদি মেমরি কার্ডটা আপনার ফোনে লাগান অনেক সময় মেমোরি কার্ড টা মুছে ফেলার অপশন দেখায়। আপনি কখনোই ভুল করে মেমোরি কার্ডটি ফরমেট করে ফেলবেন না।
আপনার ড্রাইভের লেটারটি পরিবর্তন করে দেখুন
মেমোরি কার্ডের অনেক সমস্যায় সমাধান হয়ে যায় শুধুমাত্র ড্রাইভের লেটার টিকে চেঞ্জ করে।
তো আসুন এবার দেখে নেওয়া যাক ড্রাইভের লেটারটি কিভাবে পাল্টাবেন-
- সার্চ বক্সে ডিস্ক ম্যানেজমেন্ট টাইপ করুন এবং এন্টার করুন তারপর সেখান থেকে ক্রিয়েট এন্ড ফরমেট হার্ডডিস্ক পার্টিশন অপশনটি সিলেক্ট করুন।
- তারপর আপনার এসডিকার্ড টি সিলেক্ট করুন এবং তার উপর রাইট ক্লিক করুন। আপনার সামনে একটি পপ-আপ বক্স আসবে সেখান থেকে চেঞ্জ ড্রাইভ লেটার এন্ড পাথ অপশনটিতে ক্লিক করুন।
- তারপর চেঞ্জ বাটনটির উপর ক্লিক করুন।
- তারপর একটি নতুন ড্রাইভ লেটার সিলেক্ট করুন এবং ওকে বাটনে ক্লিক করুন।
- পুনরায় ওকে বাটনে ক্লিক করুন এবং কনফার্ম করুন।
মেমোরি কার্ডের ড্রাইভারগুলি পুনরায় ইনস্টল করুন
আপনার কম্পিউটার আপডেটের সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় সমস্ত ড্রাইভার আপডেট করে থাকে ।কিন্তু কখনো কখনো আপনার যে ড্রাইভারটি প্রয়োজন সেটি যদি আপনার কম্পিউটারে না থাকে তাহলে আপনার মেমোরী কার্ডটি ঠিকমতো কাজ নাও করতে পারে সে ক্ষেত্রে আপনি ম্যানুয়ালি আপনার ড্রাইভারগুলি আপডেট করতে পারেন।
তো আসুন এবার দেখে নেয়া যাক কিভাবে আপনারা ড্রাইভারগুলি রি- ইন্সটল করবেন-
- টাস্কবারে সার্চ অপশনে ডিভাইস ম্যানেজার টাইপ করুন এবং ডিভাইস ম্যানেজার সিলেক্ট করুন।
- সেখানে আপনি বিভিন্ন ক্যাটাগরি দেখতে পাবেন তার মধ্যে থেকে আপনার মেমোরি কার্ড টি সিলেক্ট করুন।
- SD কার্ড এর উপর রাইট ক্লিক করুন এবং আপডেট ড্রাইভার সিলেক্ট করুন।
- ড্রাইভার সফটওয়্যারটি আপডেট করার জন্য সার্চ অটোমেটিক্যালি অপশনটি সিলেক্ট করুন।
- তারপর আপডেট ড্রাইভটি সিলেক্ট করুন।
উইন্ডোজ রিপেয়ার টুল ব্যবহার করুন
আপনি যখনই কোন করাপটেড মেমোরি কার্ড কম্পিউটারে ইনসার্ট করেন অনেক সময় কম্পিউটার নিজে থেকেই রিপিয়ারের জন্য সাজেস্ট করে। আপনি চাইলে উইন্ডোজ রিপেয়ার টুল টি ব্যবহার করে আপনার মেমোরি কার্ডটি ফিক্স করতে পারেন।
আসুন এবার দেখে নেয়া যাক কিভাবে আপনারা উইন্ডোজ রিপোর্ট কোনটি ব্যবহার করবেন-
- সার্চ অপশনে This PC লিখে সার্চ করুন এবং সিলেক্ট করুন।
- আপনার মেমোরি কার্ড টির উপর রাইট ক্লিক করুন এবং প্রোপার্টিজ অপশনটি সিলেক্ট করুন।
- এরপর টুলস মেনু তে গিয়ে চেক অপশনটি সিলেক্ট করুন।
- তারপর স্ক্যান এন্ড রিপেয়ার ড্রাইভ অপশনটিতে ক্লিক করুন।
RAW মেমোরি কার্ড থেকে FAT32 তে ফরমেট করে দেখুন
আপনার মেমোরী কার্ডটি ব্যবহার করতে যদি সমস্যা হয় সেক্ষেত্রে আপনি fat32 তে আপনার মেমোরি কার্ডটি ফরম্যাট করে দেখতে পারেন।
আসুন এবার দেখে নেয়া যাক আপনি আপনার RAW মেমোরী কার্ডটি কে কিভাবে fat32 তে ফরমেট করবেন –
- প্রথমে আপনার মেমোরী কার্ডটি কম্পিউটারের সঙ্গে কানেক্ট করুন।
- তারপর সার্চ বক্সে “cmd” লিখুন এবং রানাস অ্যাডমিনিস্ট্রেটর সিলেক্ট করুন।
- এরপর ডিস্ক পার্ট টাইপ করুন এবং কিবোর্ড থেকে এন্টার প্রেস করুন।
- তারপর লিস্ট ভলিউম টাইপ করুন এবং এন্টার প্রেস করুন।
- তারপর সিলেক্ট ভলিউম টাইপ করুন<number corresponding to the raw SD card>এবং এন্টার প্রেস করুন।
- তারপর format fs=fat32 টাইপ করুন এবং এন্টার বাটনটি প্রেস করুন।
ডিস্ক পার্ট এই কমান্ডটি খুবই গুরুত্বপূর্ণ একটি কমান্ড যেটির সাহায্যে আপনি আরও একাধিক কাজ খুব সহজে করতে পারবেন।
CMD তে ডিস্কপার্ট কমান্ডের ব্যবহার
সিএমডি তে পার্ট কমান্ডটি ব্যবহার করে আপনি আপনার মেমোরী কার্ডের বিভিন্ন সমস্যার সমাধান করতে পারেন মেমোরি কার্ড ফরমেট না করেও।
আপনি যখন ডিস্ক পার্ট কমান্ডটি ব্যবহার করবেন একটা কথা মাথায় রাখবেন আপনি প্রথমে সঠিক ড্রাইভ টি সিলেক্ট করবেন তারপরই যে কমান্ড গুলো দেবেন সেগুলো এপ্লাই করবেন। সেফটির জন্য আপনি যতদূর সম্ভব অন্য ডিভাইস গুলিকে ডিসকানেক্ট করে রাখতে পারেন যাতে আপনার সিলেকশন ভুল না হয়।
আসুন এবার দেখে নেয়া যাক ডিসকপার্ট কমান্ডের সাহায্যে কিভাবে আপনি আপনার মেমোরী কার্ডটি ফিক্স করবেন-
- প্রথমে মেমোরী কার্ডটি আপনার কম্পিউটারের সঙ্গে কানেক্ট করুন।
- এরপর সার্চবক্সে cmd টাইপ করুন এবং রান এস অ্যাডমিনিস্ট্রেটর সিলেক্ট করুন।
- এরপর diskpart টাইপ করুন এবং কিবোর্ড থেকে এন্টার প্রেস করুন।
- তারপর list disk টাইপ করুন এবং এন্টার প্রেস করুন।
- এরপর সিলেক্ট ডিস্ক টাইপ করুন <the number corresponding to your SD card>এবং এন্টার প্রেস করুন।
- তারপর recover টাইপ করুন এবং এন্টার প্রেস করুন। এই কমেন্টই আপনার মেমোরি কার্ডটি রিপ্লেস করে দেবে।
ফরম্যাট করে দেখুন
মেমোরি কার্ড ঠিক করার আরেকটি উপায় হলো মেমোরি কার্ড ফরমেট করা। আপনি বিভিন্নভাবে আপনার মেমোরি কার্ড ফরমেট করতে পারে। বিভিন্ন রকম Third-party সফটওয়্যার আছে যেগুলোর সাহায্যে আপনি আপনার মেমোরী কার্ডটি ফরম্যাট করতে পারবেন।
তবে আপনার উইন্ডোজ কম্পিউটার ফরম্যাটিং এর জন্য যে টুল রয়েছে সেটাই যথেষ্ট আপনার মেমোরী কার্ডটি সঠিকভাবে ফরম্যাট করার জন্য।
আসুন এবার দেখে নেয়া যাক আপনার damage মেমোরি কার্ডটি কিভাবে ফরমেট করবেন-
- প্রথমে সার্চ বক্সে ডিসিসি টাইপ করুন এবং সিলেক্ট করুন।
- আপনার মেমোরী কার্ডটি উপর রাইট ক্লিক করুন এবং ফরমাট অপশন টি সিলেক্ট করুন।
- এরপর আপনার পছন্দের ফাইল সিস্টেম টি সিলেক্ট করুন। সাইজ এলোকেশন যেমন আছে তেমন রেখে দিতে পারেন।
- খেয়াল রাখবেন যেন কুইক ফরমেট অপশনটি সিলেক্ট করা না থাকে।
- এবার মেমোরি কার্ড ফরমেট করার জন্য স্টার্ট বাটনে ক্লিক করুন।
ডেটা রিকভারি সেন্টারের ব্যবহার
আপনি যদি উপরের সমস্ত সলিউশন গুলো ব্যবহার করে থাকেন এবং তাতেও যদি আপনার কোন সুরাহা না হয় আপনি ডাটা রিকভারি সেন্টার ব্যবহার করতে পারেন। যেখানে আপনার মুছে যাওয়া সমস্ত ডেটা গুলি প্রফেশনালদের দারা রিকভার করা হবে।
আপনি যখন কোন ডাটা রিকভারি সেন্টার সিলেক্ট করবেন তখন নিম্নলিখিত বিষয়গুলি মাথায় রাখবে-
- ক্লিন রুম এন্ড প্রফেশনাল ইকুইপমেন্ট
- রিকভারি গ্যারান্টি
- পজিটিভ রিভিউ
উপসংহার
মেমোরি কার্ড বিভিন্ন কারণে ড্যামেজ এবং করাপ্ট হতে পারে। এবং আপনার মেমোরী কার্ডটি fix করার বিভিন্ন পদ্ধতি আপনি অবলম্বন করতে পারেন। উপরিক্ত আর্টিকেলে সেই সংক্রান্ত ই সমাধান দেয়া হয়েছে আপনারা সেগুলি ব্যবহার করে আপনাদের মেমোরি কার্ডটি ব্যবহারযোগ্য করে তুলতে পারেন।
FAQ
প্রশ্ন:Corrupt মেমোরি কার্ড কিভাবে ঠিক করবেন?
উত্তর:করাপ্ট মেমোরি কার্ড ঠিক করার একাধিক উপায় রয়েছে সেগুলি সম্পর্কে আমাদের পোস্টটিতে ডিটেলসে আলোচনা করা হয়েছে আপনি সেগুলি পড়ে এপ্লাই করে দেখতে পারেন।
প্রশ্ন:নষ্ট মেমোরি কার্ড থেকে ফটো কিভাবে রিকভার করবেন?
উত্তর:বিভিন্ন ধরনের থার্ড পার্টি মোবাইল এবং কম্পিউটার অ্যাপ্লিকেশন রয়েছে যেগুলি ব্যবহার করে আপনি আপনার ফটোগুলিকে রিকভার করতে পারবেন। যেমন- ডিস্ক ডিগার অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে আপনি ফোন থেকে ডিলিট হয়ে যা ফটোগুলি ফিরিয়ে আনতে পারবেন।
প্রশ্ন:নষ্ট মেমোরি কার্ড থেকে ডাটা কিভাবে রিকভার করবেন ?
উত্তর:ডেটা ইকোভা টু করবার জন্য বিভিন্ন অ্যাপ্লিকেশন রয়েছে এছাড়া ডাটা রিকভারি সেন্টার ব্যবহার করেও আপনি আপনার ডেটাগুলিকে পুনরায় ফিরে পেতে পারেন।
প্রশ্ন:ফরমেট না করে কিভাবে আমার মেমোরি কার্ডটা রিকভার করব?
উত্তর:অনেক সময় মেমোরি কার্ড করাপ্ট হয়ে গেলে সেটিকে ফরম্যাট করার প্রয়োজন হয় কিন্তু আপনি যদি ফরম্যাট না করে আপনার ঠিক করতে চান সেক্ষেত্রে আপনি থার্ড পার্টি সফটওয়্যার গুলি আছে সেগুলির সাহায্য নিতে পারেন।
প্রশ্ন:আমার মেমরি কার্ডটি করাপ্ট কি না কিভাবে চেক করব?
উত্তর:আপনার মেমোরি কার্ডটি করাপ্ট কিনা সেটি চেক করবার জন্য আমাদের পোস্টের প্রথমে কতগুলি লক্ষণ সম্পর্কে আলোচনা করা হয়েছে সেগুলি দেখুন তাহলে খুব সহজে বুঝতে পারবেন আপনার মেমোরি করাপ্ট কোরাপ কি না।
খারাপ মেমোরি কার্ড ঠিক করার উপায়
আপনার জন্য আরো
1.ফ্রি ওয়াইফাই ব্যবহারের আগে কী কী বিধি নিষেধ মানা উচিত জেনে নিন
2.স্মার্টফোন কেনার আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জেনে নিন।
3. রিফার্বিশড মোবাইল কি ? আপনার কি রিফার্বিশড স্মার্টফোন কেনা উচিত ?