How to fiend your lost phone in Bengali 2022|অ্যানড্রয়েড ফোন হারিয়ে গেলে তা কীভাবে ফিরে পাবেন ?

আমাদের জীবনের এক গুরুত্বপূর্ণ গ্যাজেট হয়ে উঠেছে স্মার্টফোন। অধিকাংশ মানুষ স্মার্টফোন ছাড়া ২ মিনিটও থাকতে পারে না। আমাদের ব্যাক্তিগত তথ্য, ছবি, পাসওয়ার্ড এই সব কিছুই ফোনে সেভ করা থাকে। তাই কোনো ভাবে স্মার্টফোনটি হারিয়ে গেলে বিপদ হতে পারে। কীভাবে এই হারিয়ে যাওয়া ফোনটি খুঁজে পাবেন ? যদি আপনি ফোন খুঁজে না পান তাহলে কীভাবে রিমোটলি ফোনের ডেটা ডিলেট করে ফোনটি লক করবেন ? তা জেনে নিন।

ধরে নিন আপনার ফোনটি কোনো ভাবে হারিয়ে গেছে আর সেই ফোনটি কেও খুঁজে পায়নি। সেই ফোন খুঁজে পাওয়া সম্ভব হতে পারে যদি আপনার ফোনে নির্দিষ্ট অপশন অন করা থাকে। এই সব কারণে আপনাকে ফোনের লোকেশন ডেটা এবং ‘ফাইন্ড মাই ডিভাইস’ অপশনটি অন রাখতে হবে। এছাড়াও মোবাইল ডেটা অন রাখতে হবে ফোনে। অথবা ফোনটি কোনো ওয়াই ফাই-এর সাথে যুক্ত থাকলেও হবে। ফোনের ডেটা ইরেজ করতে হলে একটি কোড এর প্রয়োজন হয়। এছাড়াও টু ফ্যাক্টর অথেনটিকেশন অপশনটি অন থাকলেও হবে। চলুন তাহলে জেনে নেওয়া যাক আপনার হারিয়ে যাওয়া ফোনটি ফিরে পেতে গেলে কি কি পদ্ধতি অনুসরণ করতে হবে –

স্টেপ ১। প্রথমে ফোনে গুগল অ্যাকাউন্ট লগ ইন করতে হবে। যদি অধিকাংশ গুগল অ্যাকাউন্ট থাকে তাহলে প্রাইমারি অ্যাকাউন্টটি সিলেক্ট করতে  হবে।

স্টেপ ২। তারপর এই https://www.google.com/android/find?u=0 ওয়েবসাইটটি ওপেন করতে হবে। কিংবা গুগলে গিয়ে ফাইন্ড মাই ডিভাইস অপশনটি সিলেক্ট করে লগইন করতে হবে।

স্টেপ ৩। এরপর এই ওয়েবসাইটটি ওপেন হলে আপনার যেই স্মার্টফোনটি হারিয়ে গিয়েছে তাতে একটি নোটিফিকেশন চলে যাবে।

স্টেপ ৪। যদি আপনি দ্বিতীয়বার নোটিফিকেশন পাঠাতে চান তাহলে ডান দিকে লস্ট ফোন আইকনে ট্যাব করুন।

 স্টেপ ৫। একবার আপনার ফোনে নোটিফিকেশন চলে গেলে আপনি লোকেশন জেনে নিতে পারবেন। আপনি গুগল ম্যাপ ব্যবহার করে আপনার ফোন কোথায় আছে জানতে পারবেন।

স্টেপ ৬। আপনি এখানে তিনটি অপশন পেয়ে যাবেন। এরপর প্লে সাউন্ড, তারপর সিকিওর ডিভাইস এবং অবশেষে ইরেজ ডিভাইস অপশন দেখতে পাবেন। আপনি যদি প্লে সাউন্ড অপশনটি সিলেক্ট করেন তাহলে আপনার ফোন একটানা ৫ মিনিট রিং হতে থাকবে। এক্ষেত্রে আপনার ফোনটি যদি ভাইব্রেট কিংবা সাইলেন্ট মোডে থাকে তাহলেও রিং হবে।

স্টেপ ৭। আপনি ফোনে একটি  পাসওয়ার্ডের মাধ্যমে ফোন লক করতে পারবেন  যদি সিকিওর ডিভাইস অপশন সিলেক্ট করেন। এর ফলে আপনার ফোন যদি অন্য কারোর হাতে পরে  যাই তাহলেও আপনার ডেটা সুরক্ষিত থাকবে।

স্টেপ ৮। আপনার ফোনের সমস্ত ডেটা ডিলিট হয়ে যেতে পারে যদি আপনি ইরেজ ডেটা সিলেক্ট করেন। এর ফলে আপনি আপনার ফোন খুঁজে পেলেও সেই ডেটা ফিরে পাবেন না।

আপনার জন্য আরো

1.অনলাইনে নিজের নাম ভোটার তালিকায় আছে কিনা সেটা কীভাবে দেখবেন ?

2.আধার কার্ড অনলাইনে কীভাবে ডাউনলোড করবেন ?

3.আপনার কন্টাক্ট নাম্বার গুলি একটি জিমেইল একাউন্ট থেকে অন্য জিমেইল কিভাবে ট্রান্সফার করবেন?

4.জেনে নিন Android ফোন থেকে ডিলিট হয়ে যাওয়া ফোটো ও ভিডিও রিকভার করার উপায়

Leave a Comment