How to Earn Free Bitcoins in India 2022|ভারতে বিটকয়েন বিনামূল্যে কীভাবে রোজগার করবেন ?

আধুনিক জীবনে প্রযুক্তি এক বরো ভূমিকা এনেছে আমাদের দ্রুত গতির জীবন যাত্রায়। এই প্রযুক্তির মাধ্যমে টাকা শুধুমাত্র আর কাগজেই সীমাবদ্ধ নেই। এখন কম্পিউটার থেকেই টাকা রোজগার করা সম্ভব ডিজিটাল কারেন্সির সাহায্যে। বিটকয়েন হলো ক্রিপ্টো কারেন্সির মধ্যে সবথেকে বেশি জনপ্রিয়। এই কয়েক বছরের মধ্যে বিটকয়েন অনেক প্রচলিত হয়েছে। বিটকয়েনের জনপ্রিয়তার পরেই সামনে এসেছে বিভিন্ন ক্রিপ্টো কারেন্সি যেমন ইথিরিয়াম, সোলানা, পলকাডট, পলিগন, ডিসেন্ট্রালান্ড ইত্যাদি।

প্রথম ২০০৮ সালে সামনে এসেছিল বিটকয়েন। কোন দেশের সেন্ট্রাল ব্যাঙ্ক বিটকয়েনকে অনুমোদন দেয়নি কারণ বিকেন্দ্রীকরণ ডিজিটাল কারেন্সি হওয়ার জন্য। এই কারেন্সি অনলাইনে ব্যবহার করা যেতে পারে। বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে অনলাইনে কেনাকাটাও করা যায় এই বিটকয়েনের মাধ্যমে। এই কয়েক বছরের মধ্যে বিটকয়েন ভীষণভাবে জনপ্রিয়তা লাভ করেছে। শুরুতে অনেকেই ভেবে ছিলেন যে বিটকয়েন বিফলে যেতে পারে। যদিও এই সব কথাকে ভুল প্রমান করে cryptocurrency জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গিয়েছে। ব্যাপকভাবে বিটকয়েনের মূল্য বৃদ্ধি পাচ্ছে। এখনো পর্যন্ত বিটকয়েনের মূল্য কম হওয়ার কোনো রকম পূর্বাভাস নেই। তাই আপনার পকেটে কিছু পরিমান বিটকয়েন থাকলেও ক্ষতি হবে না।

How to Earn Free Bitcoins ?

অনলাইনে বিটকয়েন বিভিন্ন উপায়ে কেনা যেতে পারে। বিটকয়েন বিভিন্ন সার্ভে, শপিং ও ক্রিপ্টো মাইনিং- এর মাধ্যমে রোজগার করা যাবে। আপনি বিটকয়েনের মাধ্যমে রিওয়ার্ডও পেতে পারেন বিভিন্ন ধরণের শপিং অ্যাপ ব্যবহার করে কেনাকাটা করলে। এমনই একটি  অ্যাপ  হলো বিটরিফিল। আপনি যদি প্লে স্টোর থেকে এই অ্যাপটি ডাউনলোড করেন তাহলে বিনামূল্যে বিটকয়েন উপার্জন করতে পারবেন। এছাড়াও আরও একটি জনপ্রিয় উপায় ক্রিপ্টো মাইনি। এর দ্বারা আপনি নিজে যেমন  বিটকয়েন রোজগার করতে পারবেন তেমন অপরকেও বিটকয়েন লেনদেনের জন্য কম্পিউটার ভাড়া দিতে পারবেন।উপুড়ন্ত এই বিটকয়েন লেনদেনের জন্য আপনি লাভের একটি অংশ পাবেন। কয়েন ডি সি এক্স, বাইন্যান্স, ওয়াজিরিক্স, কয়েন সুইচ কুবের-এই সব অ্যাপ এর মাধ্যমে ক্রিপ্টো কারেন্সি কেনা বেচা করা যায়।

FAQ

প্রশ্ন : বিটকয়েনের সবথেকে ধনী ব্যাক্তি কে ?

উত্তর : Hangpeng Zhao।

প্রশ্ন : ভারতে কার কাছে সবথেকে বেশি বিটকয়েন আছে ?

উত্তর : ভারতে সবথেকে বেশি বিটকয়েন রয়েছে Akshay
Haldipur এর কাছে।

প্রশ্ন : বিটকয়েন কে আবিষ্কার করেছিল ?

উত্তর : Satoshi Nakamoto (আনুমানিক)।

প্রশ্ন : ভারতে সেরা বিটকয়েন ওয়ালেট কোনটি ?

উত্তর : Binance , Wazirx , CoinDCX, ।

প্রশ্ন : সেরা ক্রিপ্টোকারেন্সি কি কি ?

উত্তর : বিটকয়েন, ইথিরিয়াম, পলকাডট, কার্ডানো, সোলানা, টিথার, বাইন্যান্স কয়েন, Ripple’s XRP।

আপনার জন্য আরো

1.যে কোনো সমস্যার সমাধানে ফেসবুকের সাথে কিভাবে যোগাযোগ করবেন ?

2.Linkedin এ চাকরি পেতে কি কি করণীয় জেনে রাখুন

3.সফটওয়্যার পাইরেসি কি? সফটওয়্যার পাইরেসি প্রতিরোধের উপায়

4.কম্পিউটারের গতি বাড়ানোর 10 টি সুপার হট টিপস

Leave a Comment