How to Download Digital Voter id Card Online? in Bengali 2022|কিভাবে অনলাইন ডিজিটাল ভোটার আইডি কার্ড ডাউনলোড করবেন তা জেনে নিন ?

e-EPIC হলো রেশন কার্ডের pdf ভার্সন। আপনারা নিজের মোবাইলে এই ডক্যুমেন্ট Save করে রাখতে পারবেন। এছাড়াও  DigiLocker এও আপলোড করা যাবে।আপনারা এই ডক্যুমেন্টটি প্রিন্ট করে যেকোনো জায়গায় ব্যবহার করতে পারবেন। নির্বাচন কমিশন PVC EPIC কার্ডের পরে দেশের নাগরিকদের জন্য এই সুবিধা নিয়ে এসেছে।

নির্বাচন কমিশন এবার নাগরিকদের ভোট দানের অধিকার নিশ্চিত করার জন্য EPIC কার্ড অনলাইন ডাউনলোড করার সুবিধা করে দিলো। যদি কোনো কারণে অপন্সর ভোটার কার্ডটি হারিয়ে যায় অথবা চুরি হয়ে যায় তাহলে আপনারা e-EPIC কার্ড ডাউনলোড করে নিতে পারবেন।

এছাড়াও ডিজিটাল ভোটার আইডির মাধ্যমে বিকল্প আইডির আবেদন জানানো যাবে এবং ঠিকানাও পরিবর্তন করা যাবে। এর ফলে আপনারা যদি কখনো কোনো শহর অথবা রাজ্য পরিবর্তন করেন তাহলে প্রত্যেকবার আপনাকে আর নতুন করে ভোটার আইডি কার্ড বানাতে গিয়ে ঝামেলা ভোগ করতে হবে না। শুধু অনলাইনে গিয়ে  ঠিকানা পরিবর্তন করে নতুন ভোটার আইডি কার্ড অনলাইনে ডাউনলোড করে নিলেই হবে।

চলুন এবার তাহলে জেনে নেওয়া যাক অনলাইনে ডিজিটাল ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে গেলে কি কি করতে হবে –

১। প্রথমে আপনাকে নির্বাচন কমিশনের ওয়েবসাইট https://voterportal.eci.gov.in কিংবা https://nvsp.in/ ওপেন করতে হবে।

২। তারপর আপনাকে NVSP পোর্টালে লগইন করতে হবে।

৩। লগইন করার ক্ষেত্রে আপনার একটি অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক।

৪। যদি আপনার নিজস্ব অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনাকে মোবাইল নম্বর অথবা ইমেল আইডির মাধ্যমে একটি অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে।

৫। অ্যাকাউন্টটি তৈরী হয়ে যাওয়ার পর আপনাকে কিছু তথ্য জানাতে হবে।

৬। প্রথমেই আপনাকে নিজের EPIC নম্বর অথবা ফর্ম রেফারেন্স জানাতে হবে। তারপর নিজের রাজ্য সিলেক্ট করে নিতে হবে।

৭। এইবার আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি OTP আসবে।

৮। OTP টি দেওয়ার পরেই স্ক্রিনে e-EPIC ডাউনলোড করার অপশনটি চলে আসবে।

৯। তারপর আপনাকে Download e-EPIC অপশনটি সিলেক্ট করতে হবে।

১০। এইবার একটি pdf ফাইল আপনার ডিভাইসে ডাউনলোড হয়ে যাবে।

১১। তারপর আপনি এই ফাইলটি সেভ করে নেবেন।

প্রয়োজন হলে আপনি e-EPIC কার্ডটি প্রিন্টও করে নিতে পারেন।

ভোটার কার্ড সংক্রান্ত যাবতীয় যে কোনো কাজ ডিজিটাল কার্ডের মাধ্যমে করা যাবে। তবে এখন ভোট দেওয়ার জন্য ভোটার আইডি কার্ড ছাড়াও অন্যান্য সরকারি পরিচয় পত্রকে মান্যতা দেওয়া হয়েছে। আপনারা ডিজিটাল ভোটার আইডি কার্ডটি ডাউনলোড করে সেটি প্রিন্ট করে ল্যামিনেশন করে নিজের কাছে রেখে দিতে পারবেন। যেটি সম্পূর্ণ অরিজিনাল কার্ডের মতোই দেখতে হবে। আসল ভোটার কার্ডে হলোগ্রাম থাকে, যেটা ডিজিটাল ভার্সন কার্ড ডাউনলোড করে প্রিন্ট করলে পাওয়া সম্ভব নয়। 

আপনার জন্য আরো

1.অনলাইনে নিজের নাম ভোটার তালিকায় আছে কিনা সেটা কীভাবে দেখবেন ?

2.আধার কার্ড অনলাইনে কীভাবে ডাউনলোড করবেন ?

3.আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বর UAN অ্যাকাউন্টে কীভাবে পরিবর্তন করবেন ?

4.কিভাবে কম্পিউটারে সফটওয়্যার ছাড়াই ফাইল ও ফোল্ডার হাইড করবেন ?

Leave a Comment