আধার কার্ড সারা দেশে পরিচয় পত্র হিসাবে ব্যবহার করা হয়। এছাড়াও আধার কার্ড বিভিন্ন সরকারি কাজে, ব্যাঙ্কে ও অন্যান্য আর্থিক লেনদেনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। 12 ডিজিটের একটি আধার নম্বর থাকে আধার কার্ডে। দেশের যে কোনো জায়গায় নিজের পরিচয় এই আধার নম্বর ব্যবহার করেই বৈধ করা সম্ভব।ইউআইডিএআই ওয়েবসাইট থেকে ডাউনলোড করা আধার কার্ডটি ইন্ডিয়া পোস্টের মাধ্যমে পাওয়া আধার কার্ডের মতোই দেশের সমস্ত জায়গায় ব্যবহার করা যাবে। অনলাইনে Aadhaar card download দেশের যে কোনো নাগরিকই করতে পারবেন। ই-আধার কার্ডটি আসলে আধার কার্ডের ডিজিটাল ভার্সন। এখানে আধার কার্ডের মতোই সব গুরুত্বপূর্ণ নথি লেখা থাকে।
কীভাবে অনলাইনে আধার কার্ডটি ডাউনলোড করবেন ?
স্টেপ ১। আধারের ওয়েবসাইট https://uidai.gov.in/ ওপেন করুন।
স্টেপ ২। এরপর ডাউনলোড আধার অপশনটি সিলেক্ট করতে হবে। এই অপশনটি আপনি মাই আধার মেনুতে পেয়ে যাবেন।
স্টেপ ৩। তারপর আপনি নীচের দিকে একটু স্ক্রোল করলে অনেক গুলি অপশন দেখতে পাবেন। সেখান থেকে আপনি Download Aadhaar অপশনটি সিলেক্ট করবেন।
স্টেপ ৪। এইবার আপনি এখানে তিনটি অপশন দেখতে পাবেন সেগুলি হলো এনরোলমেন্ট আইডি, আধার ও ভার্চুয়াল আইডি।
স্টেপ ৫। এরপর আপনার আধার থাকলে “আধার” অপশনটি সিলেক্ট করতে হবে।
স্টেপ ৬। তারপর 12 ডিজিটের আধার নম্বরটি দিতে হবে।
স্টেপ ৭। এরপর ক্যাপচা কোড দিয়ে দিন ভেরিফিকেশনের জন্য। তারপর ‘Send OTP’ অপশনটি সিলেক্ট করুন।
স্টেপ ৮। এইবার আপনার আধারের সঙ্গে লিঙ্ক থাকা মোবাইলে একটি ওটিপি আসবে তারপর সেই ওটিপি টি বসিয়ে দিন।
স্টেপ ৯। এরপর আপনাকে ‘ভেরিফাই অ্যান্ড ডাউনলোড’ অপশনটি সিলেক্ট করতে হবে।
স্টেপ ১০। এরপরে আধার কার্ডটি আপনার কম্পিউটারে ডাউনলোড হয়ে যাবে।
পাসওয়ার্ড এর মাধ্যমে ডাউনলোড হওয়া ফাইলটি সুরক্ষিত ভাবে থাকবে। এই ফাইলটি ওপেন করতে হলে নিজের নামের প্রথম চারটি অক্ষর ও জন্মের বছর টাইপ করতে হবে।
নিজের আধার নম্বরটি না জানা থাকলে এনরোলমেন্ট নম্বরের মাধ্যমে আধার ডাউনলোড করা যেতে পারে।
FAQ.
প্রশ্ন : E – Aadhaar কার্ড কী ?
উত্তর : E – Aadhaar হলো বাসিন্দাদের UIDAI আবাসিক পোর্টাল থেকে তাদের আধার কার্ড প্রিন্ট করার জন্য একটি অনলাইন পরিষেবা।
প্রশ্ন : E – Aadhaar কী আধারের ফিজিক্যাল কপির মতো সমানভাবে বৈধ ?
উত্তর : আধার কার্ডের আইন অনুসারে UIDAI বলেছেন যে E – Aadhaar সমস্ত উদ্দেশ্যে আধার কার্ডের ফিজিক্যাল কপির মতো সমানভাবে বৈধ।
প্রশ্ন : আধার কার্ডের পাসওয়ার্ড কী ?
উত্তর : ক্যাপিটালে আপনার নামের প্রথম 4টি অক্ষর এবং
আপনার জন্মের সাল এটাই হলো আধার কার্ডের পাসওয়ার্ড।
প্রশ্ন : আমি কীভাবে আধার কার্ডে আমার মোবাইল নম্বর আপডেট করতে পারি?
উত্তর : ১। প্রথমে আপনার নিকটবর্তী একটি আধার এনরোলমেন্ট সেন্টারে যাবেন।
২। তারপর সেখানে গিয়ে আধার এনরোলমেন্ট ফর্মটি ফিলআপ করবেন।
৩। ফর্মে আপনার মোবাইল নম্বরটি উল্লেখ করবেন।
৪। তারপর আপনি এক্সিকিউটিভের কাছে ফর্মটি জমা দিয়ে দেবেন।
৫। এরপর আপনার বায়োমেট্রিক প্রদান করে আপনার দেওয়া তথ্য গুলি ভেরিফাই করতে হবে।
প্রশ্ন : আধার কার্ডের জনক কে ?
উত্তর : আধার কার্ডের জনক হলেন Nandan Nilekani।
আপনার জন্য আরো
1.নিজের ইমেল আইডি ভুলে গেলে তা কীভাবে উদ্ধার করবেন ?
2.নতুন ATM কার্ডের পিন জেনারেট করবেন কিভাবে?
3.ফলিনা কি? Follina থেকে বাঁচতে windows ব্যবহারকারীদের কি করা উচিত?
4.আপনার ল্যাপটপ বা কম্পিউটার ভাইরাস আক্রান্ত কিনা কিভাবে জানবেন ?