অনলাইনে রেশন কার্ড e -KYC করার জন্য যে সমস্ত পদ্ধতি গুলি অনুসরণ করতে হবে তা জেনে নিন।
- প্রথমে আপনি একটি যেকোনো ব্রাউজার ওপেন করে নেবেন। তারপর সেখানে food.wb.gov.in লিখে সার্চ করবেন।
- এরপর আপনার সামনে Department of Food & Supplies এর ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে।
- এইবার সেখান থেকে আপনি Ration Card বলে অপশনটিতে ক্লিক করবেন।
- করার পর আপনার সামনে আরেকটি নতুন পেজ ওপেন হয়ে যাবে।
- সেখানে আপনি অনেকগুলি অপশন দেখতে পাবেন এবং সেখান থেকে আপনি Check The Status of Your Ration Card এই অপশনটিতে ক্লিক করবেন।
- এরপর এখানে আপনার Ration কার্ড নাম্বারটি ঠিকঠাক ভাবে বসিয়ে দেবেন।
- তারপর ক্যাপচা কোডটি বসিয়ে সার্চ অপশনে ক্লিক করবেন।
- এরপর এখানে আপনি আপনার সমস্ত ডিটেলস দেখতে পাবেন যেমন আপনার নাম, বাবার নাম, এড্ড্রেস, আধার নাম্বার, ফোন নাম্বার ইত্যাদি।
- তারপর এখানে e-KYC DONE বলে একটি অপশন রয়েছে, সেখানে No লেখা রয়েছে অর্থাৎ আপনার রেশন কার্ড e-KYC করা নেই।
- এবার e-KYC করার জন্য আপনাকে পশে থাকা DO e-KYC অপশনটিতে ক্লিক করতে হবে।
- করার পর আপনার রেশন কার্ড নাম্বারটি এখানে দিতে হবে, দিয়ে সার্চ অপশনে ক্লিক করতে হবে।
- এরপর আপনার ডিটেলসটা এখানে চলে আসবে সেখানে e-KYC Required লেখা দেখতে পাবেন।
- তারপর Link আধার নাম্বার বলে অপশনটিতে ক্লিক করবেন এবং সেখানে আপনার আধার নাম্বারটি বসিয়ে দেবেন।
- তারপর নিচে থাকা চেক বক্সটিতে টিক করে দেবেন এবং Send OTP অপশনটিতে ক্লিক করবেন।
- তারপর আপনার ফোন একটি OTP যাবে সেটি এখানে বসিয়ে দেবেন এবং Submit অপশনটিতে ক্লিক করবেন।
- এরপর আপনার ফটো সহ সমস্ত ডিটেলস এখানে চলে আসবে, তারপর আপনি Verify and Submit অপশনটিতে ক্লিক করে দেবেন।
- এরপর এখানে Addhar has Been Successfully Linked With Your Ration Card লেখাটি দেখিয়ে দেবে, তারপর আপনি Ok করে দেবেন।
- তারপর Link Mobile Number বলে একটি অপশন আসবে, সেখানে আপনাকে জিজ্ঞাসা করে হচ্ছে যে নাম্বারটি আপনার লিংক আছে সেটি কি আপনি চেঞ্জ করতে চান তাহলে Yes করুন আর না চাইলে No করে দিন।