How to change your registered mobile number to UAN account in Bengali 2022|আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বর UAN অ্যাকাউন্টে কীভাবে পরিবর্তন করবেন ?

যদি আপনি কোনো কোম্পানির কর্মচারী হন তাহলে আপনার মাসিক বেতনের একটি অংশ প্রত্যেক মাসে প্রভিডেন্ট ফান্ডে জমা পরব। এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট অর্গানাইজেশন উনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর এই সমস্যাটি সমাধান করার জন্য রয়েছে। আপনার প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টের লেনদেনের হিসাবপত্র এই UAN অ্যাকাউন্টের মাধ্যমেই পাওয়া যাবে। পরবর্তী কালে কোনো কারণে যদি কোম্পানি পরিবর্তন হয়ে যায় তাও আপনার অ্যাকাউন্ট নম্বরটি পরিবর্তন হবে না। UAN নম্বর রেজিস্ট্রেশন করার জন্য যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টের মতোই একটি ফোন নম্বর প্রয়োজন। তাই কোনো কারণে আপনি যদি মোবাইল নম্বর বদলে ফেলেন তাহলে আপনাকে UAN অ্যাকাউন্টেও সেই নতুন মোবাইল নম্বর আপডেট করতে হবে।

আপনার UAN অ্যাকাউন্টে রেজিস্টার্ড মোবাইল নম্বর বদল করবেন কীভাবে ? তা জেনে নিন।

স্টেপ ১। প্রথমে ওয়েবসাইটটি ওপেন করতে হবে। তারপর আপনি নিজের পাসওয়ার্ড এবং UAN অ্যাকাউন্ট নম্বর দিয়ে লগইন করবেন।

স্টেপ ২।  এইবার আপনি ম্যানেজ ট্যাব অপশনটি ক্লিক করে ড্রপ ডাউন মেনুতে গিয়ে ‘কন্ট্যাক্ট ডিটেল’ অপশন সিলেক্ট করবেন।

স্টেপ ৩। তারপর আপনাকে ফোন নম্বর পছন্দ করার চেকবক্স অপশনটি সিলেক্ট করতে হবে।

স্টেপ ৪।  এইবার আপনার ফোন নম্বর এন্টার করবেন। তারপর ফোন নম্বর লিখে কনফার্ম করবেন।

স্টেপ ৫। এবার ‘অথোরাইজেশন পিন’ অপশন সিলেক্ট করবেন ওটিপি পাওয়ার জন্য।

স্টেপ ৬। তারপর একটি ওটিপি পৌঁছবে আপনার নতুন ফোন নম্বরে। এবার সেই ওটিপি দিয়ে সেভ করতে হবে।

স্টেপ ৭। এইবার আপনার ফোন নম্বর অ্যাড হয়ে যাবে UAN অ্যাকাউন্টে।

এছাড়াও এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন একটি হোয়াটসঅ্যাপ হেল্প-লাইন চালু করেছেন ইপিএফ সদস্যদের পর্যাপ্ত সুবিধার জন্য। এই হোয়াটসঅ্যাপ হেল্প-লাইন পরিষেবা অন্যান্য সোশ্যাল মিডিয়া পেজের মতো আপনাদের বিভিন্ন কাজে সহায়তা করবে।

FAQ.

প্রশ্ন : UAN কী ?

উত্তর : UAN হল একটি 12-সংখ্যার ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর যা একজন PF অবদানকারী দ্বারা EPFO পরিষেবাগুলি অ্যাক্সেস করার জন্য ব্যবহৃত হয়।

প্রশ্ন : আমি কিভাবে SMS এর মাধ্যমে UAN নম্বর পেতে পারি?

উত্তর : প্রথমে আপনার ডিভাইসে ম্যাসেজ অ্যাপটি ওপেন করুন এবং সেখানে EPFOHO UAN ENG টাইপ করুন তারপর 7738299899 এই নম্বরে SMS পাঠিয়ে দিন।

প্রশ্ন : UAN এর ফুলফর্ম কী ?

উত্তর : UAN এর ফুলফর্ম হলো – Universal Account Number।

প্রশ্ন : আমার কী ২ টি UAN নম্বর থাকতে পারে?

উত্তর : না থাকতে পারে না এটা সম্পূর্ণ বেআইনি।

প্রশ্ন : UAN নম্বর এবং PF অ্যাকাউন্ট নম্বর কি একই?

উত্তর : হ্যাঁ।

আপনার জন্য আরো

1.ভুল করে অন্য অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে ফেললে সেই টাকা কীভাবে ফিরে পাবেন ?

2.নতুন ATM কার্ডের পিন জেনারেট করবেন কিভাবে?

3.হোয়াটসঅ্যাপ এ নম্বর সেভ না করে কল ও ম্যাসেজ করার উপায়

4.জিমেল অ্যাপে আর একটি অন্য ইমেল অ্যাকাউন্ট কীভাবে অ্যাড করবেন ?

Leave a Comment