OnePlus লাভারদের জন্য সুখবর OnePlus 12 লঞ্চের টাইম সামনে এলো  জানুন বিস্তারিত

OnePlus 11 5G পরে কোম্পানির পরবর্তী ফ্ল্যাগশিপ স্মার্ট ফোন হতে চলেছে OnePlus 12 । এই স্মার্ট ফোনটি নিয়ে চর্চা শুরু হয়ে গেছে। শুধু তাই নয় এই স্মার্টফোনটির ফিচারগুলিও সামনে আসা শুরু হয়ে গেছে। চীনের একটি মাইক্রোব্লগিং ওয়েবসাইটে OnePlus 12 এর ফিচার সম্পর্কে তথ্য পাওয়া গেছে। এই ফোন সম্পর্কে বিস্তারিত আমরা জানাতে চলেছি।

ওয়ানপ্লাসের এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনটি বছরের শেষের দিকে মার্কেটে আসতে পারে বলে জানা যাচ্ছে। এখনো পর্যন্ত ওয়ান প্লাসের তরফ থেকে এই ফোন সম্পর্কে কোনো রকম তথ্য প্রকাশ্যে আসেনি। কিন্তু চীনে সোশ্যাল মিডিয়ায় এই ফোনের বিভিন্ন তথ্য সামনে এসেছে। Weibo তে একজন টিপস্টার OnePlus 12 স্মার্টফোন সম্পর্কে কিছু ডিটেলস শেয়ার করেছেন। তার কথা অনুযায়ী এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনটিতে কার্ভ AMOLED ডিসপ্লে থাকতে পারে।

আশ্চর্যের কথা এটাই যে এই ডিসপ্লেটি Samsung কোম্পানির দ্বারা বানানো। OnePlus 11 5G স্মার্টফোনটিতে যেমন বাঁদিকের কর্নারে সেলফি ক্যামেরা ছিল, OnePlus 12 সেলফি ক্যামেরা মাঝখানে দেওয়া হয়েছে। 2k রেজুলেশন পর্যন্ত সাপোর্ট দেখা যেতে পারে। এছাড়া ফোনটিতে 120Hz রিফ্রেশরেট দেওয়া হতে পারে। এই স্মার্টফোনটিতে লেটেস্ট ফ্ল্যাগশিপ প্রসেসর Snapdragon 8 Gen 3 থাকতে পারে। এই স্মার্টফোনটিকে পাওয়ার দেওয়ার জন্য 5000mAh একটি ব্যাটারি দেয়া হয়েছে ব্যাটারীটি চার্জ করবার জন্য একটি 150W একটি সুপারফাস্ট চার্জার দেয়া হতে পারে।

ক্যামেরা সেটআপের কথা বলতে গেলে OnePlus 12 স্মার্টফোনটিতে 50 মেগাপিক্সেলের সেন্সর যুক্ত ট্রিপল ক্যামেরা সেটআপ দেখা যেতে পারে। প্রাইমারি ক্যামেরারটি Sony IMX9 সিরিজের হতে পারে। সাপোর্ট ক্যামেরা হিসেবে 50 মেগাপিক্সেলের আলট্রাওয়াইড লেন্স দেওয়া হতে পারে। তৃতীয় সেন্সার হিসাবে 64 মেগাপিক্সেলের OmniVision OV64B পেরিস্কোপ টেলি ফটো লেন্স থাকতে পারে।

আপনার জন্য আরো

1.5000mAh ব্যাটারি, Android 13 OS যুক্ত Oppo A78 4G স্মার্টফোনটি খুব শীঘ্রই লঞ্চ হতে চলেছে

2.3rd জুলাই ভারতে লঞ্চ হবে Motorola Razr 40, Razr 40 Ultra, জানুন স্পেসিফিকেশন্স

3.Redmi A2 -এর 64 GB স্টোরেজ ভেরিয়েন্টটির, মাত্র 6,799 টাকায়

4.মাত্র 1,099 টাকায় 50-ঘন্টা ব্যাটারি ব্যাকআপ সহ Portronics Harmonics Twins S6 ইয়ারবাডস লঞ্চ, জানুন বিস্তারিত

Leave a Comment