সংবাদ মাধ্যমের সাহায্যে ‘ফেসবুক আইডি ক্লোন’ শব্দটি আমাদের কাছে আর অপরিচিত নয়। জানেন কি, জালিয়াতরা আপনার অজান্তেই আপনার তথ্য চুরি করে ঠিক সেম টু সেম একই রকম ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করে ফেলছে। সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়, বড় বড় অভিনেতা-অভিনেত্রী বা শিল্পীদের প্রোফাইল এইভাবে ক্লোন করে অনৈতিক ও অসামাজিক কারবার করা হয়ে থাকে। এই ‘ফেসবুক আইডি ক্লোন’ নিয়ে প্রচুর প্রচুর অভিযোগও জমা পড়ে। তবে বর্তমান সময়ে এই জালিয়াতির হাত থেকে সাধারণ মানুষও রেহাই পাচ্ছেন না।
ইতিমধ্যে, তদন্তকারীরা তদন্ত করে দেখে বিভিন্ন প্রান্তে এই ধরণের জালিয়াতির খোঁজ পেয়েছেন। সাইবার বিশেষজ্ঞরা বলেছেন, ফেসবুক ক্লোন হল প্রতারকদের কাছে জালিয়াতির এক নতুন কায়দা। বিশেষ করে যেসব ব্যক্তিরা নতুন ফেসবুক অ্যাকাউন্ট খোলে তাঁদেরই শিকার বানায় এরা। জালিয়াতরা তাঁদের ব্যক্তিগত তথ্য চুরি করে হুবহু একই রকম আর একটি অ্যাকাউন্ট তৈরি করে ফেলে। তারপর সেখান থেকে ওই ব্যক্তির চেনা পরিচিতদের ‘ফ্রেন্ড রিকোয়েস্ট’ পাঠানো হয়। ‘ফ্রেন্ড রিকোয়েস্ট’ ‘অ্যাকসেপ্ট’ করলেই শুরু হয়ে যায় জালিয়াতি। জালিয়াতরা ব্যক্তিদের ব্যক্তিগত তথ্য, অর্থ, মেল বা অন্যান্য অ্যাপ্লিকেশনের পাসওয়ার্ডও চুরি করে নিতে পারে। এরপর আপনার পরিচয়ে, আপনার পরিচিতদের সাথে শুরু হয়ে যায় জালিয়াতি।
এই ধরণের জালিয়াতি থেকে বাঁচতে বিশেষজ্ঞদের পরামর্শ, কোনও কিছু চিন্তা-ভাবনা না করে, ভয় না পেয়ে প্রথমেই বিষয়টি আপনি আপনার পরিচিতদের জানান। তারপর আপনার আত্মীয়, বন্ধু ও পরিচিতদের সতর্ক করে দিন। যাতে তাঁরা ওই ধরনের কোনও ‘ফ্রেন্ড রিকোয়েস্ট’ ‘অ্যাকসেপ্ট’ না করে। আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটিতে কোনও কিছুর পুরো বর্ণনা দিয়ে পোস্ট করতে পারেন। আর সেই পোস্টটি যাতে সবার নজরে পরে, তার জন্য বর্ণনা দেওয়ার বাক্সতে ‘অ্যাট হাইলাইট’ বা ‘অ্যাট ফলোয়ার’ লিখতে পারেন। এছাড়াও আপনি আপনার বন্ধুদের কাছে আবেদন করতে পারেন ওই অ্যাকাউন্টটি দেখলেই যেন রিপোর্ট করা হয়।
কীভাবে ফেক অ্যাকাউন্ট রিপোর্ট করবেন ? প্রথমে ফেসবুক ফ্রেন্ডলিস্টে গিয়ে সেই ফেক অ্যাকাউন্টটি খুঁজে, তার ফেসবুক পেজে যেতে হবে। তারপর সেখানে প্রোফাইলের এক পাশে নাম, ছবির উল্টোদিকে একটু নিচে আছে ৩টি ‘ডট’ চিহ্ন। সেখানে ক্লিক করলেই চলে আসবে ‘রিপোর্ট প্রোফাইল’ অপশন। এরপর ফেসবুক জানতে চাইবে কেন ওই প্রোফাইল আপনি রিপোর্ট করতে চান। অনেকগুলি কারণের তালিকা আসবে। সঠিক কারণে ক্লিক করলেই ফেক অ্যাকাউন্টের রিপোর্ট করার প্রক্রিয়া সম্পন্ন হবে।
আপনাদের জন্য আরো
1.ফেসবুক মেসেঞ্জারে মেসেজ পিন করার উপায় ! আর খুঁজতে হবে না স্ক্রল করে, দেখে নিন এক নজরে