অসাবধানতাবশত ফেসবুকের কোন পোস্ট আপনি যদি ডিলিট করে ফেলেন এবং সেটা পুনরায় ফিরে পেতে চান সেক্ষেত্রে তা সম্ভব কিনা এই পোস্টে বিস্তার আলোচনা করা হয়েছে।
Facebook এ পোস্ট ডিলিট করলে কি হয় ?
ফেসবুক থেকে কোন পোস্ট মুছে ফেললে সঙ্গে সঙ্গে সেই পোস্টটি ডিলিট নাও হতে পারে। পরিবর্তে পোস্টটি ট্রাস্ট নামক একটি ফোল্ডারে ৩০ দিনের জন্য সঞ্চিত থাকতে পারে।
তবে এক্ষেত্রে মনে রাখা দরকার পোস্ট ডিলিট করার সময় আপনি যদি মুভ টু ট্রাস্ট অপশনটি ব্যবহার করে থাকেন তাহলেই পোস্টটি ফিরিয়ে আনা সম্ভব। তবে ট্রাস্ট ফোল্ডার থেকে ৩০ দিনের মধ্যেই পোস্টটিকে ফিরিয়ে আনতে হবে না হলে আপনা থেকেই পোস্টটি ডিলিট হয়ে যাবে। অনেক পোস্ট এর ক্ষেত্রে ডিলিট অপশন থাকে। সে ক্ষেত্রে আপনি যদি ডিলিট করে ফেলেন তাহলে আর কোনভাবেই পোস্টটি ফিরিয়ে আনা সম্ভব নয়। সেই জন্যই যখনই ফেসবুকের কোন পোস্ট ডিলিট করবেন মুভ টু ট্রাস্ট অপশনটি ব্যবহার করাই ভালো সেক্ষেত্রে পরবর্তীকালে আপনার প্রয়োজনে সেগুলি ফিরিয়ে আনতে পারবেন।
Facebook Trash ফোল্ডার থেকে মুছে ফেলা পোস্ট ফিরিয়ে আনার পদ্ধতি
কম্পিউটার অথবা মোবাইল যেকোনো ডিভাইস থেকে ট্রাস্ট ফোল্ডারে থাকা পোস্টগুলি ফিরিয়ে আনা সম্ভব চলুন দেখে নেয়া যাক কিভাবে পোস্টগুলিকে ফিরিয়ে আনা যায়।
Facebook ওয়েবসাইট থেকে পোস্ট ফিরিয়ে আনার পদ্ধতি
1. কম্পিউটার অথবা মোবাইল যেকোনো ডিভাইস থেকে একটি ব্রাউজার ওপেন করুন এবং সেখানে facebook.com লিখে সার্চ করুন।
2. তারপর আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনার নিজের প্রোফাইলে প্রবেশ করুন।
3. এরপর থ্রি ডট অপশনে ট্যাপ করুন এবং Activity Log অপশনটিতে ক্লিক করুন।
4. তারপর সাইড বাড়ি থাকা Trash অপশনটিতে ক্লিক করুন।
5. এরপর আপনি যে পোস্টটি রিকভার করতে চান তার পাশে থাকা আইকনে ক্লিক করুন এবং Restore বাটনটি ট্যাপ করুন।
তারপর আপনার প্রোফাইলে প্রবেশ করলেই আপনার রিকভার করা পোস্টটি আবার দেখতে পাবেন।
Facebook অ্যাপ ব্যবহার করে পোস্ট ফিরিয়ে আনার পদ্ধতি
1. প্রথমে আপনার ফেসবুক অ্যাপে প্রবেশ করুন।
2. থ্রি ডট আইকনে ট্যাপ করুন এবং সেটিং এ প্রবেশ করুন।
3.Activity Log অপশনটিতে ক্লিক করুন।
4. এরপর স্ক্রিনের উপরের দিকে থাকা Trash অপশনটিতে ক্লিক করুন।
5. তারপর ডিলিট করা পোস্টগুলি দেখতে পাবেন যেটি আপনি রিকভার করতে চান তার পাশে থাকা সেটিং আইকনে ক্লিক করুন এবং Restore বাটনটি ক্লিক করুন।
এভাবে খুব সহজে আপনি ডিলিট হওয়া পোষ্টটিকে রিকভার করতে পারবেন।
Facebook Trash ফোল্ডারে পোস্ট খুঁজে না পাওয়ার কারণ
সমস্ত ডিলিট করা পোস্ট কিন্তু আবার Trash ফোল্ডারে গিয়ে জমা হয় না। যে সমস্ত পোস্ট অথবা ছবি আপনারা সরাসরি ডিলিট করেন সেগুলো ট্রাশ ফোল্ডারে সঞ্চিত হবে না।
আরো একটা কথা মনে রাখা প্রয়োজন আপনি যখন কোন পোস্ট বা ছবি ডিলিট করেন সেক্ষেত্রে মুভ টু ট্রাস্ট অপশনটি সিলেক্ট করলেই আপনি ছবি বা পোস্টটি ফিরিয়ে আনতে পারবেন তবে তার জন্য একটি নির্দিষ্ট সময় আছে ৩০ দিনের মধ্যেই পোস্টটি ফ্রিরিয়ে আনা সম্ভব। না হলে পোস্টটি অটোমেটিক ডিলিট হয়ে যাবে।
Facebook পোস্ট Archive এবং Trash করার মধ্যে পার্থক্য
আপনি যদি ফেসবুক থেকে কোন পোস্ট হাইড করতে চান সেক্ষেত্রে Archive অপশন টি ব্যবহার করতে পারেন। এবং ডিলিট করে দিতে চাইলে Trash অপশনটি ব্যবহার করুন। কোন পোস্ট সম্পর্কে আপনি যদি দ্বিধায় থাকেন যে পোস্টটি ডিলিট করবেন কিনা সে ক্ষেত্রে আপনি Archive অপশনটি ব্যবহার করতে পারেন।
আপনার জন্য আরো
1.অনলাইনে ভর্তুকিহীন রেশন কার্ডের জন্য আবেদন পদ্ধতি
2.যুবশ্রী প্রকল্পের নতুন আপডেট
3.পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য কৃষক বন্ধু প্রকল্প
4.অনলাইনে ECI ভোটার সার্ভিস পোর্টালে কিভাবে রেজিস্ট্রেশন ও লগইন করবেন