স্মার্টফোনের বাজারে Coolpad তার নতুন সিরিজ Coolpad Daquan 3 লঞ্চ করেছে। এই সিরিজে Coolpad Daquan 3 এবং Coolpad Daquan 3 Plus লঞ্চ করেছে। এই দুটি স্মার্টফোনই হলো 5G। এই স্মার্টফোন দুটিতে দেওয়া হয়েছে 120Hz রিফ্রেশ যুক্ত ডিসপ্লে। এর বিশেষ ফিচারটিকে naked-eye 3D হিসাবে বর্ণনা করা হয়েছে। এছাড়াও ফোনটিতে আপনারা পেয়ে যাবেন 4500 mAh এর ব্যাটারি। এরই সাথে এতে 33W পর্যন্ত ফাস্ট চার্জিং সাপোর্টও দেওয়া হয়েছে। আসুন তাহলে এই স্মার্টফোন দুটির বাকি সমস্ত ফিচার্স এবং দাম সম্পর্কে বিস্তারে জেনে নেওয়া যাক।
Coolpad Daquan 3 এবং 3 Plus এর স্পেসিফিকেশন্স
Coolpad Daquan 3 এবং 3 Plus -এ 6.58 ইঞ্চির Full HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে যার রিফ্রেশ রেট হলো 120Hz। ফোনটিতে একটি বিশেষ ফিচার দেওয়া হয়েছে যা হলো naked-eye 3D। সাধারণত, 3D টেকনিকে কনটেন্ট দেখার জন্য বিশেষ ধরনের চশমা ব্যবহার করা হয়। কিন্তু Coolpad এর এই ফোনগুলিতে আপনি খালি চোখেই 3D কনটেন্ট দেখতে পারবেন। এর জন্য আপনার বিশেষ কোনো গ্লাসের প্রয়োজন হবে না। কোম্পানি এতে স্মার্ট টাচ মডিউল দিয়েছে যা উন্নত অ্যালগরিদমের সাহায্যে ব্যবহারকারীর চোখের মুভমেন্ট ট্র্যাক করে এবং ডিসপ্লেতে রিয়েল টাইমে 3D ইফেক্ট নিয়ে আসে। এছাড়াও ডিভাইসটিতে AI ইমেজ প্রসেসিং ব্যবহার করা হয়েছে।
দুটি ফোনের বেশিরভাগ স্পেসিফিকেশন একই রকম তবে কিছু জায়গায় পার্থক্য রয়েছে। Coolpad Daquan 3
তা Purple Light Junrui T760 চিপসেট দেওয়া হয়েছে আর Coolpad Daquan 3 Plus এ MediaTek Dimensity 900 চিপসেট দেওয়া হয়েছে। দুটি ফোনেই রয়েছে 4500 mAh ব্যাটারি। Coolpad Daquan 3 স্মার্টফোনটিতে 18W চার্জার দেওয়া হয়েছে যেখানে Coolpad Daquan 3 Plus-এ 33W ফাস্ট চার্জার রয়েছে। Coolpad Daquan 3 এর মেইন ক্যামেরাটি হলো 13 মেগাপিক্সেল এবং Coolpad Daquan 3 Plus-এর মেইন ক্যামেরাটি হলো 50MP। এছাড়াও এতে একটি 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স এবং একটি 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর রয়েছে। কানেক্টিভিটির জন্য ডিভাইসটিতে Wi-Fi 2.4GHz এবং 5GHz, 5G, ব্লুটুথ সাপোর্ট দেওয়া হয়েছে।
Coolpad Daquan 3, 3 Plus এর দাম
Coolpad Daquan 3 স্মার্টফোনটির 6GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 1499 Yuan (প্রায় 17,200 টাকা)। যেখানে Coolpad Daquan 3 Plus স্মার্টফোনটির 8 GB RAM এবং 256 GB স্টোরেজে ভেরিয়েন্টের দাম 2199 Yuan (প্রায় 25,300 টাকা)।
আপনার জন্য আরো
1.দুর্দান্ত ফিচার্স এবং 5000mAh ব্যাটারি সহ লঞ্চ হতে চলেছে Lava O2
2.50MP ক্যামেরা এবং 16GB RAM সহ লঞ্চ হতে চলেছে OnePlus Ace 3V
3.50MP ক্যামেরা এবং 24GB RAM সহ লঞ্চ হতে চলেছে Realme 12X
4.লঞ্চ হলো Doogee T30 Max ট্যাবলেট 50MP ডুয়াল ক্যামেরা, 4K ডিসপ্লে এবং 10800mAh ব্যাটারির সাথে