5180mAh ব্যাটারি এবং DSLR এর মতো ক্যামেরার সাথে লঞ্চ হলো Blackview BV5200 PRO স্মার্টফোনটি

Blackview এর নেক্সট জেনারেশন গ্র্যান্ড স্মার্টফোন Blackview BV5200 PRO গ্লোবালি AliExpress এ লঞ্চ করে দিয়েছে। এই নতুন স্মার্টফোনটি ফটোগ্রাফি এবং পারফরম্যান্সের দিক থেকে আরও ভালো ফিচার্স নিয়ে এসেছে। আপনারা যদি এই নতুন স্মার্টফোনটির ফিচার্স সম্পর্কে জানতে আগ্রহী হন তাহলে অবশ্যই এই পোস্টটি পড়ুন।

Blackview BV5200 Pro ফোনটির ফিচার্স এবং স্পেসিফিকেশন :-

এই স্মার্টফোনটিতে 6.1Inch এর HD+ ডিসপ্লে। ফোনটিতে রয়েছে 4GB RAM, যেটা কিনা 7GB পর্যন্ত বাড়ানো যেতে পারবে। এছাড়াও ফোনটিতে 64GB ROM দেওয়া হয়েছে, যেটা 1TB পর্যন্ত বাড়ানো যেতে পারে। প্রসেসরের কথা কথা বলতে গেলে BV5200 Pro স্মার্টফোনটিতে Octa Core MediaTek Helio G35 প্রসেসর দেওয়া হয়েছে। আর অপারেটিং সিস্টেমে এই স্মার্টফোনটি Android 12 বেসড DOKE OS 3.0 ওপর কাজ করবে। ডাইমেনশন এর দিক থেকে ফোনটি বাকি হেভি এবং ভারি স্মার্টফোন গুলির থেকে আলাদা, BV5200 Pro ফোনটির ওজন হলো মাত্র 268 গ্রাম এবং 13.65mm সিল্ক বডি দেওয়া হয়েছে।

এই স্মার্টফোনটিতে 5180mAh ব্যাটারি দেওয়া হয়েছে। মাত্র একবার চার্জ দিলে আপনারা 7.5 ঘন্টা পর্যন্ত গেমিং, 14.1 ঘন্টা পর্যন্ত ওয়েব ব্রাউজিং এবং 20 ঘন্টা পর্যন্ত মিউজিক টাইম প্রদান করবে। এছাড়াও আরো অন্যান্য ফিচার্স রয়েছে যেমন – কাস্টমাইজ শর্টকাট বাটন, GPU নেভিগেশন, NFC ফাংশান, Face আনলক, Duel 4G LTE এবং আউটডোর টুলকিট।

Blackview মার্কেটে নিজেদের জায়গা ঠিক রাখার জন্য ArcSoft এর সাথে পার্টনারশিপ করেছে, যার ফলে BV5200 বাজেট স্মার্টফোনটিতে প্রথমবার অ্যাডভান্স ফোটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি ফাংশান দেওয়া হয়েছে।
ArcSoft হলো একটি এলগোরিদম এবং সফটওয়্যার সলিউশান প্রোভাইডার, যেটা কিনা টপ 20 মোবাইল নির্মাতা যেমন – Huawei, Samsung এবং Xiaomi এই সব ব্র্যান্ড গুলিকে সার্ভিস প্রদান করে।

Blackview BV5200 Pro স্মার্টফোনটির দাম :-

Blackview BV5200 Pro স্মার্টফোনটির দাম 199 ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় 16,460 টাকা, কিন্তু জোরদার ডিসকাউন্টের পরে শুধুমাত্র AliExpress -এ 99.99 ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় 8,270 টাকাতে পাওয়া যাবে। এই আকর্ষণীয় ডিসকাউন্টটি 9 ডিসেম্বর 2022 পর্যন্ত বৈধ থাকবে। এছাড়াও এই অফারটি চলাকালীন 100 জন গ্রাহক একটি হেডফোন ফ্রীতে পেয়ে যাবেন। তাই দেরি না করে তারাতারি কিনে ফেলুন এই নতুন Blackview BV5200 Pro স্মার্টফোনটি।

আপনার জন্য আরো

1.মার্কেটে আসতে চলেছে Vivo -র Sub-Brand iQoo-এর একটি নতুন স্মার্টফোন

2.নতুন বছরের শুরুতে আরও অত্যাধুনিক চমকের সাথে আসতে চলেছে নতুন iPhone 15 Pro

3.মাত্র 60 হাজার টাকার মধ্যে পাওয়া যাচ্ছে iPhone 14 স্মার্টফোনটি

4.ফ্লিপকার্ট এবং অ্যামাজন থেকে পাওয়া যাচ্ছে OnePlus Nord N20 SE 

Leave a Comment